Welcome To RONY'S WORLD .
Html Codes

শুক্রবার, ১৪ নভেম্বর, ২০১৪

ছেলেটি খুব ভালোবাসত মেয়েটিকে।একদিন
তাদের খুব ঝগড়া হয়,মেয়েটি অনেক
বার ক্ষমা চাইতে আসে।।কিন্তু
ছেলেটি ফিরিয়ে দেয়।।ছেলেটিও কিন্তু
মেয়েটির জন্য গোপনে কান্না করত...কিছু দিন
হল
মেয়েটি আর আসে না ছেলেটির কাছে...একদিন
ছেলেটির রাগভাংলো...ওই
দিন সে নিজে গেল মেয়েটির
সাথে দেখা করতে কিন্তু সে জানতে পারে একটি দুর্ঘটনায় মেয়ে
টি মারা যায়!ছেলেটি খুব কষ্ট পায়...সে দিন
রাত অবিরাম কেঁদে যায়...সবাই
তাকে সান্ত্বনা দেয়...কিন্তু কেউ
তার কান্না থামাতে পারে না!একদিন
স্বপ্নে ছেলেটি দেখে,তার
সেই প্রিয়তমা সমবয়সী অনেক মেয়ের
সাথে স্বর্গে আছে...সেটা দেখে সে খুব
খুশি হয়...কিন্তু সে এটা দেখে অবাক
হয় সবার হাতে একটা জ্বলন্ত মোমবাতি আছে...কিন্তু
তার প্রিয়তমার
হাতের মোমবাতিটি নেভানো!!
ছেলেটি তাকে জিজ্ঞেস করে,“তোমার মোমবা
তি নেভানো কেন?”মেয়েটি উত্তর দিলো,
“আমি যখনই মোমবাতিটি জ্বালাতে যাই,তখনি তোমার
চোখের জল এটি নিভিয়ে দেয়...প্লীজ, আর
কেঁদো না ....মৃত্যুর পরও
আমি তোমাকেই ভালবাসি আর
সারা জীবন বাসব...
How touching???

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন