মন ভালো নেই,
বলনা কিছুতেই।
তবু বুঝে নেবে?
কে আছে?
দেখো কেউ কাছে নেই,
তবু তুমি এগুবে।
ভাঙ্গা পথ-
সাথী কে হবে?
যদি কখনো আমায়, মনে পড়ে যায়।
খোল দুয়ার আকাশে, আমি তারাময়।
যদি কখনো ছুঁয়ে দিতে ইচ্ছে হয়,
সাগর হয়ে আজ জড়াবো তোমায়।
কে বল কে দেখাবে পথ তোমাকে,
যদি যাও হারিয়ে এ শহরে,
যদি কখনো আমায় মনে পড়ে যায়,
খোল দুয়ার আকাশে, আমি তারাময়।
হাওয়াতে এলো চুল মুখে এসে পড়ে,
যদি না থাকি তা কে সরাবে,
যদি কখনো আমায় মনে পড়ে যায়,
খোল দুয়ার আকাশে আমি তারাময়।
যদি কখনো ছুঁয়ে দিতে ইচ্ছে হয়,
সাগর হয়ে আজ জড়াবো তোমায় ॥
link :http://doridro.net/download/ All%20time%20Bangla%20Hits%20%5 BBy%20RaNa%5D/ Yaatri%20-%20Mon%20Valo%20Nei.m p3.html
বলনা কিছুতেই।
তবু বুঝে নেবে?
কে আছে?
দেখো কেউ কাছে নেই,
তবু তুমি এগুবে।
ভাঙ্গা পথ-
সাথী কে হবে?
যদি কখনো আমায়, মনে পড়ে যায়।
খোল দুয়ার আকাশে, আমি তারাময়।
যদি কখনো ছুঁয়ে দিতে ইচ্ছে হয়,
সাগর হয়ে আজ জড়াবো তোমায়।
কে বল কে দেখাবে পথ তোমাকে,
যদি যাও হারিয়ে এ শহরে,
যদি কখনো আমায় মনে পড়ে যায়,
খোল দুয়ার আকাশে, আমি তারাময়।
হাওয়াতে এলো চুল মুখে এসে পড়ে,
যদি না থাকি তা কে সরাবে,
যদি কখনো আমায় মনে পড়ে যায়,
খোল দুয়ার আকাশে আমি তারাময়।
যদি কখনো ছুঁয়ে দিতে ইচ্ছে হয়,
সাগর হয়ে আজ জড়াবো তোমায় ॥
link :http://doridro.net/download/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন