Welcome To RONY'S WORLD .
Html Codes

শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪

কত দূর আর যাওয়ার আছে
কত পথ রয়েছে বাকি
কত মেঘ এই আকাশে ওড়ে
আজ রোদের হাসি কাল বৃষ্টি।।

তবুও এ পথ চলা স্বপ্নের নেশায়
এইযে বাজারে পসরা সাজানো
স্বপ্ন কিনতে।।

এই যে সুরম্ম কত অট্টালিকার গায়ে
জীবনের নানা প্রয়োজন স্বপ্নের তুলিতে
রাঙানো কথামালা, সেজে বিলাসী মোড়কে
বেচা হরেক স্বপ্নের আড়ালে
কেনা নিরব উপহাস।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন