track:Bhulona Amay [master version]
Tune & Artist : Rokon
Lyric - Rokon & Maniruzzaman Jibon
Composed by : Tanvir Ahmed Rossi
.....................
লিরিক্সঃ
তুমি কি নিঃসঙ্গতায় বসে আছো একা ?
তাকিয়ে দেখো আকাশ; পাবে আমার দেখা।
বাতাসে কান পেতে শোন; শুনতে পাবে - আমায়
বহুদূরে... অনুভবে... ।
বন্ধু, ভুলোনা আমায়।
তবু বন্ধু ভুলোনা আমায়... ভুলোনা ।
যদি আকাশ জুড়ে মেঘের মেলায়
আঁধার নেমে আসে,
যদি হৃদয় মাঝে ছিন্ন তারে
বেসুরো গান বাজে ।।
তবু বন্ধু, ভুলোনা আমায়... ভুলোনা।
এখনও কি রাত নেমে এলে
চাঁদের শহরে ,
জোছনা বাড়ায় মায়া
শূন্য হৃদয় জুড়ে ?
হাতে হাত রেখো আমার;
সেই মায়াবী জোছনায়।
"এই রাত তোমার আমার"
শুনিয়ে যাবো তোমায়।
বন্ধু, ভুলোনা আমায়... ।।
যদি আকাশ জুড়ে মেঘের মেলায়
আঁধার নেমে আসে,
যদি হৃদয় মাঝে ছিন্ন তারে
বেসুরো গান বাজে।
তবে আলোর মশাল জ্বালিয়ে দেব
ইচ্ছে আকাশে যত,
সাত সুরের বীণায় সারিয়ে দেব
তোমার হৃদয় ক্ষত ।
বন্ধু, ভুলোনা আমায়... ভুলোনা।
link : http://www.mediafire.com/download/y672bydb0alk1zo/tanvir-feat-rokon-bulona-amay.mp3
Tune & Artist : Rokon
Lyric - Rokon & Maniruzzaman Jibon
Composed by : Tanvir Ahmed Rossi
.....................
লিরিক্সঃ
তুমি কি নিঃসঙ্গতায় বসে আছো একা ?
তাকিয়ে দেখো আকাশ; পাবে আমার দেখা।
বাতাসে কান পেতে শোন; শুনতে পাবে - আমায়
বহুদূরে... অনুভবে... ।
বন্ধু, ভুলোনা আমায়।
তবু বন্ধু ভুলোনা আমায়... ভুলোনা ।
যদি আকাশ জুড়ে মেঘের মেলায়
আঁধার নেমে আসে,
যদি হৃদয় মাঝে ছিন্ন তারে
বেসুরো গান বাজে ।।
তবু বন্ধু, ভুলোনা আমায়... ভুলোনা।
এখনও কি রাত নেমে এলে
চাঁদের শহরে ,
জোছনা বাড়ায় মায়া
শূন্য হৃদয় জুড়ে ?
হাতে হাত রেখো আমার;
সেই মায়াবী জোছনায়।
"এই রাত তোমার আমার"
শুনিয়ে যাবো তোমায়।
বন্ধু, ভুলোনা আমায়... ।।
যদি আকাশ জুড়ে মেঘের মেলায়
আঁধার নেমে আসে,
যদি হৃদয় মাঝে ছিন্ন তারে
বেসুরো গান বাজে।
তবে আলোর মশাল জ্বালিয়ে দেব
ইচ্ছে আকাশে যত,
সাত সুরের বীণায় সারিয়ে দেব
তোমার হৃদয় ক্ষত ।
বন্ধু, ভুলোনা আমায়... ভুলোনা।
link : http://www.mediafire.com/download/y672bydb0alk1zo/tanvir-feat-rokon-bulona-amay.mp3
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন