Welcome To RONY'S WORLD .
Html Codes

শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪

এলবাম - কাহিনী scene পাঠ
Uptown Lokolz ( ঠিক আছে ভাইয়া) , 2009 পুরা কাঁপা এই
U-P-T-O-W-N Loko (Loko)
U-P-T-O-W-N Loko (Loko)
U-P-T-O-W-N Loko (Loko)
U-P-T-O-W-N Loko (Loko)

আমগো লগে Bigg Spade আছে, তাউরা ছাফা , আর এদিকে Mister Flex আর Black Zang
( এই এই কলা চিকনা ঠিক আছে ভায়া )

ঐ আমি তোর মতনা, তুই আমার মতনা, আমি তোর মত ফাফড় মাইরা কাপড় ছিরিনা
এর লাইগা তুই আছস তুই, আর আমি তুই না
এ গানটা ১০ বার হুনিস , একবার তুই আমার Lyrics বুঝবিনা

পোলাপাইন তাউরা হয়া মামা আমার Lyrics বুঝে , আমার lyrics বুইঝা আমারে আয়া আজিমপুরে খোজে
এসব পেছানো lyrics হুদা Black Zang লেখে
আর পোলাপাইন খারায়া আমার performance দেখে
Hell boys even seventeen evens thirteen mni
নাম গুতাইবার লাইগা তবু আজাইরা কারবার
ঢাকা শহরের প্রত্যেক দেয়ালে ওরা হুদাই spray মারে
এসব দেয়ালের সামনে গিয়া আমি **** খাড়ায় খাড়ায়

it's u to the double ss, a to the i
Black Zang যখন নাচে সব rapper উচরায়
Black Zang এর বাংলা rap এখনতে ঘরে ঘরে চলব
আমগো লগে পোলাপাইন অখন্তে কইবো

এই মামা এই , বাংলা rap চলব নাকি ?
এই মামা এই, তুই ওগো লগতে চলবি নাকি ?
এই মামা এই , আরো কিছু আছে বাকি
এই . .. মামা এই

এইটা আমার চিন্তা , ভাবনা থেকে বাস্তবে পরিনিতি দিছি আমি অস্থির পরিস্থিতি , মন করছি আমি জয়, ছিলনা কোনো ভয়, বুক ফুলায়া চলছি, তাই পোলাপাইন কয় আমি দেশী rap gamer একমাত্র রাজা, তাই আমগো গান হুন, ঘররে বাইরে জোরে বাজা , আমার কথা তোরা বুঝ,, বন্ধ কইরা সব সাজা, মাইপা দেখ আমগো মত আছে নাকি কেউ তোর তাজা
You can derby the game , but the aces right here, when i am on the game , i see all the joker disappear. cause i here gang with my aces spade, and i download my t-lokolz on my side, আমার এক side-এ Flex আর আরেক side-এ Zang , উপর নিচে আগে পিছে - i am backing of the gang, পুরাই তাউরা পোলাপাইন, মানিনা কোনো আইন , করছি contract sign, under the labour deadline.

Bigg Spade-রে দেইখা কইবি, (এই . .. মামা এই)
ছাফা-র লগে তাইনা কইবি, এই . .. মামা এই
Flex-এর এলাকায় গিয়া কইবি, এই . .. মামা এই
Black Zang-এর লগে কইবি, এই . .. মামা এই

আমি RAW বাংলা ছাড়ি, আমার এডা ভাল্লাগে, মুখ দিয়া bullet মারি, দেখিনা পিছে আগে, লোকলজ-রা field-এ নামছে, তোগো *** কান্ধে উঠছে , আমগো দেইখা উল্টা ঘুইরা পোলাপাইন mike ফালায় বাঁচে, তোর গলা শুকায় যাইবো যখন আমগো কথা হুনবি, উস্ঠা খায়া ৩ বার পড়বি যখন আমগো কথা বুঝবি, মাখুন্দা পোলাপাইন কয় rap করা ভালানা, rap করা খারাপ হইলে ভালা হইবার চাইনা, সবি MC Facebook-গুলা নিজে নিজে hit , এসব মাতাল পলাগরে পিডায় করমু ঠিক , ভালা কইরা হুইনা রাখিস আমরা Uptown Lokolz, এইডা খাটি বাংলা rapper বাকি সব নকল,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন