Uptown Lokolz - হিসাবের কথা
Album - Kahini Scene Paat
আমরা লোকলজ রা , আমাগো জলনের পরে থাইকা এডা নিজের চোখে দেইখা বড় হইছি
যেটা কথা পুরা মাপা. Bigg Spade, Black zang,, আর জাউরা পোলাপানের বাপ
ঘাউরা টাইনা পুরাই তাউরা ছাফা, scene ভাইয়া .
আমি রাস্তায় যখন
বাইর হই, দেখি আমার দেশের চিত্র, এমনে কইরা চললে কেমনে সোনার বাংলা হইব
উন্নত, আমার মনের ভিতরে লুকায়ে আছে যত প্রশ্ন, চারপাশে বাস্ত লোকজন কিন্তু
ওগো
ফলাফল শূন্য, সবার জীবন-এ আধুরা, কেউ না পরিপূর্ণ, আমি কিছু করতে চাই আমার
এ জন্মভূমি জন্য. আমার প্রশ্ন সুধুই ধনী কেন গাড়িতে চড়বো ? আর গরিব সে
গাড়ির নিচে কেন চাপা পড়ব?
ধনী গরিব সবাই মানুষ, এটা সবার বুঝতে
হইব, নরমের উপর গরম দেখায়া কেন আজকা এ দেশ চলব? অন্যায় অত্যাচার আমি
কিছুই মাথা পাতা নিমুনা, স্বাধীন বাংলাদেশে কেন আমি স্বাধীনতা পামুনা?
স্বাধীন ভাগ ৬৪ জেলা, লোকাল মাইনষের বাস্তব কথা, আর আমরা চেষ্টা করছি ওসব
কথা ষোলো লাইন-এ কয়ার, রাজক সবকিছুই চলতাছে , কাহিনী পুরাই scene পাট. আমি
তাউরা সাফা কইরা দিমু সব ঠিক ঠাক.
পার্ট
৩৮ তা বছর হইসে ,
দেশটা কি কামাইছে? চারপাশে দেখ বাঙালিরা কি পাইছে, দেশটার ভবিস্যতের নাই
কোনো খবর, চট্ট একটা ভয়ঙ্কর বাস্তব scene পাট তুইলা ধর.
ঐ তোরা কান খোল. .. . . হেই হই , হিসাবের কথা হোন, এ এ , তোরা চোখ খোল, এই এই , হিসাবের খাতা খোল. এই এই
গাড়ির তেলের দাম কমানোর লাইগা খাওনের দাম বাড়ায় কম, দামে তেল পাচার ,
এখন তেলের দাম বাড়ায়, এখন তেলের দাম বাড়লো, চালের দাম বাড়লো, ধনী গরিব
বড় লোকের একলগে ভাত মারলো, রাজনীতির গতিতে মাইনষের কমানো টাকা হারায়,
কিছু করবার না পারলে বুকে পেছা জীবন হারায়, এখন দুনিয়াতে ভাই করতাছি জীবন
যাপন
সবাই সবার দুশমন , কেউ কারো নাই আপন, বিপদ আপদ প্রত্যেক
ধাপ, সময় বহুত খাপরা, বুইজা শুইনা চইলেন, নিলে পরবেন চরম দাক্রায়, পোলারা
আইবনা আপনের মরা লাশ উঠাইতে, বলদা উইঠা গেছে হালাগো ঘুষ খাইতে খাইতে
খাইতে, খারাপ লাগে চিন্তা করতে আমার এই দেশের দশা, মুক্তিযোদ্দারা কি জানত
পামু এই স্বাধীনতা?
কইতে ঘিন্না করেনা, যার তার কাছে খাইতে ঘুষ , তারে ছাড়লিনারে তোরা বাচ্চা মহিলা পুরুষ.
ঐ একট কাগজের টুকরায় পাঁচ আর দুইটা শূন্য, কত কোপাকুপি মারামারি হইলো
এটার জন্য, পোলা বাপেরে বেল দেয়না, বাপে পোলারে বেল দেয়না, টেকার সময়
আইলে মামা কেউ কারো দিকে তাকায়না, alltime মাথায় চিন্তা থাকে কেমনে পকেটে
টাকা ভরি, ১০০ - ২০০ হাজার থেকে কেমনে কোটি টাকা করি, নিজের রুম-এ
গাড়িতে, এমন কি কমোডেও AC আছে, আর ঐদিকে গরমের মাইনষের লোকাল ৯ নাম্বার
বাস-এ
আজকাল সব পইরা গেছে এই কাগজের টুকরার লোভে, খালি জিগ্গায়
এইসব খাইসলত তোগো মধ্যে কম্বো কবে? পহেলা ফাল্গুন , সায়ন্ত দিবস, পহেলা
বৈশাখ বিজয় দিবস, অসভ্ভো নমুনার এসব দিনরে বানাইছে dating দিবস.
বাস্তবে দেখা নিজের লেখা এখন দেখামু তোরে , সদ্য কি লাভ হইলো রক্ত দিয়া
একাত্তরে ? ভাই brother এর মদদে গেনজাম এখন তোরা বন্ধ কর, আজাইরা কাম বাদ
দিয়া দেশটার লাইগা কিছু কর,
৩৮ তা বছর হইসে , দেশটা * ফালাইছে ?
চারপাশে দেখ বাঙালিরা কি পাইছে, দেশটার ভবিস্যতের নাই কোনো খবর, চট্ট একটা
ভয়ঙ্কর বাস্তব scene পাট তুইলা ধর.
ঐ তোরা কান খোল. .. . . হেই হই , হিসাবের কথা হোন, এ এ , তোরা চোখ খোল, এই এই , হিসাবের খাতা খোল. এই এই
হইছে পার্ট গুটিতে
কামানো
পড়বেন
মুক্তিযোধ্ধারা
একটা
poirha