আপনি যদি ভেবে থাকেন যে আপনার ছোটবেলার বন্ধুকে অনেক দিন পর খুঁজে পেয়ে
তাকে রিকুইস্ট পাঠালে আপনার ইগোতে লাগে তবে আপনার মনুশত্তে ঘাপলা আছে।
একদিন সবাই এক লেভেল এ ছিলেন। কোন কারনে হয়তো আপনার বন্ধু/ আপনি একটু ভালো
জায়গাতে আছেন। তাতেই এত অহমিকা? হাই... বন্ধুত্তের কাছে আপনার এইসব ভণ্ডামি
ছাড়েন, নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করুন। দেখবেন আপনাকে সবাই ভালোবাসবে।
এই সময়ে হয়তো আপনার অনেক বন্ধু-বান্ধব থাকবে কিন্তু ভুলে জাবেন না, আপনার
বাল্য কালের স্কুলে পড়া বন্ধুটিই/ কলেজের সেই বন্ধুগুলো সবথেকে বেশী আপন।
একদিন সবাই আপনাকে ভুলে যাবে। স্কুল এর সেই বন্ধুটা হঠাত আপনাকে দেখে বুকে
জড়িয়ে ধরবে। আর কি চাই আপনাকে ভালোবাসার ? আর আপনি পড়ে আছেন আপনার ইগো
নিয়ে... শেইম...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন