Welcome To RONY'S WORLD .
Html Codes

শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪

কাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত Outdoor খোলা থাকবে। ১১ টায় মানব বন্ধন।

বেলা ১২ টার মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা না নিলে লাগাতার কর্মসূচী চলবে...

টিভি এর রিপোর্ট এর সত্যতা বারডেম এর কোন ডাক্তার নিশ্চিত করতে পারেন নি

আর এখনো যে সব non medical ভাই বোন কর্মবিরতির যৌক্তিকতা নিয়ে প্রস্ন তুলছেন- তাদের জন্য ২ টি ছবি দিলাম।

আমরা বাস গাড়ি ভাঙ্গি না। জ্বালাও পোড়াও করি না। এমনকি ইমারজেন্সি বন্ধ করে মুমূর্ষু দের মারি না...

নিরাপদ কর্মস্থল অধিকার... now we claim it
কাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত Outdoor খোলা থাকবে। ১১ টায় মানব বন্ধন।

বেলা ১২ টার মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা না নিলে লাগাতার কর্মসূচী চলবে...

টিভি এর রিপোর্ট এর সত্যতা বারডেম এর কোন ডাক্তার নিশ্চিত করতে পারেন নি

আর এখনো যে সব non medical ভাই বোন কর্মবিরতির যৌক্তিকতা নিয়ে প্রস্ন তুলছেন- তাদের জন্য ২ টি ছবি দিলাম।

আমরা বাস গাড়ি ভাঙ্গি না। জ্বালাও পোড়াও করি না। এমনকি ইমারজেন্সি বন্ধ করে মুমূর্ষু দের মারি না...

নিরাপদ কর্মস্থল অধিকার... now we claim it
গান : আমি শুধু চেয়েছি তোমায়
ছবি : আমি শুধু চেয়েছি তোমায়
(২০১৪)
গায়ক : মহম্মদ ইরফান আলি
সঙ্গীত আয়োজক : স্যাভি
কথা : সৌরভ ভদ্র

টালমাটাল, মনটা কিছু তোমায়
বলতে চায়
বেসামাল, ভাবনাগুলো তোমায়
ছুঁতে চায়
টালমাটাল, মনটা কিছু তোমায়
বলতে চায়
বেসামাল, ভাবনাগুলো তোমায়
ছুঁতে চায়
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়
না লেখা চিঠিগুলো, মন পাহারায়
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়
ওওওও.......
রাতদিন, চেনা তুমি ছিলে অচেনা
অন্তহীন, মনে হত মিষ্টি যন্ত্রণা
সেই ব্যাথা উঠলো সেরে, চোখেরই
চাওয়ায়
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়
আআআআ.......
আআআআ.......
কতদিন, ভেবেছি শুধু
দেখবো যে তোমায়
ক্লান্তহীন, তুমি ছিলে আমার
কল্পনায়
সেই ছবি উঠলো ভেসে চোখেরই
পাতায়
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়
Title: Jodi Bhabo (যদি ভাবো)
singer:Riad Hasan
Lyric: Arka Ganguly & Ahmed Saad Rizvy
Tune & Vocal: Riad Hasan
Sound: Shaker Raza
link: http://qfs.mobi/f1354684
Lyrics:
যদি ভাবো, ভাবছি তোমায়
ঠোঁটের মাঝে আঙ্গুল রেখেছি
হাল্কা-হাওয়া, সন্ধ্যে বেলায়
জেনো শুধু আমি এসেছি,
উড়তে থাকা কাগজের কোণায়
সুতোর টানে কত গান বেঁধেছি
ঘুরতে থাকা এ হাওয়া শোনায়
তোমার যে গান আমি শুনেছি
রাতের আলোয় সাগর পাড়ে
তোমার স্মৃতি আঁকড়ে থেকেছি।
বন্ধ দরজার ও পাশে প্রদীপ জ্বেলে
কোন সুদুরের স্বপ্নে বিভোর হয়েছি
রোদ পড়ে রয় আমার চাদর জুড়ে
অন্ধ আবেগে তোমাতেই স্বর্গ দেখেছি
উড়তে থাকা কাগজের কোণায়
সুতোর টানে কত গান বেঁধেছি
ঘুরতে থাকা এ হাওয়া শোনায়
তোমার যে গান আমি শুনেছি
রাতের আলোয় সাগর পাড়ে
পাথরের মত আমি ক্ষয়েছি......
শিরোনামহীন এর ভক্তরা কই ?
লাইক এর ঝড় হয়র যাক।

গানঃ
দেহের ভেতর রাখলাম যারে
সে আমার থাকল নারে
খাঁচার পাখি কখন কি আর
মনের পাখি হয়
তোমার আমার এই পরিচয়
সত্যি কি আর হয়
কথায় কথায় মনের ছায়া সবুজ আলোয় দিচ্ছে সারা
সাদা কালোর মনের পাখি
মনের কথা কয়
বনের পাখি খাঁচায় থাকে
এমন কি আর হয়...

লালন বলে খাঁচার কি দোষ
দুয়ার থাকলে খোলা
মনের দুয়ার বন্ধ হলে
সময় যে সব যাবে চলে
লোহার খাঁচার ছোট্ট ঘরে
কোন পাখি কি রয়
আট কুঠুরি নয় দরজা
সে তো খোলার নয়
তোমার আমার এই পরিচয়
সত্যি হবার নয়...
Photo: শিরোনামহীন এর ভক্তরা কই ?
লাইক এর ঝড় হয়র যাক।

গানঃ
দেহের ভেতর রাখলাম যারে
সে আমার থাকল নারে
খাঁচার পাখি কখন কি আর
মনের পাখি হয়
তোমার আমার এই পরিচয়
সত্যি কি আর হয়
কথায় কথায় মনের ছায়া সবুজ আলোয় দিচ্ছে সারা
সাদা কালোর মনের পাখি
মনের কথা কয়
বনের পাখি খাঁচায় থাকে
এমন কি আর হয়...

লালন বলে খাঁচার কি দোষ
দুয়ার থাকলে খোলা
মনের দুয়ার বন্ধ হলে
সময় যে সব যাবে চলে
লোহার খাঁচার ছোট্ট ঘরে
কোন পাখি কি রয়
আট কুঠুরি নয় দরজা
সে তো খোলার নয়
তোমার আমার এই পরিচয়
সত্যি হবার নয়...
যে ব্যাক্তি আহার করে শোকর করে, তার মর্যাদা ধৈর্যশীল রোজাদারের সমপরিমান ----- বুখারি
Photo: যে ব্যাক্তি আহার করে শোকর করে, তার মর্যাদা ধৈর্যশীল রোজাদারের সমপরিমান ----- বুখারি
মহানবী হযরত মুহাম্মদ (সা) এর পূর্ববর্তী যুগে (ঈসায়ী যুগে) এক ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করলো। এরপর সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমের কথা জিজ্ঞেস করলো। তাকে একজন সংসার বিরাগী খ্রিস্টান পাদ্রীর কথা বলে দেয়া হলো। সে তার কাছে গিয়ে বললো, সে ৯৯ জন লোককে হত্যা করেছে। এখন তার জন্য তাওবার কোন সুযোগ আছে কি? পাদ্রী বললো, নেই। এতে লোকটি (ক্ষিপ্ত হয়ে) পাদ্রীকে হত্যা করে ১০০ সংখ্যা পূর্ণ করলো।
এরপর আবার সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমের কথা জিজ্ঞেস করায় তাকে একজন আলেমের কথা বলে দেয়া হলো। অতঃপর সে তাকে বললো, সে ১০০ লোককে হত্যা করেছে, এখন তার জন্য তাওবার কোন সুযোগ আছে কি? আলেম বললেন, "হ্যাঁ, তাওবার সুযোগ আছে। আর তার মাঝে ও তাওবার মাঝে অন্তরায় কে হতে পারে? তুমি অমুক স্থানে চলে যাও। সেখানে কিছু লোক আল্লাহর ইবাদত করছে। তুমিও তাঁদের সাথে ইবাদত কর এবং তোমার দেশে ফিরে যেও না, কারণ তা খারাপ স্থান।"
লোকটি নির্দেশিত স্থানের দিকে চলতে লাগলো। অর্ধেক পথ যখন অতিক্রম করলো তখন তার মৃত্যুর সময় এসে পড়লো। তখন রহমতের ফিরিশতাগণ ও আযাবের ফিরিশতাগণের মধ্যে ঝগড়া বেঁধে গেলো।
রহমতের ফিরিশতাগণ বলতে লাগলেন, এ লোকটি সর্বান্তকরণে তাওবা করে আল্লাহর দিকে ফিরে এসেছে। অপরদিকে আযাবের ফিরিশতাগণ বলতে লাগলেন, লোকটি জীবনে কোন ভালো কাজ করেনি।
এমন সময় একজন ফিরিশতা মানুষের রূপ ধারণ করে তাদের কাছে এলো। তখন তারা তাকেই এ বিষয়ের বিচারক মেনে নিল। অতঃপর বিচারক বললো, তোমরা উভয় দিকের স্থানের দুরত্ব মেপে দেখ। অতঃপর যে দিকটি নিকটতর হবে সেটিরই সে অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। অতঃপর জায়গা পরিমাপের পর যে দিকের উদ্দেশ্যে সে এসেছিলো তাকে সে দিকটির নিকটবর্তী পাওয়া গেলো। অতএব রহমতের ফিরিশতাগণ লোকটির রূহ কবয করলো।
তথ্যসূত্র : বুখারী ও মুসলিম

তাল পাতার সিপাহি
I'm so lonely, broken angel
I'm so lonely, listen to my heart

[Arash:]
Man dooset daram
Be cheshme man gerye nade
Na nemitoonam
Bedoone to halam badeee

I'm so lonely, broken angel
I'm so lonely, listen to my heart

One n' only, broken angel
Come n' save me, before I fall apart

[Arash:]
To har jaa ke bashi kenaretam
Taa aakharesh divoonatam
To to nemidooni ke joonami
Bargard pisham

I'm so lonely, broken angel
I'm so lonely, listen to my heart

One n' only, broken angel
Come n' save me, before I fall apart

La la leyli la la leyli la laaa

I'm so lonely, broken angel
I'm so lonely, listen to my heart

One n' only, broken angel
Come n' save me, before I fall apart

I'm so lonely, broken angel
I'm so lonely, listen to my heart

One n' only, broken angel
Come n' save me, before I fall apart

La la leyli la la leyli la laaa
Photo: I'm so lonely, broken angel 
I'm so lonely, listen to my heart 

[Arash:] 
Man dooset daram 
Be cheshme man gerye nade 
Na nemitoonam 
Bedoone to halam badeee 

I'm so lonely, broken angel 
I'm so lonely, listen to my heart 

One n' only, broken angel 
Come n' save me, before I fall apart 

[Arash:] 
To har jaa ke bashi kenaretam 
Taa aakharesh divoonatam 
To to nemidooni ke joonami 
Bargard pisham 

I'm so lonely, broken angel 
I'm so lonely, listen to my heart 

One n' only, broken angel 
Come n' save me, before I fall apart 

La la leyli la la leyli la laaa 

I'm so lonely, broken angel 
I'm so lonely, listen to my heart 

One n' only, broken angel 
Come n' save me, before I fall apart 

I'm so lonely, broken angel 
I'm so lonely, listen to my heart 

One n' only, broken angel 
Come n' save me, before I fall apart 

La la leyli la la leyli la laaa
Jiya Jaye na ore piya song Full Lyrics by Arijit Singh

Muskurane ki wajah tum ho…
Gungunaane ki wajah tum ho…
Jiya jaaye na,jeeye na, jeeye na,
Oo re piya re… –(Twice)

Oo re lamhe tu kahiin mt jaaa..
Ho sake to umr bhr tham jaa…
Jiya jaaye na, jeeye na, jeeye na
O re piya re…
Jiya jaaye na, jeeye na, jeeye na
O re piya re…

Dhoop aaye too…
chhaon tum laana…
Khawhishon ki baarishon main
bheeg sang jaana..
Khawhishon ki baarishon main
bheeg sang jaana..
Jiya jaaye na, jeeye na, jeeye na
O re piya re…

Jo mile usme kaat lenge hum
Thodi khusiyaann…
thode aashun baat lenge hum
Thodi khusiyaann…
thode aashun baat lenge hum
Jiya jaaye na, jeeye na, jeeye na
O re piya re…

Muskurane ki wajah tum ho…
Gungunaane ki wajah tum ho…
Jiya jaaye na, jeeye na, jeeye na
O re piya re…
Jiya jaaye na, jeeye na, jeeye na
O re piya re…!!!
Give thanks to Allah,
for the moon and the stars
praise Him all day for
what is and what was.
Take hold of your imaan
dont give it to shaitan
oh you who believe please give thanks to Allah.
Allahu Ghafur Allahu Rahim Allahu yuhibu al
Mohsinin,
huwa Khalikhuna huwa Razikhuna wa hua ala kulli
shaiin qadir
Allah is Ghafur Allah is Rahim Allah is the one
who loves the Muhsinin,
He is a Creater, He is a Sustainer and He is
the one who has power over all.
Give thanks to Allah,
for the moon and the stars
praise Him all day for
what is and what was.
take hold of your imaan
dont give it to shaitan
oh you who believe please give thanks to Allah.
Allahu Ghafur Allahu Rahim Allahu yuhibu al
Mohsinin,
huwa Khalikhuna huwa Razikhuna wa hua ala kulli
shaiin qadir
Allah is Ghafur Allah is Rahim Allah is the one
who loves the Muhsinin,
He is a Creater, He is a Sustainer and He is
the one who has power over all.
Micle jackson.....
"পৃথিবীটা নাকি"-
........................................
পৃথিবীটা নাকি ছোট হতে হতে
স্যাটেলাইট আর কেবলের হাতে
ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি
ঘরে বসে সারা দুনিয়ার সাথে
যোগাযোগ আজ হাতের মুঠোতে
ঘুঁচে গেছে দেশ কাল সীমানার গণ্ডি
ভেবে দেখেছ কি
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারও দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে (২)
সারি সারি মুখ আসে আর যায়
নেশাতুর চোখ টিভি পর্দায়
পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি
পাশাপাশি বসে একসাথে দেখা
একসাথে নয় আসলে যে একা
তোমার আমার ভাড়াটের নয়া ফন্দি
ভেবে দেখেছ কি
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারও দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে (২)
স্বপ্ন বেচার চোরা কারবার
জায়গা তো নেই তোমার আমার
চোখ ধাঁধানোর এই খেলা শুধু বন্দি
তার চেয়ে এসো খোলা জানালায়
পথ ভুল করে কোন রাস্তায়
হয়ত পেলেও পেতে পারি আরো সঙ্গী
ভেবে দেখেছ কি
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারও দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে . . . . . . .
Download link:
http://m.doridro.net/banglasongs/Indian
%20Bangla%20Songs/!Recent%20Indian
%20Albumz/Mohiner%20GhoraGuli%20-
%20Remak
e/01.Prithibita%20Naki.mp3.html
শিরোনামঃ পরান পাখি
শিল্পীঃ হাবিব
অ্যালবামঃ শোনো
আকাশ যতই হোক না কালো
তুই যে সকল আশার আলো
আকাশ যতই হোক না কালো
তুই যে সকল আশার আলো
দিবানিশি তোরে ডাকি
তুই সে আমার পরান পাখি
যদি কোনোদিনও ভুল করে
আমাকে যায় মনে পরে
মেঘ বালিকার ডানায় চড়ে
এক নিমিষে আসবো উড়ে
আকাশ যতই হোক না কালো
তুই যে সকল আশার আলো
আকাশরে তোর কানে বলি
তোর নীলে কি দুঃখ তত
যতটা ব্যথা এ হৃদয় পুড়ে
জ্বলতে পারে তুসের মত
যদি কোনোদিনও ভুল করে
আমাকে যায় মনে পরে
মেঘ বালিকার ডানায় চড়ে
এক নিমিষে আসবো উড়ে
আকাশ যতই হোক না কালো
তুই যে সকল আশার আলো
জোছনারে তোর কানে বলি
জালবি যদি সকল আলো
তবুও কেনো আমার আকাশ
কষ্টভরা আঁধার কালো
যদি কোনোদিনও ভুল করে
আমাকে যায় মনে পরে
মেঘ বালিকার ডানায় চড়ে
এক নিমিষে আসবো উড়ে
আকাশ যতই হোক না কালো
তুই যে সকল আশার আলো
আকাশ যতই হোক না কালো
তুই যে সকল আশার আলো
দিবানিশি তোরে ডাকি
তুই সে আমার পরান পাখি
যদি কোনোদিনও ভুল করে
আমাকে যায় মনে পরে
মেঘ বালিকার ডানায় চড়ে
এক নিমিষে আসবো উড়ে (৩)

http://m.doridro.net/banglasongs//Bangla%20Pop%20N%20Remix/Habib/Habib%20-%20Shono/8.Poran%20pakhi%20-%20Habib.mp3.html
If You LIKE this song Click @ Like Button... Download Free Bangla Songs @ http://doridro.net/ , Free Hindi Songs @ http://hindisongs.doridro.com/, For Mobile User @ http://m.doridro.net/ & FB app @ http://goo.gl/37vj2

তুমি যদি আমাকে কাছে এসে
ভালবাসো
কি জানি হয় হৃদয়ে
কি করে তো্মায় বোঝাবো
ভালো আর লাগেনা
এত কেন মায়া ?
যত কাছে আমি লাগে সুধু সান্তনা
অবুঝ ভালবাসা
জানি এ নয় খেলা
তবু এই মনে হয় ছাড়া তো্মায় বাচবনা
তুমি যদি আমাকে কাছে এসে
ভালবাসো
না জানি কবে সে সময় আসবে
আমাকে ধরে কাঁদবে
ও -- দুঃখের পেছনে যত সুখ আছে
একদিন রঙ দেখাবে
কত দিন আর এভাবে - বোঝাবো
তো্মাকে
সহেনা এ বাধন দোটানা
ভালো আর লাগেনা
এত কেন মায়া ?
যত কাছে আমি লাগে সুধু সান্তনা
অবুঝ ভালবাসা
জানি এ নয় খেলা
তবু এই মনে হয় ছাড়া তো্মায় বাচবনা
তুমি যদি আমাকে কাছে এসে
ভালবাসো
when i come force to you and
love each
i dont know what happens to
my heart
i'll explain you....just tell me
--- i love you
আজ আমি বলব যে তো্মাকেই চাই
কখনো যদি না পাই
ও-- শেষ হয়ে যাবে এ জীবনের সাধ
এ ভেবে লাগে সুধু ভয়
যতদিন এ প্রান আছে
আমি রব যে কাছে
তো্মাকে কথা দিলাম
ভালো আর লাগেনা
এত কেন মায়া ?
যত কাছে আমি লাগে সুধু সান্তনা
অবুঝ ভালবাসা
জানি এ নয় খেলা
তবু এই মনে হয় ছাড়া তো্মায় বাচবনা
তুমি যদি আমাকে কাছে এসে
ভালবাসো
কি জানি হয় হৃদয়ে
কি করে তো্মায় বোঝাবো
ভালো আর লাগেনা
এত কেন মায়া ?
যত কাছে আমি লাগে সুধু সান্তনা
অবুঝ ভালবাসা
জানি এ নয় খেলা
তবু এই মনে হয় ছাড়া তো্মায় বাচবনা
ভালো আর লাগেনা
এত কেন মায়া ?
যত কাছে আমি লাগে সুধু সান্তনা
অবুঝ ভালবাসা
জানি এ নয় খেলা
তবু এই মনে হয় ছাড়া তো্মায়
বাচবনা..
http://banglasongs.fusionbd.com/downloads/mp3_file.php?p=1&file=mp3%2Fbangla%2FRequested_Songs%2FHridoy_Khan-Obujh_Bhalobasha.mp3&sort=1

মনের ভেতর
হাবিব এবং ন্যান্সি
..................................................
আমি তোমার মনের ভেতর,
একবার ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাস
সে কথাটা জানতে চাই
ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই
তুমি শুদু আমার হবে ,
একথাটা বলতে চাই||

এ হৃদয়ে জলছে এক জাদুর মম বাতি
তুমি আগুন হয়ে
পুরছ আমায় সাড়া দিবা রাতি ..

এ হৃদয়ে ফুটছে ফুল প্রেমের বারো মাস
তুমি ফাগুন হয়ে ছুলে ,আমার ও নিল আকাশ ||
আমি তোমার মনের ভেতর,
একবার ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাস
সে কথাটা জানতে চাই
ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই
তুমি শুদু আমার হবে ,
একথাটা বলতে চাই||

এ প্রনয়ে অন্ধ হলাম ,
প্রানের আলো তুমি
দু:খ এলে ভুলে যেওনা
বাচবনা আমি....

এ প্রনয়ে কথা দিলাম
সূর্য, চন্দ্র ,তারা
সাক্ষী থেক মরণ যেন
হয়না তুমি ছাড়া ||

আমি তোমার মনের ভেতর,
একবার ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাস
সে কথাটা জানতে চাই
ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই
তুমি শুদু আমার হবে ,
একথাটা বলতে চাই||

link :http://mp3bazaar.blogspot.com/2014/03/habib-nancy-ami-tomar-moner-vitor-mp3.html
মন ভালো নেই,
বলনা কিছুতেই।
তবু বুঝে নেবে?
কে আছে?
দেখো কেউ কাছে নেই,
তবু তুমি এগুবে।
ভাঙ্গা পথ-
সাথী কে হবে?
যদি কখনো আমায়, মনে পড়ে যায়।
খোল দুয়ার আকাশে, আমি তারাময়।
যদি কখনো ছুঁয়ে দিতে ইচ্ছে হয়,
সাগর হয়ে আজ জড়াবো তোমায়।

কে বল কে দেখাবে পথ তোমাকে,
যদি যাও হারিয়ে এ শহরে,
যদি কখনো আমায় মনে পড়ে যায়,
খোল দুয়ার আকাশে, আমি তারাময়।
হাওয়াতে এলো চুল মুখে এসে পড়ে,
যদি না থাকি তা কে সরাবে,
যদি কখনো আমায় মনে পড়ে যায়,
খোল দুয়ার আকাশে আমি তারাময়।
যদি কখনো ছুঁয়ে দিতে ইচ্ছে হয়,
সাগর হয়ে আজ জড়াবো তোমায় ॥

link :http://doridro.net/download/All%20time%20Bangla%20Hits%20%5BBy%20RaNa%5D/Yaatri%20-%20Mon%20Valo%20Nei.mp3.html
Singer: KK
Music: Rashid Khan
Lyrics: Tanveer Ghazi
Starring: Surveen Chawla, Jay Bhanushali
Music Label: T-Series
Kabhi Aayine Pe Lyrics
Kabhi aaine pe likha tujhe
Kabhi aansuon se mita diya
Kabhi khat samajh ke padha tujhe
Kabhi diary mein chhupa liya (x2)
Ik pal bhi tu mujhse, hota nahi hai juda
Aye khuda, aye khuda, aye khuda, aye khuda
Aye khuda, aye khuda, aye khuda, aye khuda
Seek me in your heart
You gotta reach out for my love
Teri tamanna aankhon mein leke
Parchhaiyon ka peecha kiya
Teri tamanna aankhon mein leke
Parchhaiyon ka peecha kiya
Har ajnabi se tera pataa
Deewaano ki tarah main poocha kiya
Deewaano ki tarah main poocha kiya
Tujh bin yun lagta hai
Dil hai kahin gumshuda
Aye khuda, aye khuda, aye khuda, aye khuda
Aye khuda, aye khuda, aye khuda, aye khuda
Tu ye na jaane kaise tere bin
Roya hai pal pal, ye dil mera
Tu ye na jaane kaise tere bin
Roya hai pal pal, ye dil mera
Aansu kisi ne, ponchhe na mere
Toh yaad aaya, aanchal tera
Toh yaad aaya, aanchal tera
Tanhaai mein aksar sunta hoon teri sadaa
Aye khuda, aye khuda, aye khuda, aye khuda
Aye khuda, aye khuda, aye khuda, aye khuda

link : http://hindisongs.fusionbd.com/downloads/mp3_file.php?p=1&file=mp3%2Fhindi%2FHate_Story_2%2F02.HS2-Kabhi_Aayine_Pe_Likha_Tujhe.mp3&sort=1
Meghdol >
Shohorbondi > Nirban
(নির্বান)
...............................
কিছু বিষাদ হোক পাখি, নগরীর
নোনা ধরা দেয়ালে
কাঁচ পোকা সারি সারি, নির্বান নির্বান
ডেকে যায়। (২)
কিছু ভুল রঙের ফুল
ফুটে আছে রাজপথে
কিছু মিথ্যে কথার রং আমাদের হৃদয়ে।
(২)
এখনও এখানে নীরবে দাড়িয়ে
অগণিত প্রতিশোধ জাগে আত্মার
ভেতরে (২)
কিছু মাতাল হাওয়ার দল
শুনে ঝোড়ো সময়ের গান
এখানেই শুরু হোক রোজকার রূপকথা।
কিছু বিষাদ্গ্রস্থ দিন ছিল প্রেমিকার
চোখে জমা (২)
আলো নেই, রোদ নেই,কিছু বিপন্ন
বিস্ময় (২)
ক্ষমাহীন প্রান্তর জুড়ে আমাদের
বেঁচে থাকা। (২)
কিছু বিষাদ হোক পাখি, নগরীর
নোনা ধরা দেয়ালে
কাঁচ পোকা সারি সারি, নির্বান নির্বান
ডেকে যায়।
link : http://m.doridro.net/banglasongs//Band/Band%20Albums/!Shohor%20Bondi%20-%20Meghdol/11%20Nirban.mp3.html
Nirban [Doridro.Com]
Meghdol - Shohor Bondi
If You LIKE this song Click @ Like Button... Download Free Bangla Songs @ http://doridro.net/ , Free Hindi Songs @ http://hindisongs.doridro.com/, For Mobile User @ http://m.doridro.net/ & FB app @ http://goo.gl/37vj2

My most favourite song.......................................

শিরোনামঃ সেই তুমি(চল বদলে যাই)
শিল্পীঃ আইয়ূব বাচ্চু
অ্যালবামঃ ফেরারি মন
................................................
সেই তুমি কেন এত অচেনা হলে,
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম,
কেমন করে এত অচেনা হলে তুমি,
কিভাবে এত বদলে গেছি এই আমি,
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে —-
চল বদলে যাই
তুমি কেন বোঝনা, তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে,
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,
তুমি ক্ষমা করে দিও আমায় ।।
কতরাত আমি কেদেছি, বুকের গভীরে কষ্ট নিয়ে
শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে নাও
তুমি কেন বোঝনা, তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে,
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,
তুমি ক্ষমা করে দিও আমায় ।।
যতবার ভেবেছি ভুলে যাবো, আরও বেশী মনে পড়ে যায়
ফেলে আসা সেই সব দিনগুলি, ভুলে যেতে আামি পারিনা
তুমি কেন বোঝনা, তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে,
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,
তুমি ক্ষমা করে দিও আমায় ।।

link : http://m.doridro.net/banglasongs//Band/Band%20Albums/L%20R%20B%20And%20%20Ayub%20Bachchu/Ayub%20Bachchu%20-%20LRB%20-%20Ferari%20Mon/Ayub%20Bachchu%20-%20Sei%20Tumi%20(Cholo%20Bodle%20Jai).mp3.html
Singer: Mohd. Irfan | Salman Khan
Music: Himesh Reshammiya
Lyrics: Mayur Puri
Featuring: Salman Khan, Jacqueline Fernandez
Music Label: T-Series
Tu Hi Tu Lyrics
MOvie:Kick (2014)
.................................

Tu hi tu har jagah, aaj kal kyun hai
Tu hi tu har jagah, aaj kal kyun hai
Raaste har dafaa, sirf tera pataa
Mujhse pooche bhala kyun hai
Naa main apna raha, naa kisi aur ka
Aisa mere Khuda kyun hai
O.. o.. o.. (repeat x2)

Dheeemi dheemi aanch pe jaise
Dheere dheere jalta hai dil ye,
Beqarari kyun hai ye khumari
Kyun hai awaargi kyun hai har mod par
Naa main apna raha
Naa kisi aur ka
Aisa mere Khuda kyun hai
O.. o.. o..

Tu hi tu har jagah, aaj kal kyun hai
Tu hi tu har jagah, aaj kal kyun hai
Raaste har dafaa, sirf tera pataa
Mujhse pooche bhala kyun hai..

Huaa nahi pehle kabhi yeh
Chuaa nahi dil ko kisi ne
Har aarzoo tu hi
Chain-o-sukoon tu hi
Main toh kahoon
Tu hi hai zindagi
Naa main apna raha
Naa kisi aur ka
Aisa mere Khuda kyun hai
O.. o.. o..

Tu hi tu har jagah, aaj kal kyun hai
Tu hi tu har jagah, aaj kal kyun hai
Raaste har dafaa, sirf tera pataa
Mujhse pooche bhala kyun hai
Naa main apna raha, naa kisi aur ka
Aisa mere Khuda kyun hai
O.. o.. o..

Link :http://hindisongs.fusionbd.com/downloads/mp3_file.php?p=1&file=mp3%2Fhindi%2FHate_Story_2%2F04.HS2-Hai_Dil_Ye_Mera.mp3&sort=1
চাঁদ কেন আসেনা আমার ঘরে,
রাগব চ্যাটার্জি
................................
চাঁদ কেন আসেনা আমার ঘরে,
চাঁদ কেন আসেনা আমার ঘরে,
সে অভিমানীনি আজো তো বলেনি
অভিমানিনী আজো তো বলেনি
আসবে কিনা ফিরে??
চাঁদ কেন আসেনা আমার ঘরে,
চাঁদ কেন আসেনা আমার ঘরে।।

দিন যায় রাত যায়, বয়ে যায় সময়
জানে মুখ তার আজো সে
চোখ চায় মন চায়,তবুও ভাংগা হৃদয়
সবি আছে চাদ শুধু নেই
মেঘেরা যদি গিয়েছে দূরে সরে
চাঁদ কেন আসেনা আমার ঘরে,
চাঁদ কেন আসেনা আমার ঘরে।।

জোয়ার ভাটায় চাদ আসে চাদ যায়
আলো করে আংগিনা সবার,
আমি আছি ভরসায়
ঘোর অমানিশায়, কাটেনা কেন এ আধার
ভালোবাসা গুমরে কেঁদে মরে
চাঁদ তবু আসেনা আমার ঘরে,
চাঁদ কেন আসেনা আমার ঘরে,
চাঁদ কেন আসেনা আমার ঘরে।।
সে অভিমানীনি আজো তো বলেনি
আসবে কিনা ফিরে??
চাঁদ কেন আসেনা আমার ঘরে।।

link : http://m.doridro.net/banglasongs//Top%20Few%20Songs/Chand%20Keno%20Asena.mp3.html
Chand Keno Asena [Doridro.com]
Raghab Chaterjee - Not available
If You LIKE this song Click @ Like Button... Download Free Bangla Songs @ http://doridro.net/ , Free Hindi Songs @ http://hindisongs.doridro.com/, For Mobile User @ http://m.doridro.net/ & FB app @ http://goo.gl/37vj2
গান টির নাম নিশচই বলতে হবেনা। দেখি কতজন শিল্পি এর নাম বলতে পারে??

ঘুমাও তুমি ঘুমাও গো জান,
ঘুমাও আমার কোলে.....
ভালবাসার নাও ভাসাবো,
ভালবাসি বলে....
তোমার চুলে হাত বুলাবো,
পূর্ণ চাঁদের তলে .....
কৃষ্ণচূড়া মুখে তোমার,
জোসনা পড়ুক কোলে.....
আজকে জড়ায় ধরবে,
তোমার মনকে আমার মন....
গাইবে পাখি, গাইবে জোনাক ;
গাছ গাছালি বন....
এত ভালবাসা গো জান,
রাখিও আঁচলে....
দোলাও তুমি, দুলি আমি ;
জগত বাড়ি দোলে .....
শব্দ ঘুমের মূর্ছনাতে,
বাতাসও সুর তোলে.....
ভালবাসার শিশির কণা,
পড়বে ও আঁচলে....
এত ভালবাসা গো জান,
রাখিও আঁচলে....
দোলাও তুমি, দুলি আমি ;
জগত বাড়ি দোলে .....
ঘুমাও তুমি ঘুমাও গো জান,
ঘুমাও আমার কোলে.....
ভালবাসার নাও ভাসাবো,
ভালবাসি বলে......''
Photo: গান টির নাম নিশচই বলতে হবেনা। দেখি কতজন শিল্পি এর নাম বলতে পারে??

ঘুমাও তুমি ঘুমাও গো জান,
ঘুমাও আমার কোলে.....
ভালবাসার নাও ভাসাবো,
ভালবাসি বলে....
তোমার চুলে হাত বুলাবো,
পূর্ণ চাঁদের তলে .....
কৃষ্ণচূড়া মুখে তোমার,
জোসনা পড়ুক কোলে.....
আজকে জড়ায় ধরবে,
তোমার মনকে আমার মন....
গাইবে পাখি, গাইবে জোনাক ;
গাছ গাছালি বন....
এত ভালবাসা গো জান,
রাখিও আঁচলে....
দোলাও তুমি, দুলি আমি ;
জগত বাড়ি দোলে .....
শব্দ ঘুমের মূর্ছনাতে,
বাতাসও সুর তোলে.....
ভালবাসার শিশির কণা,
পড়বে ও আঁচলে....
এত ভালবাসা গো জান,
রাখিও আঁচলে....
দোলাও তুমি, দুলি আমি ;
জগত বাড়ি দোলে .....
ঘুমাও তুমি ঘুমাও গো জান,
ঘুমাও আমার কোলে.....
ভালবাসার নাও ভাসাবো,
ভালবাসি বলে......''
শিরোনামঃ মিস করছি তোকে
কন্ঠঃ পার্থ বড়ুয়া
কথা ও সুর : প্রিন্স মাহমুদ
অ্যালবামঃ দেবী
একলা ঘর, ধূলো জমা গীটার
পড়ে আছে লেলিন, পড়ে আছে শেক্সপিয়র,
টিশার্ট জিন্সগুলো দেরাজে আছে
শুধু মানুষটা তুই নেইতো, নেইরে কাছে
ও বন্ধু তোকে মিস্ করছি ভীষণ
তোকে ছাড়া কিছুই আর জমেনা এখন।
তোকে ছাড়া হয়না টিউন, হয়না লেখা
বৃষ্টির সাথেও এখন হয় না দেখা,
থমকে যাই হয় মনে এই বুঝি এসে ডাক দিবি
থমকে যাই পরক্ষনে, কেনো হয় যে এমন
ও বন্ধু তোকে মিস করছি ভীষন
তোকে ছাড়া আর কিছু জমে না এখন
ও বন্ধু তোকে মিস করছি ভীষন
তোকে ছাড়া আর কিছু আর জমে না …..
একলা ঘর, ধূলো জমা গীটার
পড়ে আছে লেলিন, পড়ে আছে শেক্সপিয়র,
টিশার্ট জিন্সগুলো দেরাজে আছে
শুধু মানুষটা তুই নেইতো, নেইরে কাছে
ও বন্ধু তোকে মিস্ করছি ভীষণ
তোকে ছাড়া কিছুই আর জমেনা এখন।
ও বন্ধু তোকে মিস করছি ভীষন
তোকে ছাড়া কিছুই আর জমে না …
link : http://banglasongs.fusionbd.com/downloads/mp3_file.php?p=1&file=mp3%2Fbangla%2FSong_of_the_Day%2FMiss_Korchi_Toke-Partho_Borua-09062014_FusionBD.Com.mp3&sort=1
track:Bhulona Amay [master version]
Tune & Artist : Rokon
Lyric - Rokon & Maniruzzaman Jibon
Composed by : Tanvir Ahmed Rossi
.....................
লিরিক্সঃ
তুমি কি নিঃসঙ্গতায় বসে আছো একা ?
তাকিয়ে দেখো আকাশ; পাবে আমার দেখা।
বাতাসে কান পেতে শোন; শুনতে পাবে - আমায়
বহুদূরে... অনুভবে... ।
বন্ধু, ভুলোনা আমায়।
তবু বন্ধু ভুলোনা আমায়... ভুলোনা ।
যদি আকাশ জুড়ে মেঘের মেলায়
আঁধার নেমে আসে,
যদি হৃদয় মাঝে ছিন্ন তারে
বেসুরো গান বাজে ।।
তবু বন্ধু, ভুলোনা আমায়... ভুলোনা।
এখনও কি রাত নেমে এলে
চাঁদের শহরে ,
জোছনা বাড়ায় মায়া
শূন্য হৃদয় জুড়ে ?
হাতে হাত রেখো আমার;
সেই মায়াবী জোছনায়।
"এই রাত তোমার আমার"
শুনিয়ে যাবো তোমায়।
বন্ধু, ভুলোনা আমায়... ।।
যদি আকাশ জুড়ে মেঘের মেলায়
আঁধার নেমে আসে,
যদি হৃদয় মাঝে ছিন্ন তারে
বেসুরো গান বাজে।
তবে আলোর মশাল জ্বালিয়ে দেব
ইচ্ছে আকাশে যত,
সাত সুরের বীণায় সারিয়ে দেব
তোমার হৃদয় ক্ষত ।
বন্ধু, ভুলোনা আমায়... ভুলোনা।

link : http://www.mediafire.com/download/y672bydb0alk1zo/tanvir-feat-rokon-bulona-amay.mp3
একশতটি কবীরা গুনাহ —
1. আল্লাহর সাথে শিরক করা
2. নামায পরিত্যাগ কর
3. পিতা-মাতার অবাধ্য হওয়া
4. অন্যায়ভাবে মানুষ হত্যা করা
5. পিতা-মাতাকে অভিসম্পাত করা
6. যাদু-টোনা করা
7. এতীমের সম্পদ আত্মসাৎ করা
8. জিহাদের ময়দান থেকে থেকে পলায়ন
9. সতী-সাধ্বী মু‘মিন নারীর প্রতি অপবাদ
10. রোযা না রাখা
11. যাকাত আদায় না করা
12. ক্ষমতা থাকা সত্যেও হজ্জ আদায় না করা
13. যাদুর বৈধতায় বিশ্বাস করা
14. প্রতিবেশীকে কষ্ট দেয়া
15. অহংকার করা
16. চুগলখোরি করা (ঝগড়া লাগানোর উদ্দেশ্যে
একজনের কথা আরেকজনের নিকট লাগোনো)
17. আত্মহত্যা করা
18. আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা
19. অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা
20. উপকার করে খোটা দান করা
21. মদ বা নেশা দ্রব্য গ্রহণ করা
22. মদ প্রস্তুত ও প্রচারে অংশ গ্রহণ করা
23. জুয়া খেলা
24. তকদীর অস্বীকার করা
25. অদৃশ্যের খবর জানার দাবী করা
26. গণকের কাছে ধর্না দেয়া বা গণকের
কাছে অদৃশ্যের খবর জানতে চাওয়া
27. পেশাব থেকে পবিত্র না থাকা
28. রাসূল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম)
এর নামে মিথ্যা হাদীস বর্ণনা করা
29. মিথ্যা স্বপ্ন বর্ণনা করা
30. মিথ্যা কথা বলা
31. মিথ্যা কসম খাওয়া
32. মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয়
করা
33. জিনা-ব্যভিচারে লিপ্ত হওয়া
34. সমকামিতায় লিপ্ত হওয়া
35. মানুষের গোপন কথা চুপিসারে শোনার
চেষ্টা করা
36. হিল্লা তথা চুক্তি ভিত্তিক বিয়ে করা।
37. যার জন্যে হিলা করা হয়
38. মানুষের বংশ মর্যাদায় আঘাত হানা
39. মৃতের উদ্দেশ্যে উচ্চস্বরে ক্রন্দন করা
40. মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা
41. মুসলিমকে গালি দেয়া অথবা তার
সাথে লড়ায়ে লিপ্ত হওয়া
42. খেলার ছলে কোন প্রাণীকে নিক্ষেপ যোগ্য
অস্ত্রের লক্ষ্য বস্তু বানানো
43. কোন অপরাধীকে আশ্রয় দান করা
44. আল্লাহ ছাড়া অন্য কারো নামে
পশু জবেহ করা
45. ওজনে কম দেয়া
46. ঝগড়া-বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা
47. ইসলামী আইনানুসারে বিচার বা
শাসনকার্য পরিচালনা না করা
48. জমিনের সীমানা পরিবর্তন করা বা
পরের জমি জবর দখল করা
49. গীবত তথা অসাক্ষাতে কারো দোষ
চর্চা করা
50. দাঁত চিকন করা
51. সৌন্দর্যের উদ্দেশ্যে মুখ মণ্ডলের চুল
তুলে ফেলা বা চুল উঠিয়ে ভ্রু চিকন করা
52. অতিরিক্ত চুল সংযোগ করা
53. পুরুষের নারী বেশ ধারণ করা
54. নারীর পুরুষ বেশ ধারণ করা
55. বিপরীত লিঙ্গের প্রতি কামনার
দৃষ্টিতে তাকানো
56. কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা
57. পথিককে নিজের কাছে অতিরিক্ত
পানি থাকার পরেও না দেয়া
58. পুরুষের টাখনুর নিচে ঝুলিয়ে
পোশাক পরিধান করা
59. মুসলিম শাসকের সাথে কৃত বাইআত
বা আনুগত্যের শপথ ভঙ্গ করা
60. ডাকাতি করা
61. চুরি করা
62. সুদ লেন-দেন করা, সুদ লেখা বা
তাতে সাক্ষী থাকা
63. ঘুষ লেন-দেন করা
64. গনিমত তথা জিহাদের মাধ্যমে
কাফেরদের নিকট থেকে প্রাপ্ত সম্পদ
বণ্টনের পূর্বে আত্মসাৎ করা
65. স্ত্রীর পায়ু পথে যৌন ক্রিয়া করা
66. জুলুম-অত্যাচার করা
67. অস্ত্র দ্বারা ভয় দেখানো বা তা দ্বারা
কাউকে ইঙ্গিত করা
68. প্রতারণা বা ঠগ বাজী করা
69. রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে
সৎ আমল করা
70. স্বর্ণ বা রৌপ্যের তৈরি পাত্র ব্যবহার করা
71. পুরুষের রেশমি পোশাক এবং
স্বর্ণ ও রৌপ্য পরিধান করা
72. সাহাবীদের গালি দেয়া
73. নামাযরত অবস্থায় মুসল্লির সামনে
দিয়ে গমন করা
74. মনিবের নিকট থেকে কৃতদাসের পলায়ন
75. ভ্রান্ত মতবাদ জাহেলী রীতিনীতি
অথবা বিদআতের প্রতি আহবান করা
76. পবিত্র মক্কা ও মদীনায় কোন
অপকর্ম বা দুষ্কৃতি করা
77. কোন দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেয়া
78. আল্লাহর ব্যাপারে অনধিকার চর্চা করা
79. বিনা প্রয়োজনে তালাক চাওয়া
80. যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট
81. স্বামীর অবাধ্য হওয়া
82. স্ত্রী কর্তৃক স্বামীর অবদান অস্বীকার করা
83. স্বামী-স্ত্রীর মিলনের কথা জনসম্মুখে
প্রকাশ করা
84. স্বামী-স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা
85. বেশী বেশী অভিশাপ দেয়া
86. বিশ্বাস ঘাতকতা করা
87. অঙ্গীকার পূরণ না করা
88. আমানতের খিয়ানত করা
89. প্রতিবেশীকে কষ্ট দেয়া
90. ঋণ পরিশোধ না করা
91. বদ মেজাজি ও এমন অহংকারী
যে উপদেশ গ্রহণ করে না
92. তাবিজ-কবজ, রিং, সুতা ইত্যাদি
ঝুলানো
93. পরীক্ষায় নকল করা
94. ভেজাল পণ্য বিক্রয় করা
95. ইচ্ছাকৃত ভাবে জেনে শুনে
অন্যায় বিচার করা
96. আল্লাহ বিধান ব্যতিরেকে
বিচার-ফয়সালা করা
97. দুনিয়া কামানোর উদ্দেশ্যে দীনী ইলম
অর্জন করা
98. কোন ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা
হলে জানা সত্যেও তা গোপন করা
99. নিজের পিতা ছাড়া অন্যকে পিতা
বলে দাবী করা
100. আল্লাহর রাস্তায় বাধা দেয়া
>পোস্টটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন,
যাতে করে আপনার সকল বন্ধুরা আপনার কাছে
থেকে শিখতে পাড়ে ও জানতে পাড
আকাশে উড়ে পাখিটা,
পাখিটা উড়ে আকাশে।
পাখিটা উড়ে আকাশে,
আকাশে উড়ে পাখিটা।
কোনও দিনও একা বা দোকা
পাখিটারে যায় না দেখা,
শুধু তার গান আসে ভেসে
বাতাসে… বাতাসে…

রোদের নিচে মেঘ উড়ে
মাটির উপর পড়ে ছায়া,
ছায়ার ভেতর একটা ছবি
কেমন যেন মায়া,
মায়া… মায়া…

রোদের নিচে মেঘ উড়ে
মাটির উপর পড়ে ছায়া,
ছায়ার ভেতর একটা ছবি
কেমন যেন মায়া,
শুধু তার গান আসে ভেসে
বাতাসে…বাতাসে…

দূরে খুঁজি,কাছে খুঁজি
ওই সে বুঝি
এই সে বুঝি ।
কিন্তু সে কই ?
আরো একা হই,
ভাল্লাগেনা হিজিবিজি।

দূরে খুঁজি,কাছে খুঁজি
ওই সে বুঝি
এই সে বুঝি ।
কিন্তু সে কই ?
আরো একা হই,
ভাল্লাগেনা হিজিবিজি।
শুধু তার গান আসে ভেসে
বাতাসে…বাতাসে…

আকাশে উড়ে পাখিটা,
পাখিটা উড়ে আকাশে।
পাখিটা উড়ে আকাশে,
আকাশে উড়ে পাখিটা।

কোনও দিনও একা বা দোকা
পাখিটারে যায় না দেখা,
শুধু তার গান আসে ভেসে
বাতাসে…বাতাসে…
Photo: আকাশে উড়ে পাখিটা,
পাখিটা উড়ে আকাশে।
পাখিটা উড়ে আকাশে,
আকাশে উড়ে পাখিটা।
কোনও দিনও একা বা দোকা
পাখিটারে যায় না দেখা,
শুধু তার গান আসে ভেসে
বাতাসে… বাতাসে…

রোদের নিচে মেঘ উড়ে
মাটির উপর পড়ে ছায়া,
ছায়ার ভেতর একটা ছবি
কেমন যেন মায়া,
মায়া… মায়া…

রোদের নিচে মেঘ উড়ে
মাটির উপর পড়ে ছায়া,
ছায়ার ভেতর একটা ছবি
কেমন যেন মায়া,
শুধু তার গান আসে ভেসে
বাতাসে…বাতাসে…

দূরে খুঁজি,কাছে খুঁজি
ওই সে বুঝি
এই সে বুঝি ।
কিন্তু সে কই ?
আরো একা হই,
ভাল্লাগেনা হিজিবিজি।

দূরে খুঁজি,কাছে খুঁজি
ওই সে বুঝি
এই সে বুঝি ।
কিন্তু সে কই ?
আরো একা হই,
ভাল্লাগেনা হিজিবিজি।
শুধু তার গান আসে ভেসে
বাতাসে…বাতাসে…

আকাশে উড়ে পাখিটা,
পাখিটা উড়ে আকাশে।
পাখিটা উড়ে আকাশে,
আকাশে উড়ে পাখিটা।

কোনও দিনও একা বা দোকা
পাখিটারে যায় না দেখা,
শুধু তার গান আসে ভেসে
বাতাসে…বাতাসে…
ময়লা টি-শার্ট
ছেঁড়া জুতো
কদিন আগে এই
ছিল মনেরই মতো
দিন বদলের
টানা-পোঁড়নে
সখের ঘুড়ি নাটাই সুঁতো
ঘুড়ি তুমি কার আকাশে উড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়ো

তোমার নিকট অতীত
আমার এক যুগ আগের শীত
পৃথিবী তোমার অনুকূলে থাকে
আমার বিপরীত
তোমার ছোট্ট চাওয়া
আমার বৃষ্টিতে ভিজে যাওয়া
তারপর একা ঘরে মন
জড়োসড়ো

তোমার রোদেলা শহর
আমার রংচটা রং-এর ঘর
জানালা তোমার অভিমুখে খোলা
দেয়াল নড়বড়
তোমার একটু ছোঁয়া
আমার স্বপ্নকে খুঁজে পাওয়া
তারপর ঘুমভাঙ্গা চোখ
জড়োসড়ো
নচিকেতার অসাধারণ একটি গান-

ভিড় করে ইমারত, আকাশটা ঢেকে দিয়ে,
চুরি করে নিয়ে যায় বিকেলের সোনা রোদ।
ছোটো ছোটো শিশুদের শৈশব চুরি ক’রে,
গ্রন্থ-কীটের দল বানায় নির্বোধ।
এরপর চুরি গেলে বাবুদের ব্রীফ-কেস
অথবা গৃহিণীদের সোনার নেকলেস,
সকলে সমস্বরে, একরাশ ঘৃণা ভরে
চিত্কার করে বলে —
চোর, চোর, চোর, চোর, চোর।

প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা,
আমাদের স্বপ্ন, আমাদের চেতনা।
কিছুটা মূল্য পেয়ে ভাবি বুঝি শোধ-বোধ,
ন্যায় নীতি ত্যাগ করে, মানুষ আপোস ক’রে,
চুরি গেছে আমাদের সব প্রতিরোধ।
এর পর কোনো রাতে, চাকরটা অজ্ঞাতে,
সামান্য টাকা নিয়ে ধরা প’ড়ে হাতে নাতে।
সকলে সমস্বরে, একরাশ ঘৃণা ভরে
চিত্কার করে বলে —
চোর, চোর, চোর, চোর, চোর।

প্রতিদিন চুরি যায় দিন বদলের আশা,
প্রতিদিন চুরি যায় আমাদের ভালবাসা।
জীবনী শক্তি চুরি গিয়ে আসে নিরাশা,
সংঘাত্ প্রতিঘাত্ দেয়ালে দেয়ালে আঁকা,
তবু চুরি যায় প্রতিবাদের ভাষা।
কখনো বাজারে গেলে, দোকানী কিশোর ছেলে,
কাঁপা কাঁপা হাত নিয়ে, ওজনেতে কম দিলে,
সকলে সমস্বরে, একরাশ ঘৃণা ভরে
চিত্কার করে বলে —
চোর, চোর, চোর, চোর, চোর।
movie:- রান আউট

নিকষ কালো রাতের সাথে
মনের গহীন কোনে
চেপে রাখা ইচ্ছেটার ডাকাডাকি
জানি পরিণাম হবে না ভালো
তবু কেন মন তোমার পথে পা বাড়ালো চুপিচুপি
আগুনের ধ্বনি রক্তে শত
ছুঁয়ে দিতে চায় ইচ্ছেমত
চাওয়া না চাওয়ার দ্বন্দ্বে বিভোর
তবু মন হারাচ্ছে অবিরত ক্রমাগত পরাজিত
জানালা খুলে দাও
ঘরের সব আলো নিভিয়ে দিয়ে
হাত বাড়াও আমার ভুলের আহ্বানে
সীমানা তুলে নাও
নিয়মের সব বাঁধা পেছনে ফেলে
ভেসে যাও ভুলের আহ্বানে

তোমার দূরে থাকার মতো সময়ের সব ক্ষত
ভুলে যাই উষ্ণতার নিঃশ্বাসে
আমার যত না দেখা গল্প
তোমার ছুঁয়ে ছুঁয়ে আজ তা ফুরলো, অবশেষে
অস্থিরতায় আকাশ পাগল, সীমাহীন সীমানা পরাজিত
আগুনের ধ্বনি রক্তে শত
ছুঁয়ে দেবার ইচ্ছে শত শত, ক্রমাগত, অবিরত
Photo: movie:- রান আউট 

নিকষ কালো রাতের সাথে
মনের গহীন কোনে
চেপে রাখা ইচ্ছেটার ডাকাডাকি
জানি পরিণাম হবে না ভালো
তবু কেন মন তোমার পথে পা বাড়ালো চুপিচুপি
আগুনের ধ্বনি রক্তে শত
ছুঁয়ে দিতে চায় ইচ্ছেমত
চাওয়া না চাওয়ার দ্বন্দ্বে বিভোর
তবু মন হারাচ্ছে অবিরত ক্রমাগত পরাজিত
জানালা খুলে দাও
ঘরের সব আলো নিভিয়ে দিয়ে
হাত বাড়াও আমার ভুলের আহ্বানে
সীমানা তুলে নাও
নিয়মের সব বাঁধা পেছনে ফেলে
ভেসে যাও ভুলের আহ্বানে

তোমার দূরে থাকার মতো সময়ের সব ক্ষত
ভুলে যাই উষ্ণতার নিঃশ্বাসে
আমার যত না দেখা গল্প
তোমার ছুঁয়ে ছুঁয়ে আজ তা ফুরলো, অবশেষে
অস্থিরতায় আকাশ পাগল, সীমাহীন সীমানা পরাজিত
আগুনের ধ্বনি রক্তে শত
ছুঁয়ে দেবার ইচ্ছে শত শত, ক্রমাগত, অবিরত
নীল আকাশের নিচে পাখির কলতানে
সবুজ ঘাসে হাটছি গীটার নিয়ে
মাথার ভেতর নতুন একটা সুর ঘুরতে থাকে
হঠাৎ করেই আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে
ফুলের সুবাস বাতাসে ভেসে আসে
এত সুখের মাঝেও কেন চোখে পানি আসে
সকালের এই মিষ্টি আলো কি যে ভাল লাগে
হঠাৎ করেই আমার ঘুমটা যায় ভেঙ্গে
চারিদিকে আঁধার অশ্লীল কালো
স্রষ্টার কাছে মিনতি দেখাও একটু আলো
দেহের এই অসুখটা বাড়ছে প্রতিদিনি
জীবনের শেষ ঘন্টাটা যে এখনো বাজতে বাকি
আমার যেন মৃত্যু হয় সুর্য উঠার আগে
সুর্যর কাছে আমার অনেক ঋন আছে
তাই আমি দেখতে চাই না ঐ সুর্যটাকে
আমার যেন মৃত্যু হয় সুর্য উঠার আগে
দেহের পচনটা বাড়ছে একটু একটু করে
অসীম এই যন্ত্রণা মোরে বোবা করে রাখে
সুখ নামের স্বপ্নটা যে অচেনা লাগে
চলে গেছে কোথায় আমায় একা ফেলে
দেখতে আর ভাল লাগে না ঐ নীল আকাশটা
সারা রাত তাকিয়ে দেখি ঘরের সিলিঙটা
ইচ্ছে ছিল পৃথিবীটা বদলে দেবার
ইচ্ছে ছিল গীটার হাতে যুদ্ধে যাবার
চারিদিকে আঁধার অশ্লীল কালো
স্রষ্ঠার কাছে মিনতি দেখাও একটু আলো
দেহের এই অসুখটা বাড়ছে প্রতিদিনি
জীবনের শেষ ঘন্টাটা যে এখনো বাজতে বাকি
আমার যেন মৃত্যু হয় সুর্য উঠার আগে
সুর্যর কাছে আমার অনেক ঋন আছে
তাই আমি দেখতে চাই না ঐ সুর্যটাকে
আমার যেন মৃত্যু হয় সুর্য উঠার আগে
চারিদিকে আঁধার অশ্লীল কালো
স্রষ্ঠার কাছে মিনতি দেখাও একটু আলো
দেহের এই অসুখটা বাড়ছে প্রতিদিনি
জীবনের শেষ ঘন্টাটা যে এখনো বাজতে বাকি
আমার যেন মৃত্যু হয় সুর্য উঠার আগে
সুর্যর কাছে আমার অনেক ঋন আছে
তাই আমি দেখতে চাই না ঐ সুর্যটাকে
আমার যেন মৃত্যু হয় সুর্য উঠার আগে
আমার যেন মৃত্যু হয় সুর্য উঠার আগে
সুর্যর কাছে আমার অনেক ঋন আছে
তাই আমি দেখতে চাই না ঐ সুর্যটাকে
আমার যেন মৃত্যু হয় সুর্য উঠার আগে
তোমরা কেউ কি দিতে পার প্রেমিকার ভালবাসা
দেবে কি কেউ জীবনের ঊষ্ণতার সত্য আশা
ভালবাসার আগে নিজেকে নিও বাজিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে
আমি বড় অসহায় অন্য পথে
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে

ও আমায় ভালবাসেনি
অসীম এ ভালবাসা ও বোঝেনি
ও আমায় ভালবাসেনি
অতল এ ভালবাসা তলিয়ে দেখে নি

তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা
ভালবাসবে শুধুই আমায় করবে প্রতিজ্ঞা
ভালবাসার আগে নিজেকে নিও বাজিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে
আমি বড় অসহায় অন্য পথে
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে

এত ভিড়েও আজও আমি একা
মনে শুধুই যে শূন্যতা
আঁধারে যত ছড়াই আলো
সবই আঁধারে মিলায়
ও যে কোথায় হারালো
ব্যথা কাকে যে শুধাই
Photo: তোমরা কেউ কি দিতে পার প্রেমিকার ভালবাসা
দেবে কি কেউ জীবনের ঊষ্ণতার সত্য আশা
ভালবাসার আগে নিজেকে নিও বাজিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে
আমি বড় অসহায় অন্য পথে
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে

ও আমায় ভালবাসেনি
অসীম এ ভালবাসা ও বোঝেনি
ও আমায় ভালবাসেনি
অতল এ ভালবাসা তলিয়ে দেখে নি

তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা
ভালবাসবে শুধুই আমায় করবে প্রতিজ্ঞা
ভালবাসার আগে নিজেকে নিও বাজিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে
আমি বড় অসহায় অন্য পথে
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে

এত ভিড়েও আজও আমি একা
মনে শুধুই যে শূন্যতা
আঁধারে যত ছড়াই আলো
সবই আঁধারে মিলায়
ও যে কোথায় হারালো
ব্যথা কাকে যে শুধাই
তোমার সাথে যে শত্রুতা করে তাকে ভালো বাসো
তোমাকে যে কষ্ট দেয় তার জন্য ও দোয়া করো।
-হযরত আবু বকর (রাঃ)

আমাদের আরও পোস্ট পড়ুনঃ •|• গুনীজনদের বাণী •|• page এ..
Photo: তোমার সাথে যে শত্রুতা করে তাকে ভালো বাসো
  তোমাকে যে কষ্ট দেয় তার জন্য ও দোয়া করো। 
 -হযরত আবু বকর (রাঃ) 

আমাদের আরও পোস্ট পড়ুনঃ •|• গুনীজনদের বাণী •|• page এ..
নিকষ কালো রাতের সাথে
মনের গহীন কোনে
চেপে রাখা ইচ্ছেটার ডাকাডাকি
জানি পরিণাম হবে না ভালো
তবু কেন মন তোমার পথে পা বাড়ালো চুপিচুপি
আগুনের ধ্বনি রক্তে শত
ছুঁয়ে দিতে চায় ইচ্ছেমত
চাওয়া না চাওয়ার দ্বন্দ্বে বিভোর
তবু মন হারাচ্ছে অবিরত ক্রমাগত পরাজিত
জানালা খুলে দাও
ঘরের সব আলো নিভিয়ে দিয়ে
হাত বাড়াও আমার ভুলের আহ্বানে
সীমানা তুলে নাও
নিয়মের সব বাঁধা পেছনে ফেলে
ভেসে যাও ভুলের আহ্বানে

তোমার দূরে থাকার মতো সময়ের সব ক্ষত
ভুলে যাই উষ্ণতার নিঃশ্বাসে
আমার যত না দেখা গল্প
তোমার ছুঁয়ে ছুঁয়ে আজ তা ফুরলো, অবশেষে
অস্থিরতায় আকাশ পাগল, সীমাহীন সীমানা পরাজিত
আগুনের ধ্বনি রক্তে শত
ছুঁয়ে দেবার ইচ্ছে শত শত, ক্রমাগত, অবিরত

ব্যান্ডঃ ভাইকিংস
মুভি- রান আউট
Photo: নিকষ কালো রাতের সাথে
মনের গহীন কোনে
চেপে রাখা ইচ্ছেটার ডাকাডাকি
জানি পরিণাম হবে না ভালো
তবু কেন মন তোমার পথে পা বাড়ালো চুপিচুপি
আগুনের ধ্বনি রক্তে শত
ছুঁয়ে দিতে চায় ইচ্ছেমত
চাওয়া না চাওয়ার দ্বন্দ্বে বিভোর
তবু মন হারাচ্ছে অবিরত ক্রমাগত পরাজিত
জানালা খুলে দাও
ঘরের সব আলো নিভিয়ে দিয়ে
হাত বাড়াও আমার ভুলের আহ্বানে
সীমানা তুলে নাও
নিয়মের সব বাঁধা পেছনে ফেলে
ভেসে যাও ভুলের আহ্বানে

তোমার দূরে থাকার মতো সময়ের সব ক্ষত
ভুলে যাই উষ্ণতার নিঃশ্বাসে
আমার যত না দেখা গল্প
তোমার ছুঁয়ে ছুঁয়ে আজ তা ফুরলো, অবশেষে
অস্থিরতায় আকাশ পাগল, সীমাহীন সীমানা পরাজিত
আগুনের ধ্বনি রক্তে শত
ছুঁয়ে দেবার ইচ্ছে শত শত, ক্রমাগত, অবিরত

ব্যান্ডঃ ভাইকিংস
মুভি- রান আউট
বিচারপতি তোমার বিচার করবে যারা
আজ জেগেছে এই জনতা, এই জনতা।।
তোমার গুলির, তোমার ফাঁসির,
তোমার কারাগারের পেষণ শুধবে তারা
ও জনতা এই জনতা এই জনতা।।

তোমার সভায় আমীর যারা,
ফাঁসির কাঠে ঝুলবে তারা।।
তোমার রাজা মহারাজা,
করজোরে মাগবে বিচার।।
ঠিক যেন তা এই জনতা।

তারা নতুন প্রাতে প্রাণ পেয়েছে, প্রাণ পেয়েছে।
তারা ক্ষুদিরামের রক্তে ভিজে প্রাণ পেয়েছে।।
তারা জালিয়ানের রক্তস্নানে প্রাণ পেয়েছে।।
তারা ফাঁসির কাঠে জীবন দিয়ে
প্রাণ পেয়েছে, প্রাণ পেয়েছে।।
গুলির ঘায়ে কলজে ছিঁড়ে প্রাণ পেয়েছে,
প্রাণ পেয়েছে এই জনতা।

নিঃস্ব যারা সর্বহারা তোমার বিচারে।
সেই নিপীড়িত জনগণের পায়ের ধারে।।
ক্ষমা তোমায় চাইতে হবে
নামিয়ে মাথা হে বিধাতা।।
রক্ত দিয়ে শুধতে হবে।
নামিয়ে মাথা হে বিধাতা।।
ঠিক যেন তা এই জনতা।
বিচারপতি তোমার বিচার করবে যারা
আজ জেগেছে এই জনতা, এই জনতা
একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
এ জীবনে যেন আসে এমনি স্বপ্নের দিন।।
সেই ভাবনায়, ভাবি মনে হয়,
দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে
আসেনা ফাগুন, মনেতে আগুন,
এমন বিরহ জালায়, সৃতির মেলায়
কাটেনা আর দিন।।
একদিন হঠাৎ হাওয়া থামিয়ে আসা যাওয়া
প্রশ্নের জাল বুনে সুরু হয় চাওয়া পাওয়া।
আজ সুধু পথ চাওয়া, বিরহের গান গাওয়া
ভাবনার নদী বুকে,
উজানেতে তরী বাওয়া।
সুধু সে গান ভোলে অভিমান,
চোখে অকারণ, ঘোর বর্ষা নামে।।
যদি এ পথ ধরে, আমার এ মনের ঘরে,
চিঠি হয়ে অগোচরে, আসে কেউ চুপিসারে।
চাদের ঐ আলো হয়ে, আস মোর ভাঙ্গা ঘরে,
দেখা যায়, যায়না ছোঁয়া, যেন গান চাপা স্বরে।
আপনার ছবি আপনার অনুমতি না নিয়ে ফেসবুক সহ যেকোনো যায়গায় প্রকাশ করলে আইনের আশ্রয় নিন।
পর্ণ গ্রাফি আইন এবং ICT act খুব কড়া এখন...

বিশেষ করে বিভিন্ন পাত্র পাত্রী পেজ এ অথবা চটি পেজ এ আপনার ছবি আপনার অসম্মতিতে কেউ দিলে- এবং তাকে ছবিটি সরিয়ে ফেলার অনুরধ করে ব্যর্থ হলে থানায় মামলা করুন।।
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ বাংলাদেশের একটি আইন যার মাধ্যমে পর্নোগ্রাফি বহন, বিনিময়, মুঠোফোনের মাধ্যমে ব্যবহার করা, বিক্রি প্রভৃতি নিষিদ্ধ করা হয়েছে। প্রথমে আইনটি প্রস্তাব আকারে (বিল) মন্ত্রী পরিষদ কর্তৃক অনুমোদিত হয়। ২৮ ফেব্রুয়ারি ২০১২ খ্রিস্টাব্দ তারিখে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুমোদন লাভ করে।

যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোনো অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য-চলচ্চিত্র, ভিডিও চিত্র, অডিও ভিজুয়াল চিত্র, স্থির চিত্র, অংকিত চিত্রাবলী, বা অন্য কোনো উপায়ে ধারণকৃত ও প্রদর্শনযোগ্য বিষয়— যার কোনো শৈল্পিক মূল্য নেই– তা পর্নোগ্রাফি হিসেবে বিবেচিত হবে। । অধিকন্তু, যৌন উত্তেজনা সৃষ্টিকারী অশ্লীল বই, পত্র-পত্রিকা, ভাস্কর্য, কল্প-মূর্তি, মূর্তি, কার্টুন বা প্রচারপত্র পর্নোগ্রাফি হিসেবে বিবেচিত হবে। এসবের নিগেটিভ বা সফট ভার্সনও পর্নোগ্রাফি হিসেবে গণ্য হবে।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে বলা হয়েছে যে কোনো ব্যক্তি পর্নোগ্রাফি উত্পাদনের উদ্দেশ্যে কোনো নারী, পুরুষ বা শিশুকে প্রলোভন দিয়ে জ্ঞাতে বা অজ্ঞাতে স্থির, ভিডিও বা চলচ্চিত্র ধারণ করলে বিচার প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ ৭বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড আরোপ করা যাবে। এই বিলে আরো বলা হয়েছে যে, যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফির মাধ্যমে কারও সম্মানহানি করে বা কাউকে ব্ল্যাকমেইল করে বা করার চেষ্টা চালায় তবে বিচারক ২ থেকে ৫বছর মেয়াদী কারাদণ্ড আরোপ করতে পারবেন এবং ১ থেকে ২লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড আরোপ করতে পারবেন। শিশুদের ব্যবহার করে পর্নোগ্রাফি উত্পাদন ও বিতরণকারীদের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড এবং অধিকন্তু ৫ লাখ টাকা জরিমানা আরোপের বিধান রাখা হয়েছে

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুসারে পর্নো সিডি বা ডিভিডি তৈরির দায়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই গ্রেফতার ও তার আস্তানায় তল্লাশি চালিয়ে আলামত আটক করা যাবে। তল্লাশিকালে আটককৃত সফট কপি, রূপান্তরিত হার্ডকপি, সিডি, ভিসিডি, ডিভিডি, কম্পিউটার বা অন্য কোনো ডিজিটাল বা ইলেকট্রিকাল ডিভাইস, এক্সেসরিজ, মোবাইল ফোনে সিম, যন্ত্রাংশ, অপরাধ কাজে ব্যবহৃত অন্য কোনো যন্ত্র বা যন্ত্রাংশ, সরঞ্জাম বা বস্তা আদালতে প্রমাণ বা প্রদর্শনী হিসেবে উপস্থাপন করতে হবে। এই আইনের ৫ ধারায় বলা হয়েছে যে পর্নোগ্রাফির অভিযোগ পাওয়া গেলে তা পুলিশের উপ-পরিদর্শক বা তার সমমর্যাদার কর্মকর্তাকে দিয়ে ৩০ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে। তদন্তের প্রয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিয়ে আরো ১৫ দিন এবং আদালতের অনুমোদন পাওয়া গেলে আরো ৩০ দিন পর্যন্ত তদন্তকার বৃদ্ধি করা যাবে।

এ আইনে গ্রেফতারি পরোয়ানা জারির ৭ দিনের মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা সম্ভব না হলে আদালত একটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অভিযুক্ত ব্যক্তিতে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিতে পারবে । এ সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তি আদালতে আত্মসমর্পণ না-করলে তার অনুপস্থিতিতেই বিচার কার্য সমাধা হবে। কেউ এ অপরাধে দোষী সাব্যস্ত হলে ৩০ দিনের মধ্যে তাকে আপিল করতে পারবেন। এ ছাড়া বিলে মিথ্যা অভিযোগ দায়েরকারীর জন্যও শাস্তির বিধান রাখা হয়েছে। এ আইনের অধীনে সংঘটিত অপরাধ আমলযোগ্য এবং অজামিনযোগ্য অপরাধ হিসাবে অভিযোগ ছাড়াই রাষ্ট্র তথা আদালত আমলে নিতে পারবে।
পুর্নিমারই রাত্রি জাগা
চাঁদেরই সেই মিষ্টি আভা
ভুলো মনে চায় সে আজো তোমায়
ভোরেরই মৃদু হাওয়ায়......সে তোমায়
ভোরেরই বাতসে তুমি, নীলিমায় সুর্যোদয়ে তুমি
দূরেরই সে গোধূলি বেলায়
পেতে চায় যে মন তোমায়

তুমি আমি একি এই পথে
ধূপছায়া রাতে হেঁটে যাই একি সাথে
সেই চোখেরই তারারই মাঝে
নীল জোছনায় চেয়ে থাকি তোমাতে
রাতেরই যত তারার মাঝে হারিয়ে যায়
দুজনে কোনো সে স্বপ্নলোকে
ভুলো মনে চায় সে আজো তোমায়
ভোরেরই মৃদু হাওয়ায়

কবিতায় লিখেছি তোমায়
মনেরই গভীরে গেঁথেছি তোমায়
আলো ভেবে দিল প্রভাত, বুকে রেখে হাত
ক্লান্ত প্রহরে রব একি সাথ
ভালোবাসার এই মায়া জালে
জড়িয়ে নাও তুমি আমাকে

পুর্নিমারই রাত্রি জাগা
চাঁদেরই সেই মিষ্টি আভা
ভুলো মনে চায় সে আজো তোমায়
ভোরেরই মৃদু হাওয়ায়......সে তোমায়
ভোরেরই বাতসে তুমি, নীলিমায় সুর্যোদয়ে তুমি
দূরেরই সে গোধূলি বেলায়
পেতে চায় যে মন তোমায়
আপনারা যদি বই পড়তে ভালো বেসে থাকেন
তাহলে এখুনি জয়েন করুন আমাদের
নতুন পেজঃ বন্ধুমহল পাঠাগার - Friend's Library

এখানে আপনারা সকল ক্যাটাগরির বই এর pdf পাবেন একেবারে বিনামুল্যে...
Photo: আপনারা যদি বই পড়তে ভালো বেসে থাকেন
তাহলে এখুনি জয়েন করুন আমাদের 
নতুন পেজঃ বন্ধুমহল পাঠাগার - Friend's Library

এখানে আপনারা সকল ক্যাটাগরির বই এর pdf পাবেন একেবারে বিনামুল্যে...
দুপাড় ছুয়ে বহমান নদী
হঠাৎ যদি থেমে যেতো
বলার মত এক গল্প হতো
আমার মরচে পড়া এই দেশটা যদি
সুর্যের আলো খুজে পেতো
দেখার মত এক দৃশ্য হতো(২)

শুধু কথা আর সুর নিয়ে চলা
শুধু গানের খোঁজে কোনো প্রাণের খোঁজে
নিজে নিজে কথা বলা(২)
যদি রাজনীতিবিদরা, গীটার হাতে
শ্লোগানে সুর বেঁধে নিতো
শোনার মত এক গান হতো

দুপাড় ছুয়ে বহমান নদী
হঠাৎ যদি থেমে যেতো
বলার মত এক গল্প হতো

এই নির্জন পথটার বাঁকে
আমার স্বপ্নযত, ঝরা পাতার মত
মাটিতে পড়ে থাকি(২)
যদি বাধনখোলা ঝরা পাতাগুলো
আকাশে আকাশে উড়ে যেত
স্বপ্নযত সব সত্যি হতো

দুপাড় ছুয়ে বহমান নদী
হঠাৎ যদি থেমে যেতো
বলার মত এক গল্প হতো
আমার মরচে পড়া এই দেশটা যদি
সুর্যের আলো খুজে পেতো
দেখার মত এক দৃশ্য হতো
চুপি চুপি রাত যায় যে চলে
কি জানি কি যায় সে বলে
আজ বুঝি আর ঘুম আসবে না

রাতের আড়ালে চোখ ভিজে গেলে
জানবেনা কেউ লজ্জা পেলে
মন মরে ভালোবাসা মরে না
গতকাল পিছু ডাকা ছাড়ে না
ওগো চাঁদ ছেড়ে যেও না

ও...চুপি চুপি রাত যায় যে চলে
কি জানি কি যায় সে বলে
আজ বুঝি আর ঘুম আসবে না

হাতের আঙ্গুলে ঠোটে আর গালে
লেগে আছো তুমি ভুলি কোন ভুলে
জানি আসবেনা ঘুম এই রাতে
মন দিয়েছি তাই হাওয়াতে
জানি আসবে না ঘুম এই রাতে
ওগো চাঁদ ছেরে যেও না

হুম...চুপি চুপি রাত যায় যে চলে
কি জানি কি যায় সে বলে
আজ বুঝি আর ঘুম আসবে না
তারা দের সাথে তারা গুনি
শুন্যর মাঝে সপ্ন বুনি
ওগো চাঁদ ছেরে যেও না
হুম... যেও না... যেও না...
Uptown Lokolz - civil সমাজ

আমরা বাঙালিরা সব সময় চুরি, বাটপারি, চেচ্রামি , গুটি বাজিতে এক নম্বর

এসব কইরা আমগো তেমন বেশি একটা লাভ নাই
চলেন আমরা সবাই মিলা মিশা ভালো কিছু করার চেষ্টা করি
এগুলা কে লেখছে scene পাঠ ভাইয়া তাউরা কারাগার কইরা সুরাহা হইছে , casting এ পুরা uptown lokolz- er তাউরা ছাফা, আর দেশের দেখা কিছু ছীন ছিনারী লইয়া বুলেট বাহির যার মুখ দিয়া এক নামে কালা চিকনা লম্বা পোলা মনে থেকে কয় সিভিল সমাজের পোলা

সকাল বেলা উইঠা জানালা খুইলা বাইরে যখন দেখি
এমন লাগে নাটকের মঞ্চে আমরা অভিনয় কইরা থাকি
জগতের অন্যায় দেইখা মনের কথা মনের মধ্যে রাখি
এখন সময় আইছে দেইখা কলম লইয়া খাতে লিখি

বাংলাদেশ, এটার কি অবস্থা!!
সব শেষ
তারপরেও কিছু বুঝিনা
প্রত্যেক ৫ টা বছর দেশের পরিস্থিথি বদলায় যায়
ক্ষমতায় যে আহুক না কেন জনগনরী ফাইটা যায়
সবাই হারাই গেছে এখন স্বার্থ পর্দার অন্ধকারে
নিজের পকেট ভইরা আরেকজনের পেটে লাথি মারে
বুদ্ধিজিবিগরে মাইরা পাক্বাহিনিরা দেশটারে করছে লেংড়া
স্বাধীন হওয়ার পর দেখ দেশটা চালাইতাছে কারা
বিপদে পড়লে কথা দেয়, থাকব আপনাদের পাশে
তাইলে জবাব দিয়া কি হইছিল ফেব্রুয়ারির ২৫ শে

নালা ডোবা man-hole ভরছিল উনিফর্মের লাশে
ঐদিন বাইরের মানুষ আমগোরে লুটে আমগো উপরে হাসে

অহন্কার পরিস্থিথি আমি কেন বুঝিনা
এ সিভিল সমাজে নিজেরে খুইজা পাইনা
আর মুখস্ধারীরা মুখোস কেন খোলেনা
এসব প্রশ্নের জবাব আমি কেন পাইনা

পিলখানা গেটের কাছে এলো-পাতারী গোলা-গুলি চালায়
এডি দেইখা মাইনষে জান বাচায় এদিক ওদিক পালায়
ধীম ধাম মালা শুইনা বাচ্চা মায়ের কোলে লুকায়
হতাঠ একটা গুলি আইসা দুই জনরে মাইরা পালায়
গণ কবর পরছিল, পরিবার বর্গ সব আতঙ্কে
লাশ কয়টা হইছিল পালাইতে পারবিনা কোনো অংকে
জানালা দরজা সব বন্ধ, বাতাসে লাশের গন্ধ
এডি দেইখা মনে হয় কেন হইলামনা আমি অন্ধ
ঠিক নাই কখন কার উপর গুলি লাইগা যাইবো,
আবার কয় ৩ কিলোমিটার এলাকা খালি করতে হইব
হুদাই ২-৩ দিনের লাইগা ছীন পাঠ করে
আর জনগণ গো ভুগতে হয় এইসবের পরে
যা মন চায় তাই করে, কিছু কয়ার পারুমনা
কিছু কৈলে, কিছু হইলে, পরে লুকায়া পারুমনা
সাধারণ মানুষ আমি সাধারণ মাইনষের কথা কয়া যাই
তোগো মধ্য ঘরে বয়া বয়া রিমোট টিপি নাই
এলবাম - কাহিনী scene পাঠ
Uptown Lokolz ( ঠিক আছে ভাইয়া) , 2009 পুরা কাঁপা এই
U-P-T-O-W-N Loko (Loko)
U-P-T-O-W-N Loko (Loko)
U-P-T-O-W-N Loko (Loko)
U-P-T-O-W-N Loko (Loko)

আমগো লগে Bigg Spade আছে, তাউরা ছাফা , আর এদিকে Mister Flex আর Black Zang
( এই এই কলা চিকনা ঠিক আছে ভায়া )

ঐ আমি তোর মতনা, তুই আমার মতনা, আমি তোর মত ফাফড় মাইরা কাপড় ছিরিনা
এর লাইগা তুই আছস তুই, আর আমি তুই না
এ গানটা ১০ বার হুনিস , একবার তুই আমার Lyrics বুঝবিনা

পোলাপাইন তাউরা হয়া মামা আমার Lyrics বুঝে , আমার lyrics বুইঝা আমারে আয়া আজিমপুরে খোজে
এসব পেছানো lyrics হুদা Black Zang লেখে
আর পোলাপাইন খারায়া আমার performance দেখে
Hell boys even seventeen evens thirteen mni
নাম গুতাইবার লাইগা তবু আজাইরা কারবার
ঢাকা শহরের প্রত্যেক দেয়ালে ওরা হুদাই spray মারে
এসব দেয়ালের সামনে গিয়া আমি **** খাড়ায় খাড়ায়

it's u to the double ss, a to the i
Black Zang যখন নাচে সব rapper উচরায়
Black Zang এর বাংলা rap এখনতে ঘরে ঘরে চলব
আমগো লগে পোলাপাইন অখন্তে কইবো

এই মামা এই , বাংলা rap চলব নাকি ?
এই মামা এই, তুই ওগো লগতে চলবি নাকি ?
এই মামা এই , আরো কিছু আছে বাকি
এই . .. মামা এই

এইটা আমার চিন্তা , ভাবনা থেকে বাস্তবে পরিনিতি দিছি আমি অস্থির পরিস্থিতি , মন করছি আমি জয়, ছিলনা কোনো ভয়, বুক ফুলায়া চলছি, তাই পোলাপাইন কয় আমি দেশী rap gamer একমাত্র রাজা, তাই আমগো গান হুন, ঘররে বাইরে জোরে বাজা , আমার কথা তোরা বুঝ,, বন্ধ কইরা সব সাজা, মাইপা দেখ আমগো মত আছে নাকি কেউ তোর তাজা
You can derby the game , but the aces right here, when i am on the game , i see all the joker disappear. cause i here gang with my aces spade, and i download my t-lokolz on my side, আমার এক side-এ Flex আর আরেক side-এ Zang , উপর নিচে আগে পিছে - i am backing of the gang, পুরাই তাউরা পোলাপাইন, মানিনা কোনো আইন , করছি contract sign, under the labour deadline.

Bigg Spade-রে দেইখা কইবি, (এই . .. মামা এই)
ছাফা-র লগে তাইনা কইবি, এই . .. মামা এই
Flex-এর এলাকায় গিয়া কইবি, এই . .. মামা এই
Black Zang-এর লগে কইবি, এই . .. মামা এই

আমি RAW বাংলা ছাড়ি, আমার এডা ভাল্লাগে, মুখ দিয়া bullet মারি, দেখিনা পিছে আগে, লোকলজ-রা field-এ নামছে, তোগো *** কান্ধে উঠছে , আমগো দেইখা উল্টা ঘুইরা পোলাপাইন mike ফালায় বাঁচে, তোর গলা শুকায় যাইবো যখন আমগো কথা হুনবি, উস্ঠা খায়া ৩ বার পড়বি যখন আমগো কথা বুঝবি, মাখুন্দা পোলাপাইন কয় rap করা ভালানা, rap করা খারাপ হইলে ভালা হইবার চাইনা, সবি MC Facebook-গুলা নিজে নিজে hit , এসব মাতাল পলাগরে পিডায় করমু ঠিক , ভালা কইরা হুইনা রাখিস আমরা Uptown Lokolz, এইডা খাটি বাংলা rapper বাকি সব নকল,
Uptown Lokolz - হিসাবের কথা

Album - Kahini Scene Paat

আমরা লোকলজ রা , আমাগো জলনের পরে থাইকা এডা নিজের চোখে দেইখা বড় হইছি যেটা কথা পুরা মাপা. Bigg Spade, Black zang,, আর জাউরা পোলাপানের বাপ ঘাউরা টাইনা পুরাই তাউরা ছাফা, scene ভাইয়া .

আমি রাস্তায় যখন বাইর হই, দেখি আমার দেশের চিত্র, এমনে কইরা চললে কেমনে সোনার বাংলা হইব উন্নত, আমার মনের ভিতরে লুকায়ে আছে যত প্রশ্ন, চারপাশে বাস্ত লোকজন কিন্তু
ওগো ফলাফল শূন্য, সবার জীবন-এ আধুরা, কেউ না পরিপূর্ণ, আমি কিছু করতে চাই আমার এ জন্মভূমি জন্য. আমার প্রশ্ন সুধুই ধনী কেন গাড়িতে চড়বো ? আর গরিব সে গাড়ির নিচে কেন চাপা পড়ব?

ধনী গরিব সবাই মানুষ, এটা সবার বুঝতে হইব, নরমের উপর গরম দেখায়া কেন আজকা এ দেশ চলব? অন্যায় অত্যাচার আমি কিছুই মাথা পাতা নিমুনা, স্বাধীন বাংলাদেশে কেন আমি স্বাধীনতা পামুনা?
স্বাধীন ভাগ ৬৪ জেলা, লোকাল মাইনষের বাস্তব কথা, আর আমরা চেষ্টা করছি ওসব কথা ষোলো লাইন-এ কয়ার, রাজক সবকিছুই চলতাছে , কাহিনী পুরাই scene পাট. আমি তাউরা সাফা কইরা দিমু সব ঠিক ঠাক.
পার্ট

৩৮ তা বছর হইসে , দেশটা কি কামাইছে? চারপাশে দেখ বাঙালিরা কি পাইছে, দেশটার ভবিস্যতের নাই কোনো খবর, চট্ট একটা ভয়ঙ্কর বাস্তব scene পাট তুইলা ধর.
ঐ তোরা কান খোল. .. . . হেই হই , হিসাবের কথা হোন, এ এ , তোরা চোখ খোল, এই এই , হিসাবের খাতা খোল. এই এই

গাড়ির তেলের দাম কমানোর লাইগা খাওনের দাম বাড়ায় কম, দামে তেল পাচার , এখন তেলের দাম বাড়ায়, এখন তেলের দাম বাড়লো, চালের দাম বাড়লো, ধনী গরিব বড় লোকের একলগে ভাত মারলো, রাজনীতির গতিতে মাইনষের কমানো টাকা হারায়, কিছু করবার না পারলে বুকে পেছা জীবন হারায়, এখন দুনিয়াতে ভাই করতাছি জীবন যাপন

সবাই সবার দুশমন , কেউ কারো নাই আপন, বিপদ আপদ প্রত্যেক ধাপ, সময় বহুত খাপরা, বুইজা শুইনা চইলেন, নিলে পরবেন চরম দাক্রায়, পোলারা আইবনা আপনের মরা লাশ উঠাইতে, বলদা উইঠা গেছে হালাগো ঘুষ খাইতে খাইতে খাইতে, খারাপ লাগে চিন্তা করতে আমার এই দেশের দশা, মুক্তিযোদ্দারা কি জানত পামু এই স্বাধীনতা?
কইতে ঘিন্না করেনা, যার তার কাছে খাইতে ঘুষ , তারে ছাড়লিনারে তোরা বাচ্চা মহিলা পুরুষ.

ঐ একট কাগজের টুকরায় পাঁচ আর দুইটা শূন্য, কত কোপাকুপি মারামারি হইলো এটার জন্য, পোলা বাপেরে বেল দেয়না, বাপে পোলারে বেল দেয়না, টেকার সময় আইলে মামা কেউ কারো দিকে তাকায়না, alltime মাথায় চিন্তা থাকে কেমনে পকেটে টাকা ভরি, ১০০ - ২০০ হাজার থেকে কেমনে কোটি টাকা করি, নিজের রুম-এ গাড়িতে, এমন কি কমোডেও AC আছে, আর ঐদিকে গরমের মাইনষের লোকাল ৯ নাম্বার বাস-এ

আজকাল সব পইরা গেছে এই কাগজের টুকরার লোভে, খালি জিগ্গায় এইসব খাইসলত তোগো মধ্যে কম্বো কবে? পহেলা ফাল্গুন , সায়ন্ত দিবস, পহেলা বৈশাখ বিজয় দিবস, অসভ্ভো নমুনার এসব দিনরে বানাইছে dating দিবস.

বাস্তবে দেখা নিজের লেখা এখন দেখামু তোরে , সদ্য কি লাভ হইলো রক্ত দিয়া একাত্তরে ? ভাই brother এর মদদে গেনজাম এখন তোরা বন্ধ কর, আজাইরা কাম বাদ দিয়া দেশটার লাইগা কিছু কর,

৩৮ তা বছর হইসে , দেশটা * ফালাইছে ? চারপাশে দেখ বাঙালিরা কি পাইছে, দেশটার ভবিস্যতের নাই কোনো খবর, চট্ট একটা ভয়ঙ্কর বাস্তব scene পাট তুইলা ধর.
ঐ তোরা কান খোল. .. . . হেই হই , হিসাবের কথা হোন, এ এ , তোরা চোখ খোল, এই এই , হিসাবের খাতা খোল. এই এই

হইছে পার্ট গুটিতে

কামানো
পড়বেন
মুক্তিযোধ্ধারা
একটা
poirha
কত দূর আর যাওয়ার আছে
কত পথ রয়েছে বাকি
কত মেঘ এই আকাশে ওড়ে
আজ রোদের হাসি কাল বৃষ্টি।।

তবুও এ পথ চলা স্বপ্নের নেশায়
এইযে বাজারে পসরা সাজানো
স্বপ্ন কিনতে।।

এই যে সুরম্ম কত অট্টালিকার গায়ে
জীবনের নানা প্রয়োজন স্বপ্নের তুলিতে
রাঙানো কথামালা, সেজে বিলাসী মোড়কে
বেচা হরেক স্বপ্নের আড়ালে
কেনা নিরব উপহাস।।
আমি বাবা মায়ের শত আদরের মেয়ে
আমি বড় হই সকলের ভালবাসা নিয়ে
আমার দুচোখে অনেক স্বপ্ন থাকে
আমি পড়ালিখা শিখতে চাই
আমি বাবা মায়ের শত আদরের মেয়ে

যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন
তাহলে থাকব শুধু বোঝা হয়ে
শিক্ষা আমায় মুক্তি দিবে মুক্তি দিবে
আমিতো কালকের খুশি আর আশা
আমারোতো সাধ আছে, আছে অভিলাষা
ঘরে বেঁধে রেখোনা নিয়ে যাও এগিয়ে

আমি বাবা মায়ের শত আদরের মেয়ে
আমি বড় হই সকলের ভালবাসা নিয়ে
আমার দুচোখে অনেক স্বপ্ন থাকে
আমি পড়ালিখা শিখতে চাই
আমি বাবা মায়ের শত আদরের মেয়ে
তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়
তবু তোমার টুকরো ছায়ায়
ডুবে আছে কত মিথ্যে আগুন অন্ধকারময়
কত স্মৃতি কত সময়
তোমার জন্য পৃথিবীতে
আজকে ছুটির রোদ
নিজের মাঝে তোমায় খোঁজা
আকাশ নীলে তাকিয়ে থাকা

তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়
মেঘাচ্ছন্ন ব্যস্ত ঢাকায়
মানুষগুলো শূন্য চোখে দুঃখ দ্বিধায়
আকাশ পানে তাকায়
তোমার জন্য পৃথিবীতে থেমে যায় সময়
আমার দেহে রাত্রি নামায়
মিথ্যে আগুন অন্ধকারময়

ভীড়ের মাঝে আবার ভীড়ে
আমার শরীর মেশে কোলাহলে
দুঃখ ভুলে মিশে যাই মুখোশ স্রোতে
অনেক দুরের একলা পথে
ক্লান্ত আমি ফিরি তোমার কাছে
মুখোশ খুলে বসে রই জানলা ধরে

আমার গানের শব্দ সুরের অন্তরালে
তোমায় আঁকি কান্না চেপে
মহাকালের ক্লান্ত পথে

তোমার জন্য বৃষ্টি ঝরে আমার লেখায়
আলোর মতন মিথ্যে ছায়ায়
পাথর হয়ে ঘুরে মরে আমার হৃদয়
কত স্মৃতি কত মিথ্যে ভয়

তোমার জন্য গলার ভেতর
আটকে থাকে ক্রোধ
আমার চোখে স্মৃতির ঘোলা জল
নির্জনতায় তোমার কোলাহল

তোমার না থাকা অস্তিত্ব
রয়ে গেছে আমার নিঃশ্বাসে
ফেলে আসা এই পথে দুজনেই একসাথে

আমার অবশ
অনুভূতির দেয়াল জুড়ে কত সময়
হেটে এসে আমরা দু’জন
হারিয়েছি পথ কোথায় কখন

আমার দেহে খুঁজে ফিরি
তোমার অনুভূতি
তোমার চোখের দুরের আকাশ
মিশে থাকে রূপক হয়ে

তোমার জন্য বিষন্ন এক নিথর হৃদয়
আমার ভেতর দাঁড়ায় সরব একা
তোমার পৃথিবী স্বর্গের মতন চির অদেখা
তোমার পৃথিবী স্বর্গের মতন চির অদেখা......

তোমার জন্য পথ হারিয়ে অজানায়
তবু তোমার লেখায় কথায়
ফেরে ক্লান্ত আমার অলস সময়
কত স্মৃতি অন্ধকারময়
দুপাড় ছুয়ে বহমান নদী
হঠাৎ যদি থেমে যেতো
বলার মত এক গল্প হতো
আমার মরচে পড়া এই দেশটা যদি
সুর্যের আলো খুজে পেতো
দেখার মত এক দৃশ্য হতো(২)

শুধু কথা আর সুর নিয়ে চলা
শুধু গানের খোঁজে কোনো প্রাণের খোঁজে
নিজে নিজে কথা বলা(২)
যদি রাজনীতিবিদরা, গীটার হাতে
শ্লোগানে সুর বেঁধে নিতো
শোনার মত এক গান হতো

দুপাড় ছুয়ে বহমান নদী
হঠাৎ যদি থেমে যেতো
বলার মত এক গল্প হতো

এই নির্জন পথটার বাঁকে
আমার স্বপ্নযত, ঝরা পাতার মত
মাটিতে পড়ে থাকি(২)
যদি বাধনখোলা ঝরা পাতাগুলো
আকাশে আকাশে উড়ে যেত
স্বপ্নযত সব সত্যি হতো

দুপাড় ছুয়ে বহমান নদী
হঠাৎ যদি থেমে যেতো
বলার মত এক গল্প হতো
আমার মরচে পড়া এই দেশটা যদি
সুর্যের আলো খুজে পেতো
দেখার মত এক দৃশ্য হতো
দীর্ঘশ্বাস তোমার রুক্ষ দেয়াল ছুঁয়ে
বিবর্ণ রাত্রি কাটে বিমূর্ত সময়
প্রার্থনা তোমার হারিয়ে যায় অন্ধকারে
স্তব্ধ এই বদ্ধঘরে অস্পষ্ট স্বরে

নিঃসঙ্গ একা তুমি
ক্লান্ত... জীর্ন তুমি
অন্ধ দেয়াল জুড়ে
দুঃস্বপ্ন আছড়ে পড়ে।

পারবে কি ভেঙে দিতে এই দেয়াল?
পারবে কি ছেড়ে যেতে এই বাঁধন?
ধূলোমাখা জানালার আলো ছাড়িয়ে
পারবে কি ফিরে যেতে আবার?

আর্তনাদ তোমার বিদগ্ধ এ মন জুড়ে
প্রতিধ্বনি করে চুপিসারে
স্বপ্নগুলো কেন জড়িয়ে যায়ে এ মায়াজালে
দুঃসহ যন্ত্রনাতে, অশান্ত ঝড়ে

নিঃসঙ্গ একা তুমি
ক্লান্ত... জীর্ন তুমি
অন্ধ দেয়াল জুড়ে
দুঃস্বপ্ন আছড়ে পড়ে।