Welcome To RONY'S WORLD .
Html Codes

শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪

ময়লা টি-শার্ট
ছেঁড়া জুতো
কদিন আগে এই
ছিল মনেরই মতো
দিন বদলের
টানা-পোঁড়নে
সখের ঘুড়ি নাটাই সুঁতো
ঘুড়ি তুমি কার আকাশে উড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়ো

তোমার নিকট অতীত
আমার এক যুগ আগের শীত
পৃথিবী তোমার অনুকূলে থাকে
আমার বিপরীত
তোমার ছোট্ট চাওয়া
আমার বৃষ্টিতে ভিজে যাওয়া
তারপর একা ঘরে মন
জড়োসড়ো

তোমার রোদেলা শহর
আমার রংচটা রং-এর ঘর
জানালা তোমার অভিমুখে খোলা
দেয়াল নড়বড়
তোমার একটু ছোঁয়া
আমার স্বপ্নকে খুঁজে পাওয়া
তারপর ঘুমভাঙ্গা চোখ
জড়োসড়ো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন