Welcome To RONY'S WORLD .
Html Codes

শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪

মনের ভেতর
হাবিব এবং ন্যান্সি
..................................................
আমি তোমার মনের ভেতর,
একবার ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাস
সে কথাটা জানতে চাই
ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই
তুমি শুদু আমার হবে ,
একথাটা বলতে চাই||

এ হৃদয়ে জলছে এক জাদুর মম বাতি
তুমি আগুন হয়ে
পুরছ আমায় সাড়া দিবা রাতি ..

এ হৃদয়ে ফুটছে ফুল প্রেমের বারো মাস
তুমি ফাগুন হয়ে ছুলে ,আমার ও নিল আকাশ ||
আমি তোমার মনের ভেতর,
একবার ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাস
সে কথাটা জানতে চাই
ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই
তুমি শুদু আমার হবে ,
একথাটা বলতে চাই||

এ প্রনয়ে অন্ধ হলাম ,
প্রানের আলো তুমি
দু:খ এলে ভুলে যেওনা
বাচবনা আমি....

এ প্রনয়ে কথা দিলাম
সূর্য, চন্দ্র ,তারা
সাক্ষী থেক মরণ যেন
হয়না তুমি ছাড়া ||

আমি তোমার মনের ভেতর,
একবার ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাস
সে কথাটা জানতে চাই
ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই
তুমি শুদু আমার হবে ,
একথাটা বলতে চাই||

link :http://mp3bazaar.blogspot.com/2014/03/habib-nancy-ami-tomar-moner-vitor-mp3.html

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন