মহানবী
হযরত মুহাম্মদ (সা) এর পূর্ববর্তী যুগে (ঈসায়ী যুগে) এক ব্যক্তি ৯৯ জন
মানুষকে হত্যা করলো। এরপর সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমের কথা জিজ্ঞেস করলো।
তাকে একজন সংসার বিরাগী খ্রিস্টান পাদ্রীর কথা বলে দেয়া হলো। সে তার কাছে
গিয়ে বললো, সে ৯৯ জন লোককে হত্যা করেছে। এখন তার জন্য তাওবার কোন সুযোগ
আছে কি? পাদ্রী বললো, নেই। এতে লোকটি (ক্ষিপ্ত হয়ে) পাদ্রীকে হত্যা করে
১০০ সংখ্যা পূর্ণ করলো।
এরপর আবার সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমের কথা জিজ্ঞেস করায় তাকে একজন আলেমের কথা বলে দেয়া হলো। অতঃপর সে তাকে বললো, সে ১০০ লোককে হত্যা করেছে, এখন তার জন্য তাওবার কোন সুযোগ আছে কি? আলেম বললেন, "হ্যাঁ, তাওবার সুযোগ আছে। আর তার মাঝে ও তাওবার মাঝে অন্তরায় কে হতে পারে? তুমি অমুক স্থানে চলে যাও। সেখানে কিছু লোক আল্লাহর ইবাদত করছে। তুমিও তাঁদের সাথে ইবাদত কর এবং তোমার দেশে ফিরে যেও না, কারণ তা খারাপ স্থান।"
লোকটি নির্দেশিত স্থানের দিকে চলতে লাগলো। অর্ধেক পথ যখন অতিক্রম করলো তখন তার মৃত্যুর সময় এসে পড়লো। তখন রহমতের ফিরিশতাগণ ও আযাবের ফিরিশতাগণের মধ্যে ঝগড়া বেঁধে গেলো।
রহমতের ফিরিশতাগণ বলতে লাগলেন, এ লোকটি সর্বান্তকরণে তাওবা করে আল্লাহর দিকে ফিরে এসেছে। অপরদিকে আযাবের ফিরিশতাগণ বলতে লাগলেন, লোকটি জীবনে কোন ভালো কাজ করেনি।
এমন সময় একজন ফিরিশতা মানুষের রূপ ধারণ করে তাদের কাছে এলো। তখন তারা তাকেই এ বিষয়ের বিচারক মেনে নিল। অতঃপর বিচারক বললো, তোমরা উভয় দিকের স্থানের দুরত্ব মেপে দেখ। অতঃপর যে দিকটি নিকটতর হবে সেটিরই সে অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। অতঃপর জায়গা পরিমাপের পর যে দিকের উদ্দেশ্যে সে এসেছিলো তাকে সে দিকটির নিকটবর্তী পাওয়া গেলো। অতএব রহমতের ফিরিশতাগণ লোকটির রূহ কবয করলো।
তথ্যসূত্র : বুখারী ও মুসলিম
তাল পাতার সিপাহি
এরপর আবার সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমের কথা জিজ্ঞেস করায় তাকে একজন আলেমের কথা বলে দেয়া হলো। অতঃপর সে তাকে বললো, সে ১০০ লোককে হত্যা করেছে, এখন তার জন্য তাওবার কোন সুযোগ আছে কি? আলেম বললেন, "হ্যাঁ, তাওবার সুযোগ আছে। আর তার মাঝে ও তাওবার মাঝে অন্তরায় কে হতে পারে? তুমি অমুক স্থানে চলে যাও। সেখানে কিছু লোক আল্লাহর ইবাদত করছে। তুমিও তাঁদের সাথে ইবাদত কর এবং তোমার দেশে ফিরে যেও না, কারণ তা খারাপ স্থান।"
লোকটি নির্দেশিত স্থানের দিকে চলতে লাগলো। অর্ধেক পথ যখন অতিক্রম করলো তখন তার মৃত্যুর সময় এসে পড়লো। তখন রহমতের ফিরিশতাগণ ও আযাবের ফিরিশতাগণের মধ্যে ঝগড়া বেঁধে গেলো।
রহমতের ফিরিশতাগণ বলতে লাগলেন, এ লোকটি সর্বান্তকরণে তাওবা করে আল্লাহর দিকে ফিরে এসেছে। অপরদিকে আযাবের ফিরিশতাগণ বলতে লাগলেন, লোকটি জীবনে কোন ভালো কাজ করেনি।
এমন সময় একজন ফিরিশতা মানুষের রূপ ধারণ করে তাদের কাছে এলো। তখন তারা তাকেই এ বিষয়ের বিচারক মেনে নিল। অতঃপর বিচারক বললো, তোমরা উভয় দিকের স্থানের দুরত্ব মেপে দেখ। অতঃপর যে দিকটি নিকটতর হবে সেটিরই সে অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। অতঃপর জায়গা পরিমাপের পর যে দিকের উদ্দেশ্যে সে এসেছিলো তাকে সে দিকটির নিকটবর্তী পাওয়া গেলো। অতএব রহমতের ফিরিশতাগণ লোকটির রূহ কবয করলো।
তথ্যসূত্র : বুখারী ও মুসলিম
তাল পাতার সিপাহি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন