দুপাড় ছুয়ে বহমান নদী
হঠাৎ যদি থেমে যেতো
বলার মত এক গল্প হতো
আমার মরচে পড়া এই দেশটা যদি
সুর্যের আলো খুজে পেতো
দেখার মত এক দৃশ্য হতো(২)
শুধু কথা আর সুর নিয়ে চলা
শুধু গানের খোঁজে কোনো প্রাণের খোঁজে
নিজে নিজে কথা বলা(২)
যদি রাজনীতিবিদরা, গীটার হাতে
শ্লোগানে সুর বেঁধে নিতো
শোনার মত এক গান হতো
দুপাড় ছুয়ে বহমান নদী
হঠাৎ যদি থেমে যেতো
বলার মত এক গল্প হতো
এই নির্জন পথটার বাঁকে
আমার স্বপ্নযত, ঝরা পাতার মত
মাটিতে পড়ে থাকি(২)
যদি বাধনখোলা ঝরা পাতাগুলো
আকাশে আকাশে উড়ে যেত
স্বপ্নযত সব সত্যি হতো
দুপাড় ছুয়ে বহমান নদী
হঠাৎ যদি থেমে যেতো
বলার মত এক গল্প হতো
আমার মরচে পড়া এই দেশটা যদি
সুর্যের আলো খুজে পেতো
দেখার মত এক দৃশ্য হতো
হঠাৎ যদি থেমে যেতো
বলার মত এক গল্প হতো
আমার মরচে পড়া এই দেশটা যদি
সুর্যের আলো খুজে পেতো
দেখার মত এক দৃশ্য হতো(২)
শুধু কথা আর সুর নিয়ে চলা
শুধু গানের খোঁজে কোনো প্রাণের খোঁজে
নিজে নিজে কথা বলা(২)
যদি রাজনীতিবিদরা, গীটার হাতে
শ্লোগানে সুর বেঁধে নিতো
শোনার মত এক গান হতো
দুপাড় ছুয়ে বহমান নদী
হঠাৎ যদি থেমে যেতো
বলার মত এক গল্প হতো
এই নির্জন পথটার বাঁকে
আমার স্বপ্নযত, ঝরা পাতার মত
মাটিতে পড়ে থাকি(২)
যদি বাধনখোলা ঝরা পাতাগুলো
আকাশে আকাশে উড়ে যেত
স্বপ্নযত সব সত্যি হতো
দুপাড় ছুয়ে বহমান নদী
হঠাৎ যদি থেমে যেতো
বলার মত এক গল্প হতো
আমার মরচে পড়া এই দেশটা যদি
সুর্যের আলো খুজে পেতো
দেখার মত এক দৃশ্য হতো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন