গান টির নাম নিশচই বলতে হবেনা। দেখি কতজন শিল্পি এর নাম বলতে পারে??
ঘুমাও তুমি ঘুমাও গো জান,
ঘুমাও আমার কোলে.....
ভালবাসার নাও ভাসাবো,
ভালবাসি বলে....
তোমার চুলে হাত বুলাবো,
পূর্ণ চাঁদের তলে .....
কৃষ্ণচূড়া মুখে তোমার,
জোসনা পড়ুক কোলে.....
আজকে জড়ায় ধরবে,
তোমার মনকে আমার মন....
গাইবে পাখি, গাইবে জোনাক ;
গাছ গাছালি বন....
এত ভালবাসা গো জান,
রাখিও আঁচলে....
দোলাও তুমি, দুলি আমি ;
জগত বাড়ি দোলে .....
শব্দ ঘুমের মূর্ছনাতে,
বাতাসও সুর তোলে.....
ভালবাসার শিশির কণা,
পড়বে ও আঁচলে....
এত ভালবাসা গো জান,
রাখিও আঁচলে....
দোলাও তুমি, দুলি আমি ;
জগত বাড়ি দোলে .....
ঘুমাও তুমি ঘুমাও গো জান,
ঘুমাও আমার কোলে.....
ভালবাসার নাও ভাসাবো,
ভালবাসি বলে......''
ঘুমাও তুমি ঘুমাও গো জান,
ঘুমাও আমার কোলে.....
ভালবাসার নাও ভাসাবো,
ভালবাসি বলে....
তোমার চুলে হাত বুলাবো,
পূর্ণ চাঁদের তলে .....
কৃষ্ণচূড়া মুখে তোমার,
জোসনা পড়ুক কোলে.....
আজকে জড়ায় ধরবে,
তোমার মনকে আমার মন....
গাইবে পাখি, গাইবে জোনাক ;
গাছ গাছালি বন....
এত ভালবাসা গো জান,
রাখিও আঁচলে....
দোলাও তুমি, দুলি আমি ;
জগত বাড়ি দোলে .....
শব্দ ঘুমের মূর্ছনাতে,
বাতাসও সুর তোলে.....
ভালবাসার শিশির কণা,
পড়বে ও আঁচলে....
এত ভালবাসা গো জান,
রাখিও আঁচলে....
দোলাও তুমি, দুলি আমি ;
জগত বাড়ি দোলে .....
ঘুমাও তুমি ঘুমাও গো জান,
ঘুমাও আমার কোলে.....
ভালবাসার নাও ভাসাবো,
ভালবাসি বলে......''
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন