চাঁদ কেন আসেনা আমার ঘরে,
রাগব চ্যাটার্জি
................................
চাঁদ কেন আসেনা আমার ঘরে,
চাঁদ কেন আসেনা আমার ঘরে,
সে অভিমানীনি আজো তো বলেনি
অভিমানিনী আজো তো বলেনি
আসবে কিনা ফিরে??
চাঁদ কেন আসেনা আমার ঘরে,
চাঁদ কেন আসেনা আমার ঘরে।।
দিন যায় রাত যায়, বয়ে যায় সময়
জানে মুখ তার আজো সে
চোখ চায় মন চায়,তবুও ভাংগা হৃদয়
সবি আছে চাদ শুধু নেই
মেঘেরা যদি গিয়েছে দূরে সরে
চাঁদ কেন আসেনা আমার ঘরে,
চাঁদ কেন আসেনা আমার ঘরে।।
জোয়ার ভাটায় চাদ আসে চাদ যায়
আলো করে আংগিনা সবার,
আমি আছি ভরসায়
ঘোর অমানিশায়, কাটেনা কেন এ আধার
ভালোবাসা গুমরে কেঁদে মরে
চাঁদ তবু আসেনা আমার ঘরে,
চাঁদ কেন আসেনা আমার ঘরে,
চাঁদ কেন আসেনা আমার ঘরে।।
সে অভিমানীনি আজো তো বলেনি
আসবে কিনা ফিরে??
চাঁদ কেন আসেনা আমার ঘরে।।
link : http://m.doridro.net/banglasongs//Top%20Few%20Songs/Chand%20Keno%20Asena.mp3.html
রাগব চ্যাটার্জি
................................
চাঁদ কেন আসেনা আমার ঘরে,
চাঁদ কেন আসেনা আমার ঘরে,
সে অভিমানীনি আজো তো বলেনি
অভিমানিনী আজো তো বলেনি
আসবে কিনা ফিরে??
চাঁদ কেন আসেনা আমার ঘরে,
চাঁদ কেন আসেনা আমার ঘরে।।
দিন যায় রাত যায়, বয়ে যায় সময়
জানে মুখ তার আজো সে
চোখ চায় মন চায়,তবুও ভাংগা হৃদয়
সবি আছে চাদ শুধু নেই
মেঘেরা যদি গিয়েছে দূরে সরে
চাঁদ কেন আসেনা আমার ঘরে,
চাঁদ কেন আসেনা আমার ঘরে।।
জোয়ার ভাটায় চাদ আসে চাদ যায়
আলো করে আংগিনা সবার,
আমি আছি ভরসায়
ঘোর অমানিশায়, কাটেনা কেন এ আধার
ভালোবাসা গুমরে কেঁদে মরে
চাঁদ তবু আসেনা আমার ঘরে,
চাঁদ কেন আসেনা আমার ঘরে,
চাঁদ কেন আসেনা আমার ঘরে।।
সে অভিমানীনি আজো তো বলেনি
আসবে কিনা ফিরে??
চাঁদ কেন আসেনা আমার ঘরে।।
link : http://m.doridro.net/banglasongs//Top%20Few%20Songs/Chand%20Keno%20Asena.mp3.html
If You LIKE this song Click @ Like Button... Download Free Bangla Songs @ http://doridro.net/ , Free Hindi Songs @ http://hindisongs.doridro.com/, For Mobile User @ http://m.doridro.net/ & FB app @ http://goo.gl/37vj2
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন