Welcome To RONY'S WORLD .
Html Codes

শুক্রবার, ১৪ নভেম্বর, ২০১৪

আপনি যদি ভেবে থাকেন যে আপনার ছোটবেলার বন্ধুকে অনেক দিন পর খুঁজে পেয়ে তাকে রিকুইস্ট পাঠালে আপনার ইগোতে লাগে তবে আপনার মনুশত্তে ঘাপলা আছে। একদিন সবাই এক লেভেল এ ছিলেন। কোন কারনে হয়তো আপনার বন্ধু/ আপনি একটু ভালো জায়গাতে আছেন। তাতেই এত অহমিকা? হাই... বন্ধুত্তের কাছে আপনার এইসব ভণ্ডামি ছাড়েন, নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করুন। দেখবেন আপনাকে সবাই ভালোবাসবে। এই সময়ে হয়তো আপনার অনেক বন্ধু-বান্ধব থাকবে কিন্তু ভুলে জাবেন না, আপনার বাল্য কালের স্কুলে পড়া বন্ধুটিই/ কলেজের সেই বন্ধুগুলো সবথেকে বেশী আপন। একদিন সবাই আপনাকে ভুলে যাবে। স্কুল এর সেই বন্ধুটা হঠাত আপনাকে দেখে বুকে জড়িয়ে ধরবে। আর কি চাই আপনাকে ভালোবাসার ? আর আপনি পড়ে আছেন আপনার ইগো নিয়ে... শেইম...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন