চুপি চুপি রাত যায় যে চলে
কি জানি কি যায় সে বলে
আজ বুঝি আর ঘুম আসবে না
রাতের আড়ালে চোখ ভিজে গেলে
জানবেনা কেউ লজ্জা পেলে
মন মরে ভালোবাসা মরে না
গতকাল পিছু ডাকা ছাড়ে না
ওগো চাঁদ ছেড়ে যেও না
ও...চুপি চুপি রাত যায় যে চলে
কি জানি কি যায় সে বলে
আজ বুঝি আর ঘুম আসবে না
হাতের আঙ্গুলে ঠোটে আর গালে
লেগে আছো তুমি ভুলি কোন ভুলে
জানি আসবেনা ঘুম এই রাতে
মন দিয়েছি তাই হাওয়াতে
জানি আসবে না ঘুম এই রাতে
ওগো চাঁদ ছেরে যেও না
হুম...চুপি চুপি রাত যায় যে চলে
কি জানি কি যায় সে বলে
আজ বুঝি আর ঘুম আসবে না
তারা দের সাথে তারা গুনি
শুন্যর মাঝে সপ্ন বুনি
ওগো চাঁদ ছেরে যেও না
হুম... যেও না... যেও না...
কি জানি কি যায় সে বলে
আজ বুঝি আর ঘুম আসবে না
রাতের আড়ালে চোখ ভিজে গেলে
জানবেনা কেউ লজ্জা পেলে
মন মরে ভালোবাসা মরে না
গতকাল পিছু ডাকা ছাড়ে না
ওগো চাঁদ ছেড়ে যেও না
ও...চুপি চুপি রাত যায় যে চলে
কি জানি কি যায় সে বলে
আজ বুঝি আর ঘুম আসবে না
হাতের আঙ্গুলে ঠোটে আর গালে
লেগে আছো তুমি ভুলি কোন ভুলে
জানি আসবেনা ঘুম এই রাতে
মন দিয়েছি তাই হাওয়াতে
জানি আসবে না ঘুম এই রাতে
ওগো চাঁদ ছেরে যেও না
হুম...চুপি চুপি রাত যায় যে চলে
কি জানি কি যায় সে বলে
আজ বুঝি আর ঘুম আসবে না
তারা দের সাথে তারা গুনি
শুন্যর মাঝে সপ্ন বুনি
ওগো চাঁদ ছেরে যেও না
হুম... যেও না... যেও না...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন