Welcome To RONY'S WORLD .
Html Codes

শুক্রবার, ১৪ নভেম্বর, ২০১৪

প্রতিনিয়ত মানুষ এখন নিত্যনতুন প্রতারনার শিকার! তাই,সবার জন্য নিয়ে এলাম "ডিজিটাল প্রতারণা সমগ্র "। একটু বড় হলেও,সবই সত্য ঘটনা অবলম্বনে গল্পাকারে লিখা,বোরিং লাগবেনা আশা করছি...সবাই পড়ুন, নিজে প্রতারণা থেকে বাঁচুন এবং অন্য কে প্রতারণা থেকে বাঁচান!
১) বিক্রয় ডট কমে একটা অ্যাড দেখল ফারহান, ম্যাকবুক এয়ার ল্যাপটপ মাত্র ২৫০০০টাকা,দেখেই মাথা খারাপ।এত কম
কেন?অ্যাডে আবার লেখা বিদেশ থেকে পাঠিয়েছে ব্যবহার করতে পারিনা বলে সেল করে দিচ্ছি। ফারহান ভেবে নিল অন্তত আর যাই হোক নষ্ট তো না, ইউজ করতে পারেনা বলে সেল করে দিচ্ছে। অ্যাডের নাম্বারে ফোন দিতেই এক সুকন্ঠি মেয়ে ফোন ধরে বলব বিদেশ থেকে গিফট দিয়েছে আঙ্কেল,ইউজ করা হয়না বলে কম দামে সেল করে দিবে।ফারহান আর অত চিন্তা করল না,তাকে বলে দিল সে নিবে। মেয়েটি জানাল মগবাজার থেকে কালেক্ট করতে হবে। ভালো লাগলে ক্যাশ টাকা দিতে হবে। খুশিতে বাগবাকুম হয়ে মগবাজার গেল। ল্যাপটপ তো দূর সাথে যা ছিল সব রেখে দিল সেই অ্যাড দেয়া ছিনতাইকারী দল।
২) সেল-বাজারে আইফোন ৫ এর অ্যাড
দেখে ফোন দিল ওমর ফারুক। দাম অনেক
কম মাত্র ১৬ হাজার। লোকেশন চট্টগ্রাম।
এত কম দামে পেয়ে সাথে সাথেই ফোন।
কথা হল সব কিছু ঠিক ঠাক। ৩০% টাকা এডভান্স বাকিটা এস এ পরিবহনে পণ্য পেয়ে।অ্যাডভান্স দিয়ে দিল। তারপর অ্যাড উদাও,নাম্বার অফ !আর আসেনি তার আইফোন ৫ ।
৩) রিক্সায় করে ফার্মগেট থেকে বসুন্ধরা সিটিতে শপিং করতে যাচ্ছিল সবুজ। হঠাত
রিক্সাওয়ালা রিক্সা ওয়ালা নীরব এক জায়গাতে রিক্সা থামাল।ভয় পেয়ে গেল সবুজ। রিকশাওয়ালার শরীর কাঁপছে।লুঙ্গির
কাছা থেকে একটা ছোট্ট প্যাকেট বের করে বলল এক মহিলা যাত্রী ফেলে গেছে এই
গহনা টা। স্বর্ণের! ১ ভরীর উপরে হবে।
রিক্সাওলা বলে কোন দোকানে সেল করতে পারব না।সবুজ কিনবে কিনা? যা দিবে তাই নেবে।দেখে আর না করতে পারলনা। পকেটে ১১ হাজার টাকা ছিল,সব দিয়ে কিনে নিল। ১১ হাজার টাকায় ৪৫ হাজার টাকার উপরে পাবে। শপিং তো হবেই সাথে একটা দামি মোবাইল ও নেয়া যাবে।
বসুন্ধরা সিটি তে গিয়ে জুয়েলারি দোকানে এটার দাম জিজ্ঞেস করতেই সেলস ম্যান
বলে দিল আমরা ইমিটিশন কিনি না !
৪) ফার্মগেটে হাঁটছে রাজীব। পথে একলোক দাড়া করিয়ে বল আমার কাছে ২০ ডলার আছে,আমি ড্রাগ নেই তাই ইমার্জেন্সি টাকা দরকার। মাত্র ৫০০টাকা দিলেই হবে। রাজীব ভাবল নিয়ে নেই বন্ধুর মানি একচেঞ্জ থেকে ক্যাশ করে নিব।লাভ হবে অনেক টাকা। ৫০০টাকায় নিয়ে নিল।জিজ্ঞেস করল আর আছে কিনা।লোকটা বলল এসব সাথে নিয়ে ঘুরল পুলিশ ধরবে,জানেন ই তো টানা মাল।এক
বিদেশীরে পাইছিলাম,মালদার পার্টি। ফোন নাম্বার নিয়ে নিল রাজীব,বলল ওই ডলার
যাতে কাউকে না দেয়,সব সে নিবে।
ফোন করে জানালেই কত ডলার সে পরিমাণ টাকা নিয়ে আসবে।ওই ২০
ডলার ক্যাশ করে নিল,কোন সমস্যা হয়নি।
পরের দিন ধার টার করে ২০০০০হাজার
টাকার মত নিয়ে আসল, ৫০০ ডলার দিবে।
এবার দাম বাড়িয়ে দিয়েছে কারণ তার নেশা নাই এখন আর। রাজীব ভাবল তারপরেও প্রায় ডাবল লাভ।ফার্মগেট পার্কের
সামনে দাঁড়িয়ে আছে,লোকটার দেখা নেই,মনে মনে ভাবছে লোকটা বেচে দিল না। অনেকক্ষণ অপেক্ষা করার পর দূর থেকে লোকটাকে দেখা গেল। কাছে আসতেই একটা খাম ধরিয়ে বলল পুলিশ পিছনে পরছে তাই টাকা টা দিয়ে কেটে পরতে।রাজীব তাই করল। বাসায় আসার আগে খুলেও দেখেনি খামে কি আছে।কি আর হতে পারে একগাদা কাগজ ছাড়া !
৫)গাবতলি বাস স্ট্যান্ডে দাড়িয়ে কথা বলছে রাজু,বাসা থেকে ফোন দিয়েছে মা,মা জিজ্ঞেস করছে টাকা ঠিক ঠাক রেখেছে কিনা। সেও মাকে জানাল হা টাকা ঠিক
আছে,সাবধানেই যাচ্ছে সে। যাবে আদাবর,বোনের বাসা,সেখান থেকে পরের দিন আইডিবি থেকে ছোট
ভাইয়ের ল্যাপটপ কিনবে। একটু পরেই একটা মেয়ে আসল,টুকটাক কথা বার্তায়
রাজু তাকে জানাল আদাবর যাবে,মেয়েটি বলল আমি ঢাকার তেমন কিছু চিনি না,যাব আঙ্কেলের বাসায়,বাসাটা শ্যামলীতে। কিভাবে যাব? রাজু প্রস্তাব দিল তার সাথেই যেতে। শ্যামলীতে এ নামিয়ে দিয়ে যাবে।
মেয়েটা সামনের সিএনজি দেখেয়ে প্রস্তাব দিল সিএনজি তে যাবে এবং রাজুকে ভাড়া দিতে দিবেনা। হাসি মুখে রাজু মেনে নিল। ফলাফল দিনে দুপুরে পথে পিস্তল ধরে ব্যাগ,মানিব্যাগ, মোবাইল সহ যা যা ছিল রেখে নামিয়ে দিয়ে সি এনজি উধাও…।
৬) শফিক সাহেব বাসে করে অফিসে যাচ্ছেন হঠাত তার ফোনে অদ্ভুত নাম্বার থেকে কল আসল। বলা হল রবি কাস্টমার কেয়ার থেকে বলছি।আমাদের সিগনালে কিছু সমস্যা হচ্ছে,আপনার মোবাইল ঠিক মত সিগনাল ধরতে পারছেনা এতে এমন
হতে পারে যে সেটের ব্যাটারি শর্টসার্কিট হয়ে আগুন ধরে যেতে পারে। আপনি দয়া করে আগামী ২ ঘণ্টা মোবাইল অফ করে রাখবেন।ভুলেও মোবাইল অন করবেন না। সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত। শফিক সাহেব অত কিছু না ভেবে মোবাইল বন্ধ করে দিলেন। কি দরকার অন রেখে বিপদে পড়ার? ওই দিকে উনার ওয়াইফের কাছে ফোন দিল কেউ,বলল শফিক সাহেবের বাস এক্সিডেন্ট করেছে।
উনি ইমার্জেন্সিতে আছেন, জরুরী কিছু
ওষুধ, ইঞ্জেকশন এবং অক্সিজেনের জন্য
টাকা লাগবে। ৩০ মিনিটের মধ্যেই কিছু
টাকা বিকাশে দিতে হবে তা না হলে সাহায্য
কারী কিছু করতে পারবেন না তিনি স্টুডেন্ট হাতে টাকা নেই।ভদ্র মহিলা দিশেহারা হয়ে তার মেয়ে কে বললেন শফিক সাহেবের
মোবাইলে কল দিতে,মোবাইল বন্ধ। উনারা বিশ্বাস করলেন যে শফিক সাহেব আসলেই এক্সিডেন্ট করেছেন যেহেতু উত্তরা থেকে মতিঝিল আসতেই অনেক সময় লেগে যাবে তাই বাসায় যা ছিল বিকাশ করে দিলেন এবং মা মেয়ে আত্মীয় স্বজন কে জানিয়ে সি এনজিতে করে মতিঝিলের উদ্দ্যেশে রওয়ানা দিলেন। টাকা পাঠানোর পর কথা হলেও সি এন
জি থেকে কল দিয়ে আর ওই লোকের ফোন
অন পাওয়া যায়নি।মতিঝিল যে ঠিকানা দিয়েছিল সেখানেও কোন হাসপাতাল নেই। অনেক পরে শফিক সাহেবের ফোন অন পাওয়া গেল এবং বুঝতে পারলেন যে উনারা প্রতারিত।শফিক সাহেব সুস্থ আছেন।
৭) স্যামসাং এস ৪ কিনতে বসুন্ধরা সিটিতে গিয়েছিল সাদি। অনেক দোকান ঘুরেও যখন দাম কমাতে পারছিল না তখন একটা ছেলে বলল একটা টানা সেট আছে লাগবে কিনা?
মাত্র ১৫হাজার টাকা দিলেই হবে। সাদি চিন্তা করল কম দামে যখন পাওয়া যাচ্ছে খারাপ কি। দরদাম করে ১০ হাজার টাকাতে ঠিক করে ফেলল। যে বসুন্ধরা সিটির পেছন
থেকে সেট টা হাতে নিবে এমন সময়
দেখল আরও কয়েকজন বখাটে মতন ছেলে ওই দিকে আসছে। ভয় পেয়ে গেল সাদি।
কিছুক্ষণের মধ্যেই পেটে ছুরি ধরে টাকা,মোবাইল ,এটিএম কার্ড সহ যা পেল নিয়ে গেল,সাদি কিছুই করতে পারল না!
৮) ফেসবুকে রিয়ার পরিচয় নিলয়ের সাথে। দেখতে অনেক স্মার্ট, বড়লোকের ছেলে। ঈদের শপিং সাথে নিলয়ের সাথে দেখা ২টাই হবে ভেবে নিলয়কে কে বসুন্ধরা সিটিতে আসতে বলল। যদিও নিলয় বলেছিল পিঙ্ক সিটিতে দেখা করতে।
বসুন্ধরা সিটি তে দেখা হল দুজনের।
দেখতে বেশ স্মার্ট।নিলয় জানাল সে মোবাইল কিনবে। রিয়া যেটা চয়েস করবে সেটাই কিনবে। খুশীতে বাকবাকুম হয়ে রিয়া নিলয়ের সাথে মোবাইল দেখতে গেল,কয়েকটা দোকান ঘুরে রিয়ার পছন্দ হল সনি এক্সপেরিয়া জেড। নিলয়ও বলল এটা নিয়ে নিবে। দাম দর হয়ে গেল। মোবাইলে সিম লাগিয়ে নিলয় বলল তুমি একটু বস আমি সামনেই আছি,এখানে নেটওয়ার্কে সমস্যা।কল করে চেক করে আসি। দোকানের সামনে থেকে কখন যে নিলয় হারিয়ে গেল টের ও পেল না।নিলয়ের নাম্বার ও বন্ধ। ফেসবুক আইডিও ডিএকটিভ।কোন ছবিও সেভ করে রাখেনি সে।দোকানদার কিছুক্ষণ পরপর জিজ্ঞেস করছে যে সাথের লোক কই?এখন রিয়া কিভাবে বলবে সে নিলয়ের প্রতারণার
স্বীকার।ওর শপিং এর টাকা এবং জমানো টাকা থেকে মোবাইলের দাম দিতে হবে...।
এসব নিত্য নতুন প্রতারনার কৌশল
থেকে মুক্তি পেতে লোভ সংবরন করুন,অপরিচিত কাউকে সহজেই বিশ্বাস করা থেকে দুরে থাকুন, সতর্ক হোন এবং নিজের উপস্থিত বুদ্ধি প্রয়োগ করুন। নিজে সচেতন হোন, অন্যকেও সতর্ক করুন।
ishh ai noukatate jodi Tahsan er sathe ami thaktam
একটা কিছু পাওয়ার আশায় জীবনে অনেকিছু ছেড়ে এসেছি । তবুও পেতে গিয়েও পুরোপুরি পেলাম না । অর্ধেক আমার হাতে আর বাকিটা ঝুলন্ত। ভেবেছিলাম পাওয়ার আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিব,কিন্তু আমিতো পেলামই না ।
যাহোক অন্যলোকের প্রাপ্তি আনন্দ যখন ছড়াচ্ছে সবার মাঝে তখন আমি নির্বাক তাকিয়ে রই।
অশ্রুনদের প্রতিটা বিন্দু কনা যে সিন্ধুসম বিধছে আমায়। নিয়তি অতি নিষ্ঠুর ... ... ...
কিন্তু না,অশ্রু বিহম্বলিত রিক্ত হস্ত হুংকার ছাড়ে আজ -"শির উচিয়ে হাট, জয় আমার চাই। "

পিতা-মাতা যে কি জিনিস যার নাই সেই কেবল জানে......! সৃষ্টকর্তা আমার ও সকলের বাবা মাকে দীর্ঘ নেক আয়ু দান করুন আসুন আল্লাহর কাছে সকলেই প্রার্থনা করি.....! মাঝে মাঝে যখন ভাবি তারা যখন না থাকবে.... তখন মনে হয় তাদের ছাড়া পরিবারটাই শূন্য....অপূর্ণ......অন্ধকার! :"(

পিতা-মাতা যে কি জিনিস
যার নাই সেই কেবল জানে......!
সৃষ্টকর্তা আমার ও সকলের বাবা
মাকে দীর্ঘ নেক আয়ু দান করুন আসুন
আল্লাহর কাছে সকলেই প্রার্থনা করি.....!
মাঝে মাঝে যখন ভাবি তারা যখন না
থাকবে.... তখন মনে হয় তাদের ছাড়া
পরিবারটাই শূন্য....অপূর্ণ......অন্ধকার! :"(

OBAK BISSO

১. বাংলাদেশের প্রধান
সমুদ্রবন্দর কোথায়?
উত্তর : চট্টগ্রামে।
২. কাপ্তাই বাঁধ কোন
নদীর উপর?
উত্তর : কর্ণফুলী
৩. কোন নদীর নাম
একটি জেলার
নামানুসারে? উত্তর : ফেনী।
৪. বাংলাদেশের জলবায়ু
সাধারণত কেমন?
উত্তর : সমভাবাপন্ন।
৫. বাংলাদেশের বার্ষিক
গড় তাপমাত্রা কত? উত্তর :২৬.০১
সেলসিয়াস।
৬. বার্ষিক গড় বৃষ্টিপাত
কত?
উত্তর : ২০৩ সেমি
৭. বাংলাদেশের কোন
অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত
হয়?
উত্তর : সিলেট অঞ্চলে।
৮. বাৎসরিক বৃষ্টির কত
অংশ বর্ষাকালে হয়?
উত্তর : চার-পঞ্চমাংশ।
৯. বাংলাদেশের কোন
অঞ্চল গম চাষের জন্য
উপযোগী?
উত্তর : উত্তরাঞ্চল
১০. বাংলাদেশের কত লোক
কৃষি কাজের সাথে জড়িত?
উত্তর : ৪৭.৩০%
১১. বাংলাদেশে কত
প্রকার পাট চাষ হয়?
উত্তর : ২ প্রকার।
১২. বাংলাদেশের বনভূমির পরিমাণ কত?
উত্তর : ১৩ ভাগ
১৩. শক্তির অন্যতম উৎস
কী?
উত্তর : কয়লা
১৪. আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা কতটি?
উত্তর : ২৩টি।
১৫. শিল্পকারখানায়
কাঁচামাল
হিসেবে কী ব্যবহৃত
হয় কোনটি? উত্তর : প্রাকৃতিক গ্যাস।
১৬. বর্তমানে কাগজের কল
কয়টি আছে?
উত্তর : ৬টি।
১৭. বোর্ড মিল ও
নিউজপ্রিন্ট কারখানা কয়টি?
উত্তর : ৪টি ও ১টি
১৮. হিউয়েন সাং কোন
দেশের পরিব্রাজক?
উত্তর : চীনা
১৯. তিনি কত সালে বাংলাদেশে আসেন?
উত্তর : সপ্তম শতাব্দী।
২০.
তিনি বাংলাদেশকে কী বলেন?
উত্তর : A seeping beauty
emerging from mists & water.
২১. মিটারগেজ কী?
উত্তর : ১ মি. প্রস্থ
রেলপথ।
২২. ব্রডগেজ কী?
উত্তর : ১.৬৮ মি. প্রস্থ রেলপথ।
২৩.
বাংলাদেশে কয়টি রেলস্টেশন
আছে?
উত্তর : ৪৪০টি।
২৪. বাংলাদেশের সমুদ্রবন্দর কয়টি?
উত্তর : ২টি
২৫.
বাংলাদেশে আন্তর্জাতিক
নদী কয়টি?
উত্তর : ৫৭টি।
২৬. শনি গ্রহের
সবচেয়ে বড় উপগ্রহ
কোনটি?
উত্তর : টাইটান
২৭. সূর্য কি?
উত্তর : নক্ষত্র
২৮. চাঁদ কী?
উত্তর : উপগ্রহ
২৯. সিন্ধু নদীর
গিরিখাতটি কত মি.
গভীর?
উত্তর : ৫১৮ মি.
৩০. গ্যান্ড কালিয়ান কী?
উত্তর : গিরিখাত
৩১. এটি কত মি. বিস্তৃত?
উত্তর : ১৩৭-১৫৭ মি.
৩২. এটি কত মি. গভীর?
উত্তর : ২.৪ মি.

আরো জানতে দেখুন >>>> https://facebook.com/obakbisho
অৰাক ৰিশ্ব /Surprise world's photo.

সবার দৃষ্টি আকর্ষণ করছি আজ তাহসান দিবস না হইলেও আগামী বছর থেকে আজকের দিনটি (১৪ নভেম্বর)তাহসান দিবস হিসাবে পালন করা হবে। সবার দৃষ্টি আকর্ষণ করছি আজ তাহসান দিবস না হইলেও আগামী বছর থেকে আজকের দিনটি (১৪ নভেম্বর)তাহসান দিবস হিসাবে পালন করা হবে।

সবার দৃষ্টি আকর্ষণ করছি
আজ তাহসান দিবস না হইলেও আগামী বছর থেকে আজকের দিনটি (১৪ নভেম্বর)তাহসান দিবস হিসাবে পালন করা হবে।
Like

SONGBAD SHIRONAM

মৃত্যুর আগে যা কিছু বলেছিলেন মেহজাবিন
সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের ছেলের বউ ডা. মেহজাবিন মৃত্যুর আগে তার বাবার সঙ্গে মোবাইলে ৩২ মিনিট কথা বলেন। মেহজাবিনের বাবা প্রকৌশলী নুরুল ইসলাম এ ব্যাপারে......
http://www.somoyerkonthosor.com/news/138901

ABEG

আমার এক পরিচিতজনের ছোট ভাই, UK-তে থাকে, পড়াশোনা করে!
গত বছরের ঘটনা! একদিন ক্লাস শেষে সিট বেঞ্চ থেকে উঠতে গেলে একটু আওয়াজ হয়; সাথে সাথে তার এক সহপাঠী নিজ ভাষায় বলে ওঠে, "এই দেখ দেখ, বেঞ্চের আওয়াজে বিল্ডিংটা ধ্বসে গেল না তো আবার?!" সেই ছোট ভাইটা সেদিন কাঁদতে কাঁদতে বাসায় ফিরেছে! মন্ত্রী ম খা আলমগীর কর্তৃক "ধাক্কাধাক্কিতে বিল্ডিং ধ্বস থিওরি" প্রদানের কিছুদিন পরের ঘটনা এটা! দেশে বলা একটা কথার আন্তর্জাতিক প্রভাবটা দেখলেন তো!!
আমরা বাঙালি, ঐতিহাসিকভাবেই আমরা বেশ বাকপটু! কথা বলার সময়, বেশির ভাগ সময়ই 'কী বলছি' 'কেন বলছি' এসব খেয়াল থাকে না; তবে তার ফলটা কিন্তু অনেক সময়ই সুখকর নাও হতে পারে!
আমরা সেই বাঙালি, যার প্রতিনিধিরা বলেন, "চিজ-বার্গার খেলেই আজকাল নোবেল প্রাইজ পাওয়া যায়!" "বিশ্বব্যাংককে কান ধরে দাঁড় করায়া রাখা উচিত!" আমরা কথার ইম্প্যাক্ট বুঝি না! সারা দুনিয়াকে এমনভাবে মূল্যায়ন করি যেন আমরা স্বর্গ থেকে আবির্ভূত হয়েছি আর বাকিরা ‘গন্ধম খাওয়া' পাপি, 'স্বর্গ থেকে বিতাড়িত' জাতি!

আমরা যখন নিজেকে উচ্চস্থানে নিয়ে যেতে পারি না, তখন উপরের মানুষগুলিকে অপমান-অপদস্থ করে নিজের পর্যায়ে নামিয়ে আনার নোংরা প্রচেষ্টা চালাই!
আমি মন থেকে চাই, যারা মার্ক জুকারবার্গের পোস্টকৃত ছবিতে বাংলায় অশ্রাব্য কথাবার্তা লিখেছে, তাদের যেন চিরকালের মতো পৃথিবীর সকল 'সোশ্যাল মিডিয়া'তে নিষিদ্ধ ও অবাঞ্ছিত ঘোষণা করা হয়! শুধু তা-ই নয়, যারা এ ধরণের কাজ করে রক্ত দিয়ে কেনা আমাদের ভাষা ও আমাদের দেশকে ছোট করছে, তাদের বিরুদ্ধে আমাদের দেশ ও ভাষার পক্ষ থেকে মানহানির মামলা করে (যদি সে ধরণের সুযোগ বাস্তবে থেকে থাকে) বিচারের আওতায় আনা উচিত!
যে জাতি নিজেই নিজেকে ছোট করে, সে জাতি কোন বিশ্বাসে অন্যের নিকট থেকে সম্মান প্রত্যাশা করবে?!!....

Valobashi tomai...

Amar hridoy er protita porote porote tumi...nisshase tumi - bisshase tumi,shomosto antor jure tomari nam.tai to tomai isthan dieci buker modhhe,hridoy er monikothai...cause,tumi to amar shobcheye apon,priojon...amar pran prio ma...aaaaaa.!!! Missing u too,ma. I love u.

Ontorgrashe...

Tomar kotha vabte vabte ami aj boro klanto o porisranto.amar puro antor ta tumi kan grashe korle?ami jani 1ta mithhe shopno buker modhhe nie beche thakar majhe kono shukh nei.aj tai to tomai jolanjoli die ami amar koshto k mukto korte chai...
Rat nirghum,boshe aco tumi...dokhiner janala khule. Joto nirbak oviman mone,aj shobtuku...u nilam tule.esho tobe bristi namai,sristi chara valobashai...esho tobe josna shajai,du chokher tarai tarai...only for u.

যদি কোনদিন হঠাত্‍ করে পড়ে মনে,আমার লেখা গানগুলো যা ছিল তোমার জন! যদি ভুলের বশে শুনতে ইচ্ছে করে,আমার গাওয়া গানগুলো যা ছিল তোমায় নিয়ে। নিঝুম রাতে যখন পথিবী ঘুমিয়ে...তুমি মনের ভেতর শোন গান চুপটি করে।কেউ জানবে না যে ঘুমন্ত শহরে,তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মুহূর্তে... ...

যদি কোনদিন হঠাত্‍ করে পড়ে মনে,আমার লেখা গানগুলো যা ছিল তোমার জন! যদি ভুলের বশে শুনতে ইচ্ছে করে,আমার গাওয়া গানগুলো যা ছিল তোমায় নিয়ে। নিঝুম রাতে যখন পথিবী ঘুমিয়ে...তুমি মনের ভেতর শোন গান চুপটি করে।কেউ জানবে না যে ঘুমন্ত শহরে,তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মুহূর্তে... ...
Jani valobashata protiti manusher lyf er shathe bini shutai gatha malar moto.but shobai tar valobasha take joy korte pare na.keo jokhon tar valobashatake khub kac theke pete chai tokhon barthota take kothinvabe aghat kore...abar keo na chaitei oshomvob valobashar shondhan peye jai.emonti kano hoi ta amar janar baire tobe aituku te ami bishhashi j kaoke mon r ontor die valobashe take oboshhoi paoya jai...r ai paoar jonno tar shomosto prochesta take tar nirdisto gontobbe pouce dei..."
Amonodin ashte pare,amai tumi bashbe valo.hoito shedin ami thakbo na r,thakbe shudhu kicu sritir alo...'i have open the door of my heart for u'.'a kamon valobasha,tulona bihin-ami shudhu kede kede jai,hashi mukhe tumi dekho tai."amar bolar kicu cilona,na go cheye cheye dekhlam-tumi cholegele."topto baluka rashir majhe aka biramhin ami,paina kono disha khuje kothai jabo vabi..."

June 27, 2012 · চিত্রকলা ও কবিতা's photo.

১. চুমু খাওয়া স্বাস্থ্যকর!
২. ছেলেরা যদি কোন মেয়েকে অপমান
করে, এর অর্থ সে তাকে পছন্দ করে ।
৩. ৮৯% মেয়েই ছেলেদের কাছ
থেকে প্রথমে প্রপোজ আশা করে ।
৪. একটা মেয়েকে পেছন থেকে যখন তার বয়ফ্রেন্ড কোমড়
জড়িয়ে ধরে,এটা সে সবচেয়ে বেশী পছ্ন্দ করে
৫. স্ত্রীরা সেই মুহূর্তটা ভালবাসে যখন তাদের স্বামীরা তাদেরকে টাই বেঁধে দিতে কিংবা কোটটা পড়িয়ে দিতে বলে
৬. ছেলেরা তাদের পছন্দের
মেয়েকে রাগিয়ে লাল
টুকটুকে চেহারাখানা দেখতে ভালোবাসে !
৭. সত্যিকারের বন্ধুরা কখনোই
আপনার বন্ধুত্বের পরীক্ষা নিবে না
৮. পৃথিবীতে কেউ না কেউ অবশ্যই আছে যার চোখের জলকে আপনি নিজের
জীবনের চাইতেও বেশী মূল্য দেন.
৯. যদি আপনি অন্তর থেকে কাউকে চান, জেনে রাখুন সেই মানুষটাও আপনাকে ভেবেই ঘুমুতে যায় ।

nice STORY

একজন ছাত্র তার টিচারকে জিজ্ঞেস করলো, ''ভালবাসা কি?''
শিক্ষক বললো,''আমি তোমার উত্তর দেব, কিন্তু তার
আগে তোমাকে একটি কাজ করতে হবে। আমাদের স্কুলের
সামনে যে ভুট্টার ক্ষেত আছে তুমি সেখানে যাও এবং সবচেয়ে বড়
ভুট্টাটি নিয়ে ফিরে এসো।''
''কিন্তু একটা শর্ত আছে, তুমি সবচেয়ে বড়
ভুট্টাটি খুঁজে নিয়ে আসবে এবং খুঁজতে খুঁজতে যে ভুট্টাটি পেছনে ফেলে গেছ
তা আর নিতে পারবে না''
ছাত্রটি মাঠে গেল এবং ভুট্টার ক্ষেতের প্রথম সারিতে খোঁজা শুরু
করলো। সেই সারিতে একটা বড় ভুট্টাছিল কিন্তু
সে ভাবলো. ..হয়তো সামনের সারিতে আরো বড় কোন ভুট্টা তার জন্য
অপেক্ষা করছে।
পরে,যখন সে মাঠের অর্ধেকের বেশি খোঁজা শেষ করলো তখন
বুঝতে পারলো এদিকের ভুট্টাগুলো ঠিক অতটা বড় নয় যতটা বড়
সে আগেই খুঁজে পেয়েছিল।
ছাত্রটি বুঝলো যে সবচেয়ে বড় ভুট্টাটি সে পেছনেই
ফেলে এসেছে এবং এজন্য তার অনুশোচনার শেষ থাকলো না। তাই
সে খোঁজা বাদ দিয়ে খালি হাতেটিচারের কাছে ফিরে এল।
টিচার তাকে বললো,''....এটাই ভালবাসা....তুমি
হয়তো জীবনে কাউকে খুঁজে পেয়েছো, কিন্তু তবু আরো ভাল
কাউকে পাওয়ার আশায় যদি খুঁজতেই থাকো, এমন একদিন আসবেযেদিন
তুমি উপলব্ধি করবে যে, তোমার জন্য সবচেয়ে ভাল
মানুষটিকে তুমি পেছনে হারিয়ে ফেলেছো। তখন আর তাকে ফিরে পাওয়ার
কোন উপায় থাকবে না''।

REAL HERO

Rose Garden Tikatuli,Dhaka,Bangladesh.. How many likes for this Building...???

Rose Garden Tikatuli,Dhaka,Bangladesh..
How many likes for this Building...???.

Jara unar ganer vokto like na dia jaiben na... আমি তাহসান এর একজন অন্ধ ভক্ত :) দেখি ত এ পেজ তাহসান এর কতজন ভক্ত আছে

Jara unar ganer vokto like na dia jaiben na...
মানুষের মন খুবই স্পর্শকাতর, অনেকটা কাদামাটির মতো। আমি যদি কখনো কারো মন ভাঙ্গি, কাউকে কষ্টের সাগরে একা ফেলে চলে যাই, তবে তার এ কান্নার জল আমাকেও ভেজাবে। একদিন আমার ও মন ভাঙ্গবে, কষ্ট পেয়ে চোখের জল ফেলবো, কিন্তু সে জল মোছার মতো কাওকে পাওয়া যাবে না সেদিন।
কতটা নিষ্ঠুর আমরা... চোখের পানি কোন কিছুতে বাঁধ মানতে চাইছে না!!!
| Share:: http://on.fb.me/14qys7t

Jocks

পরীক্ষার্থীদের জন্য আধুনিক কিছু
ভাব-সম্প্রসারনঃ
০১. ভাবিয়া করিও ভরাট
ভরিয়া ভাবিও না ।
(OMR পূরণের সময়)
০২. ফেসবুকে অনেকেই বন্ধু বটে হয়,পরীক্ষার হলে হায় হায় কেউ কারো নয় ।
০৩. পরীক্ষার হলে পৃথিবী গদ্যময়, সামনের
জনের
খাতা যেন সুন্দরী মেয়ের ছবি ।
(সুন্দরী মেয়ের ছবি সবাই দেখতে চায়)
০৪. পরীক্ষা দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার হরতাল হাসে ।
০৫. উঁকি-ঝুঁকি এ প্লাসের প্রসূতি ।
০৬. পরের খারাপ রেজাল্ট
মনে করিলে চিন্তন, আপন রেজাল্ট কষ্ট
থাকে কতক্ষন ?
০৭. রাত যত গভীর হয়, পরীক্ষা তত নিকটে আসে ।
০৮. দাও ফিরিয়ে'ক'সেট প্রশ্ন, লহ এ'খ'সেট ।
০৯. ছাত্রে দয়া করে যেই শিক্ষক, সেই জন
সেবীছে ঈশ্বর ।
১০. পরীক্ষা হোক যেমন তেমন,
রেজাল্ট হোক ভাল ।

TAHSAN

আসমানিদের
দেখতে যদি তোমরা সবে চাও
রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।
বাড়িত নয় পাখির
বাসা ভেন্না পাতার ছানি,
একটু
খানি বৃষ্টি হলে গড়িয়ে পরে পানি
একটু খানি হাওয়া দিলে ঘর নরবর
করে
তারি তলে আসমানিরা থাকে বছর
জুড়ে।।

Dreamy One...
LikeLike · ·
Yes !!! Yes!!! Yess!!! An excellent creation... Just Enjoy
ICC T20 World Cup Flash Mob 2014 - Dhaka City College (National University of Bangladesh)
j tmr onuvutir mullo dite jane na tar jonne tmr choker mulloban osru jhoriye ki luv!!! jar jonne aj tumi kede balish vejale sei manushtikeo akdin tmr jonne kadte hobe... valobasar manushti vul/mithhe holeo tmr valobasar to mullo ace! etak akre bachte shikho... jani tumi parbe! hmmm tomake parte hobe!

সালমানের জন্য শোকগাথা

আচ্ছা মনে করে দেখা যায় বাংলাদেশের কোন নায়কের জন্য রিক্সাওয়ালার ছেলে থেকে শুরু করে বড়লোকের মেয়ে পর্যন্ত সবাই পাগল ছিল?একটু ভেবে হলেও উত্তরটা সালমান শাহ ই দিতে হবে।
সালমান কেমন অভিনেতা ছিলেন? এই প্রশ্নের উত্তর এখন দেওয়া যাবে না। সে সময় আসার অনেক আগেই পরপারে পাড়ি জমিয়েছেন সালমান। তবে সালমান কতটা জনপ্রিয় ছিলেন? এই প্রশ্ন করাই বোধ হয় মূর্খতার পরিচায়ক।
মনে আছে সালমান কে নিয়ে এদেশে সৃষ্টি হওয়া ক্রেজ এর কথা। আমার আম্মা সালমান শাহ্‌র অনেক বড় ভক্ত ছিলেন। তারও তখন বয়স কম ছিল। সালমান হয়তবা নায়ক হয়ে তার স্বপ্নেও হানা দিতেন। আর আমি? বাংলাদেশে মনে হয় এই একজন নায়ক ছিলেন,যার মত আমি হতে চাইতাম। আমার বয়স তখন ৪-৫ বছর,ওই বয়সের কিছু মনে থাকার কথা না,কিন্তু অবচেতন মনে বেচে আছে অনেক কিছুই।মনে আছে,আম্মা যখন আমার চুল আঁচড়ে দিতেন,তাকে বলতাম সালমান শাহ্‌র মত চুল আঁচড়ে দিতে  আম্মা যখন বলতেন,সালমানের মত আমারও নাকি কপাল বড়, আয়নার সামনে গিয়ে দেখতাম,আম্মা সত্যি বলছে কি না!
মনে আছে,সিনেমা হলে গিয়ে দেখা প্রথম সিনেমার কথা। সালমান অভিনীত 'তোমাকে চাই'। যতদূর মনে আছে,নাচ গান সমৃদ্ধ একেবারেই মূলধারার সিনেমা,কিন্তু সেদিন গাড়ি নিয়ে এসে অনেককে সিনেমা হলে ঢুকতে দেখেছি। এই দৃশ্য বন্ধুদের সাথে 'মনপুরা' কিংবা 'থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার' দেখার সময়ও চোখে পড়েছে। কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে যে কয়েকবার শাকিব খান বা ডিপজলের ছবি দেখতে গেছি, একবারও এরকম দৃশ্য দেখিনি!
বলতে পারি আমার এক অ্যান্টির কথা। সালমানের মৃত্যুর খবর শোনার পর যাকে ঘরভরতি সালমানের পোস্টার এর মাঝে বসে কাদতে দেখেছি।
সালমানের মৃত্যু স্বাধীন বাংলাদেশেরই একটি বৃহত্তম রহস্য। ১৪ বছরেও যা ভেদ হয়নি। মৃত্যুর পরও সালমান নায়ক ই রয়ে গেছেন। তার বয়স আটকে গেছে ২৬ এই,সালমান তাই আঙ্কেল এর বয়স থেকে এখন আমার বড় ভাইয়ের সমতুল্য।
বেচে থাকলে এতদিন কি করতেন সালমান? তিনি খারাপ অভিনেতা, তার শত্রুরাও কোনদিন বলতে পারেনি। হয়ত মূলধারার ছবির পাশাপাশি শৈল্পিক ছবিতেও কাজ করে নিজের দক্ষতার পরিচয় দিতেন। হয়ত এতদিনে তিনি আমাদের মুভি ইন্ডাস্ট্রির অমিতাভ বচ্চন, উত্তম কুমার, রাসেল ক্রো কিংবা আন্তনিও বান্দারাস এ পরিনত হতেন!
তিনি বেচে থাকলে হয়ত এদেশের মুভি ইন্ডাস্ট্রি হাসির পাত্রে পরিনত হত না। একজন ক্রিকেটার কোনদিন বলার সাহস পেত না 'আমি সিনেমায় নামলে এদেশের শীর্ষ নায়ক বেইল পাবে না'!!
এখন ঈদের সময়, সালমান বেচে থাকলে হয়ত বন্ধুরা মিলে তার ছবি দেখতে যেতাম, তার বদলে বাসায় বসে তার জন্য শোকগাথা লিখছি!আসলেই কি সালমান মারা গেছেন? হয়ত তিনি সশরিরে বেচে নেই, কিন্তু ভক্তদের 'স্বপনের নায়ক' হয়ে এখনও বেচে আছেন। নইলে কেন এখনও টিভি তে 'কেয়ামত থেকে কেয়ামত' কিংবা 'অন্তরে অন্তরে' কিংবা 'এই ঘর এই সংসার' দেখালে আমার আম্মা সব কাজ ফেলে টিভির সামনে এসে বসেন? কেন তার চোখের দিকে তাকিয়ে আমি তাকে ১৪ বছর আগে ফিরে যেতে দেখি? জানা নেই।
শুধু এটুকু জানি, সালমান এর জীবন থেমে যাওয়ায় আমাদের সাংস্কৃতিক জগতের ভয়াবহ ক্ষতি হয়ে গেছে। যা আমরা এতদিনেও কাটিয়ে উঠতে পারিনি।
৬ সেপ্টেম্বর সালমান এর মৃত্যু বার্ষিকী। প্রতিভাবানরা মনে হয় বেশিদিন বাচেন না। তাই একজন সালমান, একজন তারেক মাসুদ কিংবা একজন আনোয়ারুল কবির দেশকে অনেক কিছু না দিয়ে, ফাকি দিয়ে না ফেরার দেশে চলে যান।
আজ প্রতিটি টিভি চ্যানেল সালমান অভিনীত সিনেমা দেখাবে। ছেলেবেলার মহানায়কের সিনেমা আমি কিছুতেই মিস করব না!
আমরা তোমাকে ভুলব না...আমরা তোমাকে ভুলব না...
আমরা তোমাকে ভুলব না...আমরা তোমাকে ভুলব না...
আমরা তোমাকে ভুলব না...আমরা তোমাকে ভুলব না...

SONG LYRIX

~~~Baby~~
[Justin Bieber]

Oh woooah, oh woooooah, oh wooooah, oh.
You know you love me, I know you care,
just shout whenever and I’ll be there.
You are my love, you are my heart
and we will never ever ever be apart.
Are we an item? girl quit playing,
we’re just friends, what are you saying.
Said there’s another, look right in my eyes,
my first love broke my heart for the first time.
And I was like…

[Chorus]
Baby, baby, baby oooooh,
like baby, baby, baby noooooooo,
like baby, baby, baby, ooooh.
Thought you’d always be mine, mine (repeat)
[Justin Beiber]
Oh, for you I would have done whatever,
and I just can’t believe we aint together
and I wanna play it cool the thought of losing you
I buy you anything, I buy you any ring,
and now please say baby fix me and you shake me til’ you wake me from this bad dream.
I’m going down down down down
and I just can’t believe my first love won’t be around.
And I’m like…
[Chorus]
[Ludacris]
Luda, When I was 13 I had my first love,
there was nobody that compared to my baby
and nobody came between us, no-one could ever come above
She had me going crazy, oh I was star-struck,
http://www.elyricsworld.com/baby_lyrics_justin_bieber.html
she woke me up daily, don’t need no Starbucks.
She made my heart pound, I skip a beat when I see her in the street and
at school on the playground but I really wanna see her on the weekend.
She knows she got me dazing cause she was so amazing
and now my heart is breaking but I just keep on saying….
[Chorus]
Now I’m gone,
Yeah, yeah, yeah, yeah, yeah, yeah,
yeah, yeah, yeah, yeah, yeah, yeah,
yeah, yeah, yeah, yeah, yeah, yeah,
now I’m all gone.
Gone, gone, gone, gone, I’m gone.
download link: http://www.downloads.nl/…/Justin+Bieber-+Baby+%28New+Song%29

KISU MUHURTO

Jani valobashata protiti manusher lyf er shathe bini shutai gatha malar moto.but shobai tar valobasha take joy korte pare na.keo jokhon tar valobashatake khub kac theke pete chai tokhon barthota take kothinvabe aghat kore...abar keo na chaitei oshomvob valobashar shondhan peye jai.emonti kano hoi ta amar janar baire tobe aituku te ami bishhashi j kaoke mon r ontor die valobashe take oboshhoi paoya jai...r ai paoar jonno tar shomosto prochesta take tar nirdisto gontobbe pouce dei..."
A LOOK BACK
https://www.youtube.com/watch?v=R95eh7ZNueE

Discover

'akanto nirjonotar gohine toliye-tomake abishkar kori,r oshanto onurager bristite ga vejai, r vabi---
amar vabnake oshomvob vabe har manai kolmbaser amerika abishkarer vabnake.'kolombas amerikar mati abishkar korecilen,r ami---
tomar hridoye ak khondo moruvumio abishkar korte parini,tobuo ami kolombaser cheye boro abishkarok,karon--- ami abishkar korte pereci,tomar moto kothin hridoyer hridoyhinke..."

OBUJH PAKHI

Pakhi tore ami rakte chai-ontor bondhone,
r tui,bujhis na moner kotha-fak pele ure jete chash oi dur bone.
Tui janishna,ami toke valobashi-tor bondhone amake joriye rakh,
toke niye shukhi hote chai ami- prithibir shob thak.
Toke ami shat nuri har dibo,dibo premer taira, ontorete bedhe rakh tui-kore amai paira.jani jani amar kotha bujheo-
bujbi na,
shujog pele akebare hobi j lepatta.
Tui j amar moner majhe-ak khondo hira, ohornish ai buke tui
jalash dip-shikha. Ako kotha boleo tor kicu hobe na,amar a prem shudhu jani ak torfa...

SONG

Jani akdin ami chole jabo,shob e chere........joto bukvora dukhho-koshto niye.........firbona konodin ai prithbite.....konokicur binimoye,ai prithibite..........akdin chole jabo.........
Dear GIRLS
remove your photos from social sites immediately! "This is a confirmed message, A new online business group from Sri Lanka selling female edited PHOTOS to porn sites by downloading the PHOTOS from FACEBOOK! , highly paid professional graphic designers are hired to edit women's photo and the make it so realistic, it looks 100% real!,each photo they earn $10. Recently there have been many reports of divorces and cancel lationo fengage ments because ofthese PHOTOS found in Internet.Don't put Yourself introuble by uploading your Pictures and finding yourself naked in the Internet and don't spoil your future by having entertainment on FACEBOOK !! Share this and help your dear ones, frnds, SISTERS..
প্রপোজ করার বিভিন্ন স্টাইলঃ
১. ব্ল্যাকমেইল স্টাইলঃ
আমি তোমাকে ভালবাসি.....
তুমি হ্যাঁ বললে তো ভালো.....
কিন্তু না বললে তখন অন্য মেয়ে খুঁজতেহবে.....
আর সেটা তোমার বোন ও হতে পারে !!
২. ডাইরেক্ট স্টাইলঃ
শো নো মেয়ে, আমি কোনো রকম ভূমিকা-টূমিকা না করে একেবারে সোজাসুজি ভাবে তোমাকে একটা কথা বলে দিতে চাই.....
আমি তোমাকে ভালোবাসি.....
৩. মাস্তানি স্টাইলঃ-------- ওই মাইয়া, ভালবাসা দিবি কি- না, বল!(চাকু/ বন্দুকদেখিয়ে).....
৪. যুক্তিবাদী স্টাইলঃ-------- আমি তোমার ছোট ভাইকে ভালোবাসি.....
তোমার ছোট ভাই তোমাকে ভালোবাসে.....
অতএব, যুক্তিবিদ্যার নিয়মে কি হয়? বাকিটা তুমিই বল.....!!
৫. চালাক স্টাইলঃ-------- তুমি কি জানো, আমাদের জাতীয় সংগীতের দ্বিতীয় লাইনটা কি.....??
৬. রসিক স্টাইলঃ-------- Excuse me!
আমি তোমাকে প্রপোজ করতে চাই। please অনুমতি দাও.....
৭. হিজড়া স্টাইলঃ-------- এই দুষ্টু মেয়ে। তুমি এ কি জাদু করলা? তোমাকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায়.....
আবার তোমাকে না দেখলে অস্থিরতায় মরে যাই.....
তুমি কি জানো? আমি তোমাকে অনেননননননননন….ক ভালোবাসি.....
৮. ডিজুস স্টাইলঃ-------- Hi, sweet heart, how r u? Guess what? Yah! Baby! Right.
Yo! Yo! I Love You.....
৯. অনুভূতিহীন স্টাইলঃ-------- তোমাকে আমার খুব পছন্দ হয়েছে.....
এখন তুমি আমাকে পছন্দ না করলেও আমি পাঁচতলা থেকে লাফ দিবো না, বিষ খেয়েও মরবো না.....
যদি আমাকে তোমার পছন্দ হয়, তাহলে বল.....
১০.গায়ক স্টাইলঃ-------- গানের গলা ভালো হলে একটা গান গেয়ে বলতে পারেন.....
“এত ভেবে কি হবে? ভেবে কি করেছে কে কবে?
ভাবছি না আর, যা হবে হবার। এত দিন বলিনি,
তুমি জানতো আমি এমনি…… ভালবাসি !!'.....(পুরা অস্থির স্টাইল)
১১. দেবদাস স্টাইলঃ-------- কেউ আমাকে ভালবাসে না......
এ জীবন আমি রাখব না.....
তোমার কাছে বিষ হবে? আমায় বিষ দাও। আমায় বিষ দাও.....(কান্না য় ভেঙ্গে পড়ুন)
১২. কাব্যিক স্টাইলঃ-------- কবি কবি ভাবথাকলে ২ লাইন কবিতার মাধ্যমে প্রপোজ করতে পারেন......
আশা করি এই টুকলিফাই এর যুগে কবিতার অভাব হবে না......
>collected<
aj awesome akta din katalam frnd der shathe.vabteo parini atto moja hobe.plan onujayi Sir Ananta Jalil er "Nishhartho Valobasha_What is love???" dekhe ashlam... bangla film er proti negative dharonata venge galo.shottie amazing akta movie... vabci akhon theke Sir Ananta Jalil er movie no miss.definately wow... jara aj miss korlo tara bujlo na j ki miss korce... boroi afsos er bepar.by the way Sir Ananta Jalil shottie Bangladesh er akjon super hero & uni akdin bangladesh er film industry k onek khani upore tule deben i think... many many thnx to all my dearest frnd & welcome to enjoy "most welcome 2"... aibar miss korle kintu amar kicu korar nai... & finally nijeke onk happy lagce j darun akta get together hoilo special 2ta frnd er.... shathe amader shobar.keu jelous feel korle akta kothai bolbo "then go _ _ _ _ u'rself"
— feeling crazy lover from "nishhartho valobasha_what is love?".
প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায়
হাসিমুখ
হাসিমুখে আনন্দধারা
তুমি চেয়ে আছো তাই
আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদুর বহুদুর যেতে চাই

রোদ উঠে গেছে তোমাদের নগরীতে
আলো এসে থেমে গেছে
তোমাদের জানালায়
আনন্দ হাসি মুখ চেনা চেনা সবখানে
এরই মাঝে চলো মোরা হারিয়ে যাই
তুমি চেয়ে আছো তাই
আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদুর বহুদুর যেতে চাই ।।
হারিয়ে যেতে চাই
তোমাদের রাস্তায় ।।
অনেক অজানা ভিড় স্বচ্ছ নিরবতায়
রোদ উঠে গেছে চেনা এই নগরীতে
নাগরিক জানালা হাসিমুখে একাকার
আনন্দ উৎসব চেনা চেনা সবখানে
এরই মাঝে আমাদের ছুটে যাওয়া দরকার
তুমি চেয়ে আছো তাই
আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদুর বহুদুর যেতে চাই ।।।
ヽ、``、ヽ、、ヽ、ヽ、、ヽ``、ヽ、、ヽ、``、ヽ、、ヽ、``তুমি চাইলে বৃষ্টি`、、ヽ`ヽ、、ヽ、ヽ、、ヽ``、ヽ、、ヽ、`ヽ、``、ヽヽ、、ヽ`ヽヽ、ヽ、、ヽヽ、 ``、ヽ、 ヽ、、ヽ``、`ヽ、``、ヽヽ、、ヽ`মেঘও ছিল রাজীヽ、``、ヽヽ、、ヽ`ヽヽ、ヽ、、ヽヽ、 ``、ヽ、ヽ、、ヽ``、``、、ヽ`ヽ、অপেক্ষা সুদূর বর্ষনেরヽ、``、ヽ ヽ、、ヽ`ヽヽ、ヽ、、ヽヽ、 ``、ヽ、ヽ、、ヽ``、ヽ、、、``、মাতাল হাওয়া বইছে, দুরে পাখি গাইছে গানヽ、``、ヽヽ、、ヽ`ヽヽ、ヽ、、ヽヽ、 ``、ヽ、ヽ、、ヽ``、`、`বৃষ্টি তোমায় আহবান ..``、、ヽ`ヽ、、ヽ`ヽ`ヽ、``、ヽ`、、``、ヽ`
ছেলেটি খুব ভালোবাসত মেয়েটিকে।একদিন
তাদের খুব ঝগড়া হয়,মেয়েটি অনেক
বার ক্ষমা চাইতে আসে।।কিন্তু
ছেলেটি ফিরিয়ে দেয়।।ছেলেটিও কিন্তু
মেয়েটির জন্য গোপনে কান্না করত...কিছু দিন
হল
মেয়েটি আর আসে না ছেলেটির কাছে...একদিন
ছেলেটির রাগভাংলো...ওই
দিন সে নিজে গেল মেয়েটির
সাথে দেখা করতে কিন্তু সে জানতে পারে একটি দুর্ঘটনায় মেয়ে
টি মারা যায়!ছেলেটি খুব কষ্ট পায়...সে দিন
রাত অবিরাম কেঁদে যায়...সবাই
তাকে সান্ত্বনা দেয়...কিন্তু কেউ
তার কান্না থামাতে পারে না!একদিন
স্বপ্নে ছেলেটি দেখে,তার
সেই প্রিয়তমা সমবয়সী অনেক মেয়ের
সাথে স্বর্গে আছে...সেটা দেখে সে খুব
খুশি হয়...কিন্তু সে এটা দেখে অবাক
হয় সবার হাতে একটা জ্বলন্ত মোমবাতি আছে...কিন্তু
তার প্রিয়তমার
হাতের মোমবাতিটি নেভানো!!
ছেলেটি তাকে জিজ্ঞেস করে,“তোমার মোমবা
তি নেভানো কেন?”মেয়েটি উত্তর দিলো,
“আমি যখনই মোমবাতিটি জ্বালাতে যাই,তখনি তোমার
চোখের জল এটি নিভিয়ে দেয়...প্লীজ, আর
কেঁদো না ....মৃত্যুর পরও
আমি তোমাকেই ভালবাসি আর
সারা জীবন বাসব...
How touching???
আপনি যদি ভেবে থাকেন যে আপনার ছোটবেলার বন্ধুকে অনেক দিন পর খুঁজে পেয়ে তাকে রিকুইস্ট পাঠালে আপনার ইগোতে লাগে তবে আপনার মনুশত্তে ঘাপলা আছে। একদিন সবাই এক লেভেল এ ছিলেন। কোন কারনে হয়তো আপনার বন্ধু/ আপনি একটু ভালো জায়গাতে আছেন। তাতেই এত অহমিকা? হাই... বন্ধুত্তের কাছে আপনার এইসব ভণ্ডামি ছাড়েন, নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করুন। দেখবেন আপনাকে সবাই ভালোবাসবে। এই সময়ে হয়তো আপনার অনেক বন্ধু-বান্ধব থাকবে কিন্তু ভুলে জাবেন না, আপনার বাল্য কালের স্কুলে পড়া বন্ধুটিই/ কলেজের সেই বন্ধুগুলো সবথেকে বেশী আপন। একদিন সবাই আপনাকে ভুলে যাবে। স্কুল এর সেই বন্ধুটা হঠাত আপনাকে দেখে বুকে জড়িয়ে ধরবে। আর কি চাই আপনাকে ভালোবাসার ? আর আপনি পড়ে আছেন আপনার ইগো নিয়ে... শেইম...
the day was really awesome! a lot of wish... some beautiful memories! yes! my circle... my frndz! miss ew & love ew all! special thnx who text me via phn/inbox... some gifts! remember all things! finally ending the last day with smily face! luv u all guys! ya life is really fantastic when u all r with me! wish to live a lot more time having ur's treu love... ‪#‎feeling_happy‬
j tmr onuvutir mullo dite jane na tar jonne tmr choker mulloban osru jhoriye ki luv!!! jar jonne aj tumi kede balish vejale sei manushtikeo akdin tmr jonne kadte hobe... valobasar manushti vul/mithhe holeo tmr valobasar to mullo ace! etak akre bachte shikho... jani tumi parbe! hmmm tomake parte hobe!