Title: Jodi Bhabo (যদি ভাবো)
singer:Riad Hasan
Lyric: Arka Ganguly & Ahmed Saad Rizvy
Tune & Vocal: Riad Hasan
Sound: Shaker Raza
link: http://qfs.mobi/f1354684
Lyrics:
যদি ভাবো, ভাবছি তোমায়
ঠোঁটের মাঝে আঙ্গুল রেখেছি
হাল্কা-হাওয়া, সন্ধ্যে বেলায়
জেনো শুধু আমি এসেছি,
উড়তে থাকা কাগজের কোণায়
সুতোর টানে কত গান বেঁধেছি
ঘুরতে থাকা এ হাওয়া শোনায়
তোমার যে গান আমি শুনেছি
রাতের আলোয় সাগর পাড়ে
তোমার স্মৃতি আঁকড়ে থেকেছি।
বন্ধ দরজার ও পাশে প্রদীপ জ্বেলে
কোন সুদুরের স্বপ্নে বিভোর হয়েছি
রোদ পড়ে রয় আমার চাদর জুড়ে
অন্ধ আবেগে তোমাতেই স্বর্গ দেখেছি
উড়তে থাকা কাগজের কোণায়
সুতোর টানে কত গান বেঁধেছি
ঘুরতে থাকা এ হাওয়া শোনায়
তোমার যে গান আমি শুনেছি
রাতের আলোয় সাগর পাড়ে
পাথরের মত আমি ক্ষয়েছি......
singer:Riad Hasan
Lyric: Arka Ganguly & Ahmed Saad Rizvy
Tune & Vocal: Riad Hasan
Sound: Shaker Raza
link: http://qfs.mobi/f1354684
Lyrics:
যদি ভাবো, ভাবছি তোমায়
ঠোঁটের মাঝে আঙ্গুল রেখেছি
হাল্কা-হাওয়া, সন্ধ্যে বেলায়
জেনো শুধু আমি এসেছি,
উড়তে থাকা কাগজের কোণায়
সুতোর টানে কত গান বেঁধেছি
ঘুরতে থাকা এ হাওয়া শোনায়
তোমার যে গান আমি শুনেছি
রাতের আলোয় সাগর পাড়ে
তোমার স্মৃতি আঁকড়ে থেকেছি।
বন্ধ দরজার ও পাশে প্রদীপ জ্বেলে
কোন সুদুরের স্বপ্নে বিভোর হয়েছি
রোদ পড়ে রয় আমার চাদর জুড়ে
অন্ধ আবেগে তোমাতেই স্বর্গ দেখেছি
উড়তে থাকা কাগজের কোণায়
সুতোর টানে কত গান বেঁধেছি
ঘুরতে থাকা এ হাওয়া শোনায়
তোমার যে গান আমি শুনেছি
রাতের আলোয় সাগর পাড়ে
পাথরের মত আমি ক্ষয়েছি......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন