Welcome To RONY'S WORLD .
Html Codes

শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪

আকাশে উড়ে পাখিটা,
পাখিটা উড়ে আকাশে।
পাখিটা উড়ে আকাশে,
আকাশে উড়ে পাখিটা।
কোনও দিনও একা বা দোকা
পাখিটারে যায় না দেখা,
শুধু তার গান আসে ভেসে
বাতাসে… বাতাসে…

রোদের নিচে মেঘ উড়ে
মাটির উপর পড়ে ছায়া,
ছায়ার ভেতর একটা ছবি
কেমন যেন মায়া,
মায়া… মায়া…

রোদের নিচে মেঘ উড়ে
মাটির উপর পড়ে ছায়া,
ছায়ার ভেতর একটা ছবি
কেমন যেন মায়া,
শুধু তার গান আসে ভেসে
বাতাসে…বাতাসে…

দূরে খুঁজি,কাছে খুঁজি
ওই সে বুঝি
এই সে বুঝি ।
কিন্তু সে কই ?
আরো একা হই,
ভাল্লাগেনা হিজিবিজি।

দূরে খুঁজি,কাছে খুঁজি
ওই সে বুঝি
এই সে বুঝি ।
কিন্তু সে কই ?
আরো একা হই,
ভাল্লাগেনা হিজিবিজি।
শুধু তার গান আসে ভেসে
বাতাসে…বাতাসে…

আকাশে উড়ে পাখিটা,
পাখিটা উড়ে আকাশে।
পাখিটা উড়ে আকাশে,
আকাশে উড়ে পাখিটা।

কোনও দিনও একা বা দোকা
পাখিটারে যায় না দেখা,
শুধু তার গান আসে ভেসে
বাতাসে…বাতাসে…
Photo: আকাশে উড়ে পাখিটা,
পাখিটা উড়ে আকাশে।
পাখিটা উড়ে আকাশে,
আকাশে উড়ে পাখিটা।
কোনও দিনও একা বা দোকা
পাখিটারে যায় না দেখা,
শুধু তার গান আসে ভেসে
বাতাসে… বাতাসে…

রোদের নিচে মেঘ উড়ে
মাটির উপর পড়ে ছায়া,
ছায়ার ভেতর একটা ছবি
কেমন যেন মায়া,
মায়া… মায়া…

রোদের নিচে মেঘ উড়ে
মাটির উপর পড়ে ছায়া,
ছায়ার ভেতর একটা ছবি
কেমন যেন মায়া,
শুধু তার গান আসে ভেসে
বাতাসে…বাতাসে…

দূরে খুঁজি,কাছে খুঁজি
ওই সে বুঝি
এই সে বুঝি ।
কিন্তু সে কই ?
আরো একা হই,
ভাল্লাগেনা হিজিবিজি।

দূরে খুঁজি,কাছে খুঁজি
ওই সে বুঝি
এই সে বুঝি ।
কিন্তু সে কই ?
আরো একা হই,
ভাল্লাগেনা হিজিবিজি।
শুধু তার গান আসে ভেসে
বাতাসে…বাতাসে…

আকাশে উড়ে পাখিটা,
পাখিটা উড়ে আকাশে।
পাখিটা উড়ে আকাশে,
আকাশে উড়ে পাখিটা।

কোনও দিনও একা বা দোকা
পাখিটারে যায় না দেখা,
শুধু তার গান আসে ভেসে
বাতাসে…বাতাসে…

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন