Welcome To RONY'S WORLD .
Html Codes

শুক্রবার, ১৪ নভেম্বর, ২০১৪

ABEG

আমার এক পরিচিতজনের ছোট ভাই, UK-তে থাকে, পড়াশোনা করে!
গত বছরের ঘটনা! একদিন ক্লাস শেষে সিট বেঞ্চ থেকে উঠতে গেলে একটু আওয়াজ হয়; সাথে সাথে তার এক সহপাঠী নিজ ভাষায় বলে ওঠে, "এই দেখ দেখ, বেঞ্চের আওয়াজে বিল্ডিংটা ধ্বসে গেল না তো আবার?!" সেই ছোট ভাইটা সেদিন কাঁদতে কাঁদতে বাসায় ফিরেছে! মন্ত্রী ম খা আলমগীর কর্তৃক "ধাক্কাধাক্কিতে বিল্ডিং ধ্বস থিওরি" প্রদানের কিছুদিন পরের ঘটনা এটা! দেশে বলা একটা কথার আন্তর্জাতিক প্রভাবটা দেখলেন তো!!
আমরা বাঙালি, ঐতিহাসিকভাবেই আমরা বেশ বাকপটু! কথা বলার সময়, বেশির ভাগ সময়ই 'কী বলছি' 'কেন বলছি' এসব খেয়াল থাকে না; তবে তার ফলটা কিন্তু অনেক সময়ই সুখকর নাও হতে পারে!
আমরা সেই বাঙালি, যার প্রতিনিধিরা বলেন, "চিজ-বার্গার খেলেই আজকাল নোবেল প্রাইজ পাওয়া যায়!" "বিশ্বব্যাংককে কান ধরে দাঁড় করায়া রাখা উচিত!" আমরা কথার ইম্প্যাক্ট বুঝি না! সারা দুনিয়াকে এমনভাবে মূল্যায়ন করি যেন আমরা স্বর্গ থেকে আবির্ভূত হয়েছি আর বাকিরা ‘গন্ধম খাওয়া' পাপি, 'স্বর্গ থেকে বিতাড়িত' জাতি!

আমরা যখন নিজেকে উচ্চস্থানে নিয়ে যেতে পারি না, তখন উপরের মানুষগুলিকে অপমান-অপদস্থ করে নিজের পর্যায়ে নামিয়ে আনার নোংরা প্রচেষ্টা চালাই!
আমি মন থেকে চাই, যারা মার্ক জুকারবার্গের পোস্টকৃত ছবিতে বাংলায় অশ্রাব্য কথাবার্তা লিখেছে, তাদের যেন চিরকালের মতো পৃথিবীর সকল 'সোশ্যাল মিডিয়া'তে নিষিদ্ধ ও অবাঞ্ছিত ঘোষণা করা হয়! শুধু তা-ই নয়, যারা এ ধরণের কাজ করে রক্ত দিয়ে কেনা আমাদের ভাষা ও আমাদের দেশকে ছোট করছে, তাদের বিরুদ্ধে আমাদের দেশ ও ভাষার পক্ষ থেকে মানহানির মামলা করে (যদি সে ধরণের সুযোগ বাস্তবে থেকে থাকে) বিচারের আওতায় আনা উচিত!
যে জাতি নিজেই নিজেকে ছোট করে, সে জাতি কোন বিশ্বাসে অন্যের নিকট থেকে সম্মান প্রত্যাশা করবে?!!....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন