মানুষের মন খুবই স্পর্শকাতর, অনেকটা কাদামাটির মতো। আমি যদি কখনো কারো মন
ভাঙ্গি, কাউকে কষ্টের সাগরে একা ফেলে চলে যাই, তবে তার এ কান্নার জল
আমাকেও ভেজাবে। একদিন আমার ও মন ভাঙ্গবে, কষ্ট পেয়ে চোখের জল ফেলবো, কিন্তু
সে জল মোছার মতো কাওকে পাওয়া যাবে না সেদিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন