Uptown Lokolz - civil সমাজ
আমরা বাঙালিরা সব সময় চুরি, বাটপারি, চেচ্রামি , গুটি বাজিতে এক নম্বর
এসব কইরা আমগো তেমন বেশি একটা লাভ নাই
চলেন আমরা সবাই মিলা মিশা ভালো কিছু করার চেষ্টা করি
এগুলা কে লেখছে scene পাঠ ভাইয়া তাউরা কারাগার কইরা সুরাহা হইছে , casting এ পুরা uptown lokolz- er তাউরা ছাফা, আর দেশের দেখা কিছু ছীন ছিনারী লইয়া বুলেট বাহির যার মুখ দিয়া এক নামে কালা চিকনা লম্বা পোলা মনে থেকে কয় সিভিল সমাজের পোলা
সকাল বেলা উইঠা জানালা খুইলা বাইরে যখন দেখি
এমন লাগে নাটকের মঞ্চে আমরা অভিনয় কইরা থাকি
জগতের অন্যায় দেইখা মনের কথা মনের মধ্যে রাখি
এখন সময় আইছে দেইখা কলম লইয়া খাতে লিখি
বাংলাদেশ, এটার কি অবস্থা!!
সব শেষ
তারপরেও কিছু বুঝিনা
প্রত্যেক ৫ টা বছর দেশের পরিস্থিথি বদলায় যায়
ক্ষমতায় যে আহুক না কেন জনগনরী ফাইটা যায়
সবাই হারাই গেছে এখন স্বার্থ পর্দার অন্ধকারে
নিজের পকেট ভইরা আরেকজনের পেটে লাথি মারে
বুদ্ধিজিবিগরে মাইরা পাক্বাহিনিরা দেশটারে করছে লেংড়া
স্বাধীন হওয়ার পর দেখ দেশটা চালাইতাছে কারা
বিপদে পড়লে কথা দেয়, থাকব আপনাদের পাশে
তাইলে জবাব দিয়া কি হইছিল ফেব্রুয়ারির ২৫ শে
নালা ডোবা man-hole ভরছিল উনিফর্মের লাশে
ঐদিন বাইরের মানুষ আমগোরে লুটে আমগো উপরে হাসে
অহন্কার পরিস্থিথি আমি কেন বুঝিনা
এ সিভিল সমাজে নিজেরে খুইজা পাইনা
আর মুখস্ধারীরা মুখোস কেন খোলেনা
এসব প্রশ্নের জবাব আমি কেন পাইনা
পিলখানা গেটের কাছে এলো-পাতারী গোলা-গুলি চালায়
এডি দেইখা মাইনষে জান বাচায় এদিক ওদিক পালায়
ধীম ধাম মালা শুইনা বাচ্চা মায়ের কোলে লুকায়
হতাঠ একটা গুলি আইসা দুই জনরে মাইরা পালায়
গণ কবর পরছিল, পরিবার বর্গ সব আতঙ্কে
লাশ কয়টা হইছিল পালাইতে পারবিনা কোনো অংকে
জানালা দরজা সব বন্ধ, বাতাসে লাশের গন্ধ
এডি দেইখা মনে হয় কেন হইলামনা আমি অন্ধ
ঠিক নাই কখন কার উপর গুলি লাইগা যাইবো,
আবার কয় ৩ কিলোমিটার এলাকা খালি করতে হইব
হুদাই ২-৩ দিনের লাইগা ছীন পাঠ করে
আর জনগণ গো ভুগতে হয় এইসবের পরে
যা মন চায় তাই করে, কিছু কয়ার পারুমনা
কিছু কৈলে, কিছু হইলে, পরে লুকায়া পারুমনা
সাধারণ মানুষ আমি সাধারণ মাইনষের কথা কয়া যাই
তোগো মধ্য ঘরে বয়া বয়া রিমোট টিপি নাই
আমরা বাঙালিরা সব সময় চুরি, বাটপারি, চেচ্রামি , গুটি বাজিতে এক নম্বর
এসব কইরা আমগো তেমন বেশি একটা লাভ নাই
চলেন আমরা সবাই মিলা মিশা ভালো কিছু করার চেষ্টা করি
এগুলা কে লেখছে scene পাঠ ভাইয়া তাউরা কারাগার কইরা সুরাহা হইছে , casting এ পুরা uptown lokolz- er তাউরা ছাফা, আর দেশের দেখা কিছু ছীন ছিনারী লইয়া বুলেট বাহির যার মুখ দিয়া এক নামে কালা চিকনা লম্বা পোলা মনে থেকে কয় সিভিল সমাজের পোলা
সকাল বেলা উইঠা জানালা খুইলা বাইরে যখন দেখি
এমন লাগে নাটকের মঞ্চে আমরা অভিনয় কইরা থাকি
জগতের অন্যায় দেইখা মনের কথা মনের মধ্যে রাখি
এখন সময় আইছে দেইখা কলম লইয়া খাতে লিখি
বাংলাদেশ, এটার কি অবস্থা!!
সব শেষ
তারপরেও কিছু বুঝিনা
প্রত্যেক ৫ টা বছর দেশের পরিস্থিথি বদলায় যায়
ক্ষমতায় যে আহুক না কেন জনগনরী ফাইটা যায়
সবাই হারাই গেছে এখন স্বার্থ পর্দার অন্ধকারে
নিজের পকেট ভইরা আরেকজনের পেটে লাথি মারে
বুদ্ধিজিবিগরে মাইরা পাক্বাহিনিরা দেশটারে করছে লেংড়া
স্বাধীন হওয়ার পর দেখ দেশটা চালাইতাছে কারা
বিপদে পড়লে কথা দেয়, থাকব আপনাদের পাশে
তাইলে জবাব দিয়া কি হইছিল ফেব্রুয়ারির ২৫ শে
নালা ডোবা man-hole ভরছিল উনিফর্মের লাশে
ঐদিন বাইরের মানুষ আমগোরে লুটে আমগো উপরে হাসে
অহন্কার পরিস্থিথি আমি কেন বুঝিনা
এ সিভিল সমাজে নিজেরে খুইজা পাইনা
আর মুখস্ধারীরা মুখোস কেন খোলেনা
এসব প্রশ্নের জবাব আমি কেন পাইনা
পিলখানা গেটের কাছে এলো-পাতারী গোলা-গুলি চালায়
এডি দেইখা মাইনষে জান বাচায় এদিক ওদিক পালায়
ধীম ধাম মালা শুইনা বাচ্চা মায়ের কোলে লুকায়
হতাঠ একটা গুলি আইসা দুই জনরে মাইরা পালায়
গণ কবর পরছিল, পরিবার বর্গ সব আতঙ্কে
লাশ কয়টা হইছিল পালাইতে পারবিনা কোনো অংকে
জানালা দরজা সব বন্ধ, বাতাসে লাশের গন্ধ
এডি দেইখা মনে হয় কেন হইলামনা আমি অন্ধ
ঠিক নাই কখন কার উপর গুলি লাইগা যাইবো,
আবার কয় ৩ কিলোমিটার এলাকা খালি করতে হইব
হুদাই ২-৩ দিনের লাইগা ছীন পাঠ করে
আর জনগণ গো ভুগতে হয় এইসবের পরে
যা মন চায় তাই করে, কিছু কয়ার পারুমনা
কিছু কৈলে, কিছু হইলে, পরে লুকায়া পারুমনা
সাধারণ মানুষ আমি সাধারণ মাইনষের কথা কয়া যাই
তোগো মধ্য ঘরে বয়া বয়া রিমোট টিপি নাই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন