Welcome To RONY'S WORLD .
Html Codes

শুক্রবার, ১৪ নভেম্বর, ২০১৪

একটা কিছু পাওয়ার আশায় জীবনে অনেকিছু ছেড়ে এসেছি । তবুও পেতে গিয়েও পুরোপুরি পেলাম না । অর্ধেক আমার হাতে আর বাকিটা ঝুলন্ত। ভেবেছিলাম পাওয়ার আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিব,কিন্তু আমিতো পেলামই না ।
যাহোক অন্যলোকের প্রাপ্তি আনন্দ যখন ছড়াচ্ছে সবার মাঝে তখন আমি নির্বাক তাকিয়ে রই।
অশ্রুনদের প্রতিটা বিন্দু কনা যে সিন্ধুসম বিধছে আমায়। নিয়তি অতি নিষ্ঠুর ... ... ...
কিন্তু না,অশ্রু বিহম্বলিত রিক্ত হস্ত হুংকার ছাড়ে আজ -"শির উচিয়ে হাট, জয় আমার চাই। "

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন