আমি বাবা মায়ের শত আদরের মেয়ে
আমি বড় হই সকলের ভালবাসা নিয়ে
আমার দুচোখে অনেক স্বপ্ন থাকে
আমি পড়ালিখা শিখতে চাই
আমি বাবা মায়ের শত আদরের মেয়ে
যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন
তাহলে থাকব শুধু বোঝা হয়ে
শিক্ষা আমায় মুক্তি দিবে মুক্তি দিবে
আমিতো কালকের খুশি আর আশা
আমারোতো সাধ আছে, আছে অভিলাষা
ঘরে বেঁধে রেখোনা নিয়ে যাও এগিয়ে
আমি বাবা মায়ের শত আদরের মেয়ে
আমি বড় হই সকলের ভালবাসা নিয়ে
আমার দুচোখে অনেক স্বপ্ন থাকে
আমি পড়ালিখা শিখতে চাই
আমি বাবা মায়ের শত আদরের মেয়ে
আমি বড় হই সকলের ভালবাসা নিয়ে
আমার দুচোখে অনেক স্বপ্ন থাকে
আমি পড়ালিখা শিখতে চাই
আমি বাবা মায়ের শত আদরের মেয়ে
যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন
তাহলে থাকব শুধু বোঝা হয়ে
শিক্ষা আমায় মুক্তি দিবে মুক্তি দিবে
আমিতো কালকের খুশি আর আশা
আমারোতো সাধ আছে, আছে অভিলাষা
ঘরে বেঁধে রেখোনা নিয়ে যাও এগিয়ে
আমি বাবা মায়ের শত আদরের মেয়ে
আমি বড় হই সকলের ভালবাসা নিয়ে
আমার দুচোখে অনেক স্বপ্ন থাকে
আমি পড়ালিখা শিখতে চাই
আমি বাবা মায়ের শত আদরের মেয়ে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন